হংকংয়ের উত্থানে ব্রুস লি-র ভূমিকা অনেক৷ চলচ্চিত্র দুনিয়ায় মার্শাল আর্টস নায়ক হিসেবে সুপরিচিত লি পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন৷ বিশ্ব সিনেমার মানচিত্রে হংকং-কে প্রতিষ্ঠিতও করেছেন তিনি৷
বিজ্ঞাপন
গত বিশ জুলাই ছিল এই কুং ফু তারকার চল্লিশতম মৃত্যুবার্ষিকী৷ কিছু হংকংবাসী লি-এর মৃত্যুবার্ষিকী নাকি পালন করেছেন টয়লেটে৷ কেনো? উত্তরটা দিলেন ভং ইউ-কেউং৷ ব্রুস লি ক্লাবের এই চেয়ারম্যান বলেন, ‘‘১৯৫৮ সালে সেন্ট ফ্রান্সিস জাভিয়ার কলেজের শিক্ষার্থী ছিলেন ব্রুস লি৷ সেখানে একদিন টয়লেটে লড়াইরত অবস্থায় এক ফাদারের কাছে ধরা পড়েন তিনি৷''
তবে ‘ফাদার' তাঁকে শাস্তি দেননি৷ কেননা তিনি নিজেও একসময় বক্সার ছিলেন৷ বরং ফাদার লি-কে বক্সিং ক্লাসে যোগ দিতে বলেন৷ ইউ-কেউং বলেন, ‘‘পরবর্তীতে লি আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন৷''
ব্রুস লি – একজন কিংবদন্তি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট শিল্পী চলে গেছেন চল্লিশ বছর আগে৷ ব্রুস লি তাঁর লড়াইয়ের কৌশল আর জীবন আদর্শ দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন৷
ছবি: picture-alliance/Mary Evans Picture Library
কিংবদন্তির মৃত্যু
চীনা-মার্কিন মার্শাল আর্ট শিল্পি ব্রুস লি, যাঁর পুরো নাম ব্রুস জুন ফান লি, মাত্র ৩২ বছরে মারা যান৷ তাঁর অভিনীত মার্শাল আর্ট ছবিগুলো আন্তর্জাতিক দর্শক টানতে সক্ষম হয়েছে, যা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে৷
ছবি: picture alliance/united archives
কুং ফু মাস্টার
১৯৪০ সালের ২৭ নভেম্বর সান ফ্রান্সিসকোতে জন্ম নেন লি৷ মাত্র ১৩ বছর বয়সে মাস্টার ইয়াপ ম্যানের সঙ্গে পরিচয় ঘটে তাঁর৷ ম্যান তাকে উইং চুন স্টাইলের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়েছেন৷ পরবর্তীতে লি নিজেই কুং ফু শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং নিজেই ‘জিত কুন ডো’ নামক লড়াইয়ের কৌশল উদ্ভাবন করেন৷
ছবি: imago/EntertainmentPictures
গতি এবং নির্ভুলতা
মার্শাল আর্টের বিভিন্ন কৌশল আয়ত্ত করে জনপ্রিয়তা অর্জন করেন ব্রুস লি৷ তিনি তাঁর গতি এবং নির্ভুলতা কাজে লাগিয়ে শ্বাসরুদ্ধকর বিভিন্ন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতেন৷ অনেকেই তাঁকে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী মার্শাল আর্ট শিল্পী মনে করেন৷
ছবি: picture alliance/United Archives/IFTN
পারিবারিক জীবন
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় লিন্ডা এমেরির দেখা পান লি৷ ১৯৬৪ সালে এই নারীকে বিয়ে করেন তিনি৷ এক বছর পর লি দম্পতির প্রথম সন্তান ব্র্যান্ডন-এ জন্ম হয়৷ লি গর্বের সাথে তাঁর সন্তানকে বিশ্বের একমাত্র ব্লন্ড এবং নীল চোখা চীনা বলতেন৷ এই দম্পতির মেয়ে শ্যানন-এর জন্ম হয় চার বছর পর৷ ২৮ বছর বয়সে ব্র্যান্ডন একটি সিনেমার শ্যুটিং চলাকালে ভুলবশত গুলিবিদ্ধ হন এবং প্রাণ হারান৷
ছবি: picture alliance/Globe-ZUMA
ব্রুস লি বনাম চাক নরিস
‘ওয়ে অফ দ্য ড্রাগন’ ছবিটি লি এবং মার্শাল আর্টকে গোটা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে৷ লি নিজে এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন এবং কারাটে বিশ্ব চ্যাম্পিয়ন চাক নরিসকে অভিনয় করতে বলেছেন৷ ছবিটির অ্যাকশন দৃশ্যগুলো ইতিহাস সৃষ্টি করেছে৷
ছবি: picture alliance/United Archives/IFTN
শীর্ষে আরোহণ
চীন-মার্কিন যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম ছবি ‘এন্টার দ্য ড্রাগন’ মুক্তি পায় ১৯৭৩ সালে৷ এটা শুধু ব্রুস লি-র শেষ ছবিই ছিল না, তাঁর সবচেয়ে সফল ছবিও এটি৷ তবে ছবিটি মুক্তির পর দেখার জন্য লি বেঁচে ছিলেন না৷ ‘এন্টার দ্য ড্রাগন’-এর প্রিমিয়ারের কয়েকদিন আগে মারা যান তিনি৷ একটি বেদনানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়৷
ছবি: picture alliance/united archives
লি-এর শেষ লড়াই
লি-এর মৃত্যুর পূর্বে চিত্রায়িত অ্যাকশন দৃশ্যগুলো ‘গেম অফ ডেথ’ নামক একটি ছবিতে অন্তর্ভুক্ত করা হয়৷ ছবিতে লি-এর পরনে ছিল একটি হলুদ এবং কালো ট্র্যাকস্যুট৷
ছবি: picture alliance/United Archives/IFTN
একটি নতুন ধারার সূচনা
জ্যাকি চ্যান (ছবিতে), জেট লি, ডনি ইয়ান, স্টিভেন সিগাল এবং জঁ ক্লোদ ফান ডাম-এর মতো জনপ্রিয় মার্শাল আর্ট তারকাদের পথ দেখেয়েছিন ব্রুস লি৷ তবে এঁদের মধ্যে জ্যাকি চ্যান নিজেকে লি-এর যোগ্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন৷
ছবি: picture alliance/AP Photo
চায়নাটাউনে শ্রদ্ধাজ্ঞাপন
ব্রুস লির চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে লস অ্যাঞ্জেলসের চায়নাটাউনে তাঁর একটি সাত ফুট লম্বা তামার মূর্তি স্থাপন করা হয়েছে৷ মূর্তিটিতে মার্শাল আর্ট বিশেষজ্ঞকে একটি রক্ষণাত্মক ভঙ্গিতে দেখা যাচ্ছে৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
9 ছবি1 | 9
এই ঘটনার কিছুদিন পর যুক্তরাষ্ট্রে মার্শাল আর্ট স্কুল চালু করেন লি৷ কার্যত টয়লেট থেকে শুরু হয়েছিল তাঁর কুং ফু চর্চা৷ তবে হংকং-এ টয়লেট ছাড়াও আরো অনেক স্থানে লিকে স্মরণ করা হচ্ছে৷ তাঁর ভক্তরা ঘুরে দেখছেন সাবেক ব্রিটিশ কলোনি, যেখানে লি ছোটবেলায় বসবাস করেছেন৷ এছাড়া ব্রুস লি ক্লাব এবং লিয়ের মূর্তি রাখা অ্যাভেনিউতেও যাচ্ছেন অনেকে৷
এদিকে, হংকং হেরিটেজ মিউজিয়ামে ব্রুস লি-র স্মরণে একটি পাঁচ বছর মেয়াদী প্রদর্শনীর আয়োজন করেছে৷ প্রদর্শনীতে লি-র জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক এবং তাঁর প্রতীকী হলুদ জাম্পস্যুটও স্থান পাচ্ছে৷ লির কন্যা শানোন লি গত শুক্রবার বলেছেন, ‘‘আমি মিডিয়ার মাধ্যমে আমার বাবার সম্পর্কে জানিনি৷ আমি তাঁকে ভিন্নভাবে জেনেছি৷''
বাবার মৃত্যুর সময় শানোন-এর বয়স ছিল মাত্র চার বছর৷ তিনি বলেন, ‘‘আমি আমার পরিবার, বাবার বন্ধুদের আর বাবার কাছের মানুষদের কাছ থেকে বাবার সম্পর্কে জেনেছি৷
শানোন বলেন, ‘‘হংকং-এ বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা আমার মনে আছে, কেননা সেটা অত্যন্ত বিশৃঙ্খল ছিল৷ অনেক মানুষ এসেছিল৷''
উল্লেখ্য, চীনা-মার্কিন মার্শাল আর্ট শিল্পি ব্রুস লি ১৯৪০ সালের ২৭ নভেম্বর সান ফ্রান্সিসকোতে জন্ম নেন৷ ১৯৭৩ সালে মাত্র ৩২ বছর বয়সে একটি বেদনানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটে বলে ধারণা করা হয়৷ লি অভিনীত মার্শাল আর্ট ছবিগুলো আন্তর্জাতিক দর্শক টানতে সক্ষম হয়, যা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়৷