1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টয়লেটে ব্রুস লি-র মৃত্যুবার্ষিকী

২২ জুলাই ২০১৩

হংকংয়ের উত্থানে ব্রুস লি-র ভূমিকা অনেক৷ চলচ্চিত্র দুনিয়ায় মার্শাল আর্টস নায়ক হিসেবে সুপরিচিত লি পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন৷ বিশ্ব সিনেমার মানচিত্রে হংকং-কে প্রতিষ্ঠিতও করেছেন তিনি৷

Bildnummer: 55205771 Datum: 01.01.1973 Copyright: imago/EntertainmentPictures 1973 - Enter The Dragon - Movie Set PICTURED: BRUCE LEE, Composer: Lalo Schifrim, Director: Robert Clouse, IN CAST: Bruce Lee, John Saxon, Jim (M Kelly, Ahna Capri, Bob Wall, Jackie Chan, Chuck Norris, Shih Kien 1973; Enter The Dragon. Original Film Title: Enter The Dragon, !ACHTUNG NUTZUNG NUR BEI FILMTITEL-NENNUNG! PUBLICATIONxINxGERxONLY People Entertainment Film kbdig 1973 quer
ব্রুস লিছবি: imago/EntertainmentPictures

গত বিশ জুলাই ছিল এই কুং ফু তারকার চল্লিশতম মৃত্যুবার্ষিকী৷ কিছু হংকংবাসী লি-এর মৃত্যুবার্ষিকী নাকি পালন করেছেন টয়লেটে৷ কেনো? উত্তরটা দিলেন ভং ইউ-কেউং৷ ব্রুস লি ক্লাবের এই চেয়ারম্যান বলেন, ‘‘১৯৫৮ সালে সেন্ট ফ্রান্সিস জাভিয়ার কলেজের শিক্ষার্থী ছিলেন ব্রুস লি৷ সেখানে একদিন টয়লেটে লড়াইরত অবস্থায় এক ফাদারের কাছে ধরা পড়েন তিনি৷''

তবে ‘ফাদার' তাঁকে শাস্তি দেননি৷ কেননা তিনি নিজেও একসময় বক্সার ছিলেন৷ বরং ফাদার লি-কে বক্সিং ক্লাসে যোগ দিতে বলেন৷ ইউ-কেউং বলেন, ‘‘পরবর্তীতে লি আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন৷''

এই ঘটনার কিছুদিন পর যুক্তরাষ্ট্রে মার্শাল আর্ট স্কুল চালু করেন লি৷ কার্যত টয়লেট থেকে শুরু হয়েছিল তাঁর কুং ফু চর্চা৷ তবে হংকং-এ টয়লেট ছাড়াও আরো অনেক স্থানে লিকে স্মরণ করা হচ্ছে৷ তাঁর ভক্তরা ঘুরে দেখছেন সাবেক ব্রিটিশ কলোনি, যেখানে লি ছোটবেলায় বসবাস করেছেন৷ এছাড়া ব্রুস লি ক্লাব এবং লিয়ের মূর্তি রাখা অ্যাভেনিউতেও যাচ্ছেন অনেকে৷

এদিকে, হংকং হেরিটেজ মিউজিয়ামে ব্রুস লি-র স্মরণে একটি পাঁচ বছর মেয়াদী প্রদর্শনীর আয়োজন করেছে৷ প্রদর্শনীতে লি-র জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক এবং তাঁর প্রতীকী হলুদ জাম্পস্যুটও স্থান পাচ্ছে৷ লির কন্যা শানোন লি গত শুক্রবার বলেছেন, ‘‘আমি মিডিয়ার মাধ্যমে আমার বাবার সম্পর্কে জানিনি৷ আমি তাঁকে ভিন্নভাবে জেনেছি৷''

বাবার মৃত্যুর সময় শানোন-এর বয়স ছিল মাত্র চার বছর৷ তিনি বলেন, ‘‘আমি আমার পরিবার, বাবার বন্ধুদের আর বাবার কাছের মানুষদের কাছ থেকে বাবার সম্পর্কে জেনেছি৷

শানোন বলেন, ‘‘হংকং-এ বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা আমার মনে আছে, কেননা সেটা অত্যন্ত বিশৃঙ্খল ছিল৷ অনেক মানুষ এসেছিল৷''

উল্লেখ্য, চীনা-মার্কিন মার্শাল আর্ট শিল্পি ব্রুস লি ১৯৪০ সালের ২৭ নভেম্বর সান ফ্রান্সিসকোতে জন্ম নেন৷ ১৯৭৩ সালে মাত্র ৩২ বছর বয়সে একটি বেদনানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটে বলে ধারণা করা হয়৷ লি অভিনীত মার্শাল আর্ট ছবিগুলো আন্তর্জাতিক দর্শক টানতে সক্ষম হয়, যা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়৷

এআই/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ