1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্পেস ওয়াক’ করবেন গেয়ার্স্ট

৩০ মে ২০১৪

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ পৌঁছেছেন জার্মান মহাকাশচারী আলেক্সান্ডার গেয়ার্স্ট৷ রাশিয়ার মাক্সিম সুরাইয়েভ ও অ্যামেরিকার রিড ওয়াইজম্যান-এর সঙ্গে সোইয়ুজ মহাকাশযানে করে আইএসএস-এ পৌঁছান জার্মানির একাদশতম মহাকাশচারী৷

আলেক্সান্ডার গেয়ার্স্টছবি: Reuters

প্রায় ৮ ঘণ্টা যাত্রার জন্য সোইয়ুজ মোটেই আরামদায়ক নয়৷ প্রশিক্ষণের সময় ওয়াইজম্যান বলেছিলেন, ‘‘এ যেন তিন জনে মিলে টেলিফোন বুথে আটকে থাকা৷’’ এমন যাত্রার পর আইএসএস-এর ভিতরটা বেশ বড় মনে হয়৷ সেই সঙ্গে ভূ-পৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার উপরে মাধ্যাকর্ষণহীনতার রোমাঞ্চ তো আছেই৷

আইএসএস-এ গেয়ার্স্ট-এর আগে আরও দু’জন জার্মান মহাকাশচারী সময় কাটিয়ে গেছেন৷ নিজে আগ্নেয়গিরি বিশেষজ্ঞ হলেও ১৬৬ দিন ধরে তিনি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন এবং কমপক্ষে একবার ‘স্পেস ওয়াক’ করতে বেরোবেন৷ তবে একেবারে প্রথম কাজটি কিন্তু বেশ অভিনব৷ যাত্রার আগে নিজের ইন্টারনেট ব্লগে গেয়ার্স্ট লিখেছিলেন, টয়লেটে প্রস্রাবের আধারটি বদলানো দিয়েই তাঁর কাজ শুরু হবে৷

৩৮ বছর বয়স্ক আলেক্সান্ডার গেয়ার্স্ট-এর মূল কাজগুলির মধ্যে রয়েছে শরীরের ত্বকের বয়স হওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করা৷ ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি পরিবহন যান আইএসএস-এ এলে সেটিকে ‘পার্ক’ করার দায়িত্বও তাঁকে পালন করতে হবে৷ জার্মানির একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে শিশুদের প্রশ্নের জবাবও তাঁকে দিতে হবে৷ তিনি নিজেও শৈশব থেকেই মহাকাশে যাবার স্বপ্ন দেখতেন

তবে মহাকাশ যাত্রার গুরুত্ব গেয়ার্স্ট-এর কাছে শুধু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়৷ তাঁর মতে, ‘‘আমরা নির্দিষ্ট কিছু দেশের প্রতিনিধি হিসেবে নয়, একটা টিম হিসেবেই যাত্রা শুরু করেছি৷’’ উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেন-সংকটের কারণে রাশিয়ার সঙ্গে অ্যামেরিকা তথা পশ্চিমা বিশ্বের সম্পর্কে যে চিড় ধরেছে, তা নিয়ে চিন্তিত গেয়ার্স্ট-ও৷ রাশিয়া জানিয়ে দিয়েছে, ২০২০ সালের পর সে দেশ আর আইএসএস-প্রকল্পে সহযোগিতা করতে চায় না৷ অথচ সেখানে মানুষ পাঠানোর ক্ষেত্রে গোটা বিশ্ব এই মুহূর্তে শুধু রাশিয়ার উপর নির্ভরশীল৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ