1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফের পুলে দুই তরুণ যা করলো

২২ ডিসেম্বর ২০১৬

পশ্চিমে প্রচণ্ড শীতে মাঝেমাঝেই জমে যায় ছোট ছোট জলাশয়, সুইমিং পুল৷ আর জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এক রোমাঞ্চকর ব্যাপারও বটে৷ পাবলিক পার্কে এ রকম কাজে বারণ আছে৷ কিন্তু ব্যক্তিগত পুলে?

প্রতীকী ছবি
ছবি: picture alliance/blickwinkel

দুই তরুণ বেছে নিয়েছিল বাড়ির পেছনের ছোট্ট পুলটি৷ প্রচণ্ড শীতে জমে যাওয়া পুলের উপর দিয়ে হেঁটে নয়, দৌড়ে চলে যাবেন তারা৷ ইচ্ছে ছিল এমনটাই৷ কিন্তু সুইমিং পুলের বরফ কতটা শক্ত বোঝার উপায় আছে কি?

দুই তরুণকে আশ্বস্ত করতে তৃতীয় একজন সেই পুলের পানির উপরে একটি লোহার পাইপ দিয়ে আলতো করে ঘষা দিলেন৷ না, তাতে বরফ তেমন একটা নড়েনি৷ বরং দেখে শক্তই মনে হলো৷ তাই আত্মবিশ্বাসও পেল দৌড়বিদরা৷ ক্যামেরাম্যানও তাদের উৎসাহ দিল৷ তারপর আর কী? নায়কোচিত কিছু করার হাতছানি সামনে...৷

কিন্তু বিপত্তি দেখা গেলো দৌড় শুরুর পর৷ পুলের উপর দুই কদম না যেতেই ভেঙে গেলে পানির উপরের বরফের আস্তরণ৷ ব্যস, প্রচণ্ড ঠান্ডা পানিতে ডুবে যেতে লাগলো সেই দুই তরুণ৷ অবশ্য একেবারে ডুবে যায়নি তারা৷ সেই অবস্থা থেকে কোনোমতে উপরে উঠে তারা বুঝতে পারলে কত বড় ভুলটাই না করেছে৷

অতিউৎসাহী হওয়ার দাম কখনো কখনো হয়ত এভাবেই চুকাতে হয়!

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ