1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষক্রিয়ায় মারা যান কিম জং-নাম

২৪ ফেব্রুয়ারি ২০১৭

স্নায়ুর এই বিষটির নাম ‘ভিএক্স'৷ ল্যাবরেটরিতে তৈরি এই বিষ বিশ্বের সবচেয়ে মারাত্মক রাসায়নিক অস্ত্র বলে পরিচিত, যা জাতিসংঘের গণবিধ্বংসী মারণাস্ত্রের তালিকায় আছে৷

Mutmaßlich Kim Jong Nam, Bruder von Nordkoreas Diktator Kim Jong Un
ছবি: picture alliance/abaca/A. Radu

উত্তর কোরিয়ার প্রায় ৫,০০০ টন পরিমাণ রাসায়নিক সমরাস্ত্রের ভাণ্ডারে এই ‘ভিএক্স নার্ভ এজেন্ট'-ও রয়েছে, বলছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা৷

নিহত কিম জং-নামের মুখ ও চোখ থেকে নেওয়া সোয়াবে ভিএক্স স্নায়ুর বিষের রেশ পাওয়া গেছে, বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ৷ গত সপ্তাহে কুয়ালা লামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে কিমকে হত্যার ব্যাপারে এক ইন্দোনেশীয় ও এক ভিয়েতনামি মহিলা ও সেই সঙ্গে উত্তর কোরিয়ার এক পুরুষকে আটক করা হয়েছে৷ এছাড়া মালয়েশীয় গোয়েন্দারা আরো সাতজনের সঙ্গে কথা বলতে চান, যাদের মধ্যে চারজন নাকি ইতিমধ্যে পিয়ংইয়াং-এ পলায়ন করেছে৷ ঐ সাতজনের মধ্যে একজন মালয়েশিয়ায় উত্তর কোরীয় দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলে প্রকাশ৷

যে দু'জন সন্দেহভাজন মহিলাকে কিম হত্যার ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন অসুস্থ হয়ে পড়েছেন ও বমি করছেন, বলে পুলিশ শুক্রবার জানায়৷ আণবিক শক্তির বিশেষজ্ঞরা বিমানবন্দরের টার্মিনালটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখবেন, বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন৷ সন্দেহভাজন দুই মহিলা অন্য যে সব জায়গায় গেছেন, সেগুলিও পরীক্ষা করে দেখা হবে৷

সিসিটিভি-র ফুটেজে যে মহিলাকে পিছন থেকে কিম-কে আক্রমণ করতে দেখা গেছে, তিনি পরে বাথরুমের দিকে যান – স্পষ্টতই হাত ধোবার জন্য, কেননা ঐ মহিলা খুব ভালোভাবে জানতেন যে পদার্থটি বিষাক্ত – পুলিশ প্রধান খালিদ আবু বকর এই মত প্রকাশ করেছেন৷ তবে তারা খুব সম্ভবত জানতেন না যে, পদার্থটি ভিএক্স; নয়ত তারা খালি হাতে এমন একটি মারাত্মক বিষ নিয়ে নাড়াচাড়া করতেন না, বলে বিশেষজ্ঞদের ধারণা৷

সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, আক্রমণের পর কিম জং-নাম বিমানবন্দরের কর্মীদের কাছে সাহায্য চান, যারা কিমকে একটি ক্লিনিকে পাঠান৷ পুলিশ জানিয়েছে যে, হাসপাতালে পৌঁছানোর আগেই কিমের মৃত্যু হয়৷

এক মারাত্মক বিষ

এই অর্গানোফসফেট কমপাউন্ডটি প্রথম তৈরি করা হয় ব্রিটেনের একটি ল্যাবরেটরিতে, পঞ্চাশের দশকে৷ পরে ঠান্ডা লড়াইয়ের আমলে মার্কিন বিজ্ঞানীরা তা থেকে একটি গণবিধ্বংসী মারণাস্ত্র সৃষ্টি করেন ও তার নাম রাখেন ‘ভিএক্স'৷ ইন্ডিয়ানার নিউপোর্ট কেমিক্যাল ডিপো-তে নাকি হাজার হাজার টন ভিএক্স জমানো ছিল – যা ঠান্ডা লড়াই শেষ হবার পর আশির দশকে বিনষ্ট করা হয়৷

ভিএক্স কুখ্যাত সারিন গ্যাসের চেয়েও দশগুণ শক্তিশালী৷ বিশুদ্ধ অবস্থায় ভিএক্সের কোনো গন্ধ নেই ও তা স্বচ্ছ, অনেকটা মোটর অয়েলের মতো দেখতে এবং সহজে বাষ্পীভূত হয় না, কাজেই তা পরিবহণ করা যায়৷ ৭০ কিলোগ্রাম ওজনের একজন প্রাপ্তবয়স্ককে মারতে ত্বকের উপর মাত্র পাঁচ মিলিগ্রাম ভিএক্স-ই যথেষ্ট৷

‘একজন নাগরিক'

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া মালয়েশিয়ার উপর অগ্নিগর্ভ আক্রমণ চালায় ঘটনার ‘‘নীতিবিগর্হিত'' ব্যবহার ও লাশ নিয়ে রাজনীতি করার জন্য৷ তবে উত্তর কোরিয়া কখনোই স্বীকার করেনি যে, কিম জং-নাম উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং-উন-এর ভাই এবং রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদ সংস্থার সুদীর্ঘ বিবরণেও মৃত ব্যক্তিকে শুধুমাত্র উত্তর কোরিয়ার ‘‘কূটনৈতিক পাসপোর্টধারী একজন নাগরিক'' হিসেবে বর্ণনা করা হয়েছে৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ