1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো রোহিঙ্গাদের গণনা

১ মার্চ ২০১৭

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের গণনা শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷ বসবাসের অনুপোযোগী এক দ্বীপে তাঁদের সরিয়ে নেয়ার লক্ষ্য এই গণনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা৷

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী
ছবি: picture-alliance/NurPhoto/T. Chowdhury

বাংলাদেশ সরকারের পরিসংখ্যান কর্মকর্তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ শুরু করেছেন৷ প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ করছেন তাঁরা৷

বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর কর্মকর্তা ওয়াহিদুর রহমান এই বিষয়ে বলেন, ‘‘প্রাথমিকভাবে ক্যাম্পে এবং ক্যাম্পের বাইরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের পরিবারগুলোর তালিকা তৈরি করবো আমরা৷ এরপর তাদের গণনা শুরু হবে৷’’

এই আদমশুমারির অন্যতম লক্ষ্য যে রোহিঙ্গাদের বঙ্গোপসাগরে জেগে ওঠা ঠ্যাঙ্গারচরে স্থানান্তর, সেকথা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন রহমান৷

কক্সবাজারের প্রধান প্রশাসক আলী হোসেন জানিয়েছেন, গণনার কাজ শেষ করতে অন্তত তিনমাস লাগবে এবং তা সরকারের উদ্যোগে সহায়ক হবে৷

বর্তমানে চারলাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে যাদের মধ্যে সম্প্রতি আসা ৭৩,০০০ শরণার্থীও রয়েছে যাঁরা রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরুর পর মিয়ানমার ত্যাগ করেছেন৷

বাংলাদেশ সরকার গতমাসে রোহিঙ্গাদের ঠ্যাঙ্গারচরে সরিয়ে নেয়ার পরিকল্পনা এগিয়ে নেয়ার ঘোষণা দেয়, যদিও দ্বীপটি বন্যাপ্রবণ৷ একাধিক মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের মাত্র কয়েকবছর আগে জেগে ওঠা দ্বীপটিতে সরিয়ে না নেয়ার অনুরোধ জানিয়েছে৷ তবে সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে৷

এদিকে, ছয় হাজার একর আয়তনের ঠ্যাঙ্গারচরে একটি জেটি, হেলিপ্যাড এবং ভিজিটর ফ্যাসিলিটিস তৈরির নির্দেশ দিয়েছে সরকার৷ তবে এই মুহূর্তে সেখানে কোনো জনবসতি নেই বলে জানা গেছে৷

এআই/ডিজি (এএফপি)

প্রিয় পাঠক, রোহিঙ্গাদের ঠ্যাঙ্গারচরে পাঠানোর বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ