বিনোদন মোঘল হিসেবে পরিচিত কানিয়ে ওয়েস্ট যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে চান৷ শনিবার তিনি এই আগ্রহ প্রকাশ করেছেন৷
বিজ্ঞাপন
অ্যামেরিকার স্বাধীনতা দিবসে এক টুইট বার্তায় কানিয়ে ওয়েস্ট লিখেছেন, ‘‘ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ তৈরির মার্কিন প্রতিজ্ঞা আমাদের এখন বুঝতে হবে৷ আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছি৷ #২০২০ভিশন৷''
ওয়েস্ট অবশ্য নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি৷ নভেম্বরে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তিনি আদৌ নিজেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করেছেন কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি৷
প্রেসিডেন্টের বিরোধিতা করে ‘বেকার’ তাঁরা
ডনাল্ড ট্রাম্প আর ব্রাজিলের জাইয়া বলসোনারোর কাছে যেন মানুষের প্রাণের চেয়ে দেশের অর্থনীতিই বড়৷ তাদের এমন মনোভাবের বিরোধিতা করে বিপদে পড়েছেন কর্মকর্তারা৷
ছবি: imago images/ZUMA Wire/Y. Gripas
ডা. অ্যন্থনি ফাউচি
যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান৷ এছাড়া হোয়াইট হাউসের করোনা ভাইরাস রেসপন্স টিমের একজন বিশেষজ্ঞ৷ করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য দিতে একসময় ফাউচি নিয়মিত টেলিভিশনে উপস্থিত হতেন৷ কিন্তু ৪ মে’র পর আর তাঁকে টিভিতে দেখা যায়নি৷ কারণ নির্বাচনের বছর হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তাড়াতাড়ি লকডাউন তুলে দিতে চান, যার বিরুদ্ধে ফাউচি৷ এজন্য তাকে আর টিভির সামনে আসতে দেয়া হচ্ছে না৷
ছবি: imago images/ZUMA Wire/Y. Gripas
ট্রাম্পের সমালোচনায় ওবামা
করোনা মহামারি শুরুর পর ট্রাম্পের নেয়া পদক্ষেপকে ‘অ্যাবসোলিউট ক্যাওটিক ডিজাস্টার’ বলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এদিকে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যুক্তরাষ্ট্র যদি এক সপ্তাহ আগে লকডাউনে যেতো তাহলে ৩৬ হাজার মানুষের প্রাণ হয়ত বেঁচে যেতো৷ দেশটিতে এখন পর্যন্ত ৯৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন৷
ছবি: Reuters/M. Rehle
লুই হেনরিক মানদেত্তা
তিনি ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন৷ বর্তমানে এই দেশটিতে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে৷ করোনা প্রতিরোধে লকডাউনের সমর্থক ছিলেন মানদেত্তা৷ কিন্তু তাঁর চরম ডানপন্থি প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো দ্রুত দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চান৷ তাই গত মাসের মাঝামাঝি মানদেত্তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়৷
ছবি: Getty Images/A. Anholete
নেলসন টাইখ
মানদেত্তার পর টাইখকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন বলসোনারো৷ প্রথমে টাইখ তাঁর প্রেসিডেন্টের মতোই কথাবার্তা বললেও পরবর্তীতে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়৷ এমনকি টাইখকে না জানিয়ে বলসোনারো একসময় জিম, বিউটি পার্লার ও সেলুনকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করেন৷ এছাড়া ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ব্যবহার নিয়েও বলসোনারোর সঙ্গে টাইখের বিরোধ দেখা দেয়৷ এর ফল হিসেবে গত সপ্তাহে পদত্যাগ করেন টাইখ৷
ছবি: picture-alliance/AP Photo/E. Peres
করোনা নিয়ে বলসোনারো
মানুষ মারা গেলেও দ্রুত অর্থনীতি স্বাভাবিক করতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট৷ যেমন গতমাসে টাইখকে নিয়োগ দেয়ার সময় তিনি বলেছিলেন, ‘‘আমি জানি... জীবন অমূল্য৷ কিন্তু অর্থনীতি ও চাকরি অবশ্যই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে৷’’ তারও আগে বলসোনারো এক সাংবাদিককে বলেছিলেন, ‘‘কয়েকজন মারা যাবে৷ আমি দুঃখিত৷ এটাই জীবন৷’’ ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে৷
তবে টুইটারে লাখ লাখ মানুষ কানিয়ে ওয়েস্টের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন৷ অবস্থা এমন যে, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে কয়েক ঘণ্টার জন্য টপ ট্রেন্ডে পরিণত হয়েছিল ‘কানিয়ে' শব্দটি৷ সেখানে কেউ কেউ অবশ্য ওয়েস্ট সত্যিই তার ঘোষণা অনুযায়ী এগিয়ে যাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ কারো কারো মতে তিনি আসলে ‘পাবলিসিটি স্টান্ট' হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন৷
টেসলা সিইও ইলন মাস্ক অবশ্য নির্বাচনে অংশ নিলে কানিয়ে ওয়েস্টকে পূর্ণ সমর্থন জানাবেন বলে টুইটারে লিখেছেন৷ আর তার সেই টুইটারের জবাব দিতে ওয়েস্টের স্ত্রী রিয়েলিটি শো সেলিব্রেটি কিম কার্দেশিয়ান মার্কিন পতাকার ইমোজি ব্যবহার করেছেন৷
৪৩ বছর বয়সি কানিয়ে ওয়েস্ট অতীতেও কয়েকবার মার্কিন নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন৷ গত বছর এক ঘোষণায় তিনি ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন৷
তবে এখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা বললেও গত কয়েক বছরে দৃশ্যত ট্রাম্পের একজন সমর্থক হিসেবেই দেখা গেছে তাকে৷ ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ যদিও ট্রাম্পকে অনেকে বর্ণবাদী মনে করেন, তা সত্ত্বেও ওয়েস্ট সেবছর তাকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন৷ কৃষ্ণাঙ্গ এই শিল্পীর এমন মন্তব্যে শুধু ডেমোক্র্যাটরাই নয়, অনেক শিল্পীও বিস্মিত হয়েছিলেন৷
উল্লেখ্য, আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের মূল লড়াইটা হতে যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে৷ বর্তমানে করোনা মহামারি এবং বর্ণবাদবিরোধী প্রতিবাদের কারণে কিছুটা চাপে রয়েছেন ট্রাম্প৷ নির্বাচনের আগে তিনি রিপাবলিকান ভোটারদের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারবেন সেটাই এখন দেখার বিষয়৷ কানিয়ে ওয়েস্টের ঘোষণা নিয়ে অবশ্য বাইডেন বা ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি৷