1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডন টু ছবিতে ভিন্ন মাত্রায় দেখা যাবে শাহরুখকে

২৫ মার্চ ২০১০

ফারহান আখতারের ডন টু ছবিতে অন্যভাবে উপস্থিত হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান৷ এবার তাঁকে দেখা যাবে স্ফীত শরীরের অধিকারী হিসেবে৷

বলিউডের খ্যাতনামা অভিনেতা শাহরুখ খানছবি: DW

বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, নির্মিত হতে যাচ্ছে শাহরুখ অভিনীত ডন-এর দ্বিতীয় পর্ব৷ তবে, নতুন খবর এই যে ছবিটির পূর্বপ্রস্তুতি শুরু হয়ে গেছে৷ তবে তার চিত্রায়ণ শুরু হবে এবছরের অক্টোবার মাস থেকেই৷

আর বলিউডের খ্যাতনামা অভিনেতা শাহরুখ খানকে এই পর্বে দেখা যাবে ভিন্ন রূপে৷ আর এর কারণ ‘ডনকো পাকাড়না মুশকিলহি নেহি নামুমকিন হ্যায়'৷ ফলে স্বভাবতই তাঁকে নিতে হবে অন্য রকম বেশ৷

বলিউড বাদশার ঘনিষ্ঠ সূ্ত্র থেকে জানা গেছে, এই ছবিতে বলিউড বাদশা তাঁর শারীরিক কাঠামোতে বেশ স্ফীত ভাব আনতে যাচ্ছেন৷ আর তা হবে অনেকটা কুস্তিগিরদের মতই৷ তবে তা ‘ওম শান্তি ওম' ছবির মত নয়৷ এই সূত্র আরও জানায়, বর্তমানে শাহরুখ খান আইপিএল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন৷ আইপিএল এর পর তিনি কাজ করবেন অনুভব সিনহা পরিচালিত ‘রা.ওয়ান' ছবিতে৷ আর এর পরপরই এই সুপারহিরো ‘ডন টু' ছবির কাজ শুরু করবেন৷

ছবির পরিচালক ফারহান আখতার বলেন, ডন টু ছবির নির্মাণ কাজ শুরু হবে অক্টোবার মাসে৷ আর আগামী বছরের শেষ নাগাদ তা মুক্তি পাবে৷

ছবিটিতে আরও অভিনয় করবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, সামি আরশাদ, অর্জুন রামপাল, ইশা কপিকার, বমান ইরানী এবং ওম পুরী৷ আর সবাই আগের ছবির চরিত্র অনুসারেই অভিনয় করবেন৷ তবে, শোনা যাচ্ছে এবার ছবিটির দ্বিতীয় পর্বে আরও কয়েকটি নতুন চরিত্রের সংযোজন হতে যাচ্ছে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ-আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ