1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডর্টমুন্ডের জয়যাত্রা

১৬ সেপ্টেম্বর ২০১২

বুন্ডেসলিগায় বোরুসিয়া ডর্টমুন্ডের জয়যাত্রা থামছেই না৷ শনিবার লেভারকুজেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে সেদল৷ এই নিয়ে টানা ৩১ ম্যাচ জিতল ডর্টমুন্ড৷ অন্যদিকে, ব্রেমেনকে ৩-২ গোলে হারিয়েছে হানোফার৷

Fußball Bundesliga 3. Spieltag: Hannover 96 - SV Werder Bremen am Samstag (15.09.2012) in der AWD-Arena in Hannover. Der Hannoveraner Spieler Leon Andreasen (l) bejubelt seinen Treffer zum 2:0 gegen den SV Werder Bremen mit Szabolcs Huszti (r). Foto: Peter Steffen dpa/lni (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken))
ছবি: picture-alliance/dpa

ডর্টমুন্ডের জয়যাত্রা মাঠে বসে প্রত্যক্ষ করেছেন খোদ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ খেলার শুরুর দিকে অবশ্য সেদলকে খানিকটা বেগ পেতে হয়েছে৷ কিন্তু ২৯ মিনিটের মাথায় বায়ার লেভারকুজেনের প্রতিরক্ষা ব্যুহ ভেঙ্গে পড়ে৷ তখন ডর্টমুন্ডের মাট্স হুমেলস কর্নার থেকে পাওয়া একটি বল সহজেই জালে জড়ান৷

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে ডর্টমুন্ডের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইয়াকুব ব্লাসচিকভস্কি৷ খেলার ৭৮ মিনিটে আবারো আঘাত হানেন ব্লাসচিকভস্কি৷ ডর্টমুন্ডকে ৩-০ গোলের ব্যবধানে জয় এনে দিতে বিশেষ ভূমিকা রাখেন এই পোলিশ তারকা৷

তবে সপ্তাহান্তে সাড়া জাগিয়েছে বুন্ডেসলিগার আরেকটি ম্যাচ৷ ব্রেমেনকে ৩-২ গোলে হারিয়েছে হানোফার৷ এই খেলার শুরুটা দুর্দান্ত করেছিল হানোফার৷ কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফিরিয়ে আনে ব্রেমেন৷ তাসত্ত্বেও খেলার শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয় হানোফার৷

হানোফারের স্যাবলশ হুসকি দলের পক্ষে প্রথম গোলটি করেন৷ মাত্র ছয়মিনিটের মাথায় এই গোলে এগিয়ে যায় হানোফার৷ প্রথম গোলের মাত্র চার মিনিট পর হুসকির কাছ থেকে পাওয়া একটি পাস সফলতার সঙ্গে জালে জড়ান হানোফারের আরেক খেলোয়াড় লিওন আন্দ্রেয়াস৷

খেলার ২৬ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে ভের্ডার ব্রেমেন৷ সেদলের আরন হান্ট পেনাল্টি থেকে দলের পক্ষে একটি গোল করেন৷ এরপর খেলায় কর্তৃত্ব বজায় রাখে ব্রেমেন৷ খেলার ৭৪ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনেন সেদলের কাভিন ডি ব্রনে৷

বুন্ডেসলিগার এই ম্যাচটির শেষ দশমিনিট ছিল নাটকীয়তায় ভরপুর৷ অফসাইডের অজুহাতে একটি যুক্তিসঙ্গত গোল হারায় ব্রেমেন৷ আর শেষ মুহূর্তে হাঙ্গেরিয়ান তারকা স্যাবলশ হুসকি গোল করে হানোফারের জয় নিশ্চিত করেন৷

প্রতিবেদন: বেন নাইট / এআই

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ