1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডর্টমুন্ডের নাট-বল্টু খুলে নিল হামবুর্গ

জেফারসন চেজ /এসি১০ ফেব্রুয়ারি ২০১৩

ওদিকে বায়ার্ন শালকে’কে যেভাবে পর্যুদস্ত করেছে, তা’তে বায়ার্ন এবার রেকর্ডসংখ্যক ম্যাচ বাকি থাকতে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হতে পারে৷ বিশেষ করে ডর্টমুন্ড আর লেভারকুজেন যখন আরো পিছিয়ে পড়ল৷

DORTMUND, GERMANY - FEBRUARY 09: Artjoms Rudnevs of Hamburg celebrates after scoring his teams third goal during the Bundesliga match between Borussia Dortmund and Hamburger SV at Signal Iduna Park on February 9, 2013 in Dortmund, Germany. (Photo by Lars Baron/Bongarts/Getty Images)
ছবি: Getty Images

শনিবার ডর্টমুন্ডের ফ্যানদের আসল প্রত্যাশা ছিল নুরি সাহিনের প্রত্যাবর্তন থেকে, যিনি আবার ধারে ফিরেছেন তাঁর পুরনো ক্লাবে৷ অবশ্য ডর্টমুন্ডের হয়ে প্রথম গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি, পোল্যান্ডের জাতীয় খেলোয়াড় ও ডর্টমুন্ডের সবচেয়ে ধারালো হাতিয়ার, বায়ার্ন যাকে হাতানোর তালে আছে৷ হামবুর্গের গোলে ছিলেন রেনে আডলার, যিনি সদ্য জাতীয় দলের হয়ে প্যারিসের স্টাড দ্য ফ্রঁসে খেলে এসেছেন৷ এদিন তিনি ডিফেন্ডার হাইকো ভেস্টারমানের সঙ্গে বলটা কে নেবে, তা নিয়ে একটি ভুল বোঝাবুঝির ফলে লেভান্ডোভস্কি'কে সুযোগ করে দেন বটে, কিন্তু তারপর আর দ্বিতীয় কোনো ভুল করেননি৷

মোয়েনশেন-গ্লাডবাখের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে লেভারকুজেনছবি: picture-alliance/dpa

ওদিকে হামবুর্গের আর্টিয়োম রুডনেভস - ইনি লাটভিয়ার মানুষ - এবং হেউং মিন-সন - ইনি দক্ষিণ কোরিয়ার - প্রত্যেকে দু'টি করে গোল করে ডর্টমুন্ডকে ডুবিয়ে দেন৷ এ'তো গেল পয়েন্টের তালিকায় দ্বিতীয়, ডর্টমুন্ড৷ তৃতীয় লেভারকুজেনও ডর্টমুন্ডের হারের সুযোগ নিয়ে দ্বিতীয় স্থানে উঠতে পারতে, কিন্তু তারা মোয়েনশেন-গ্লাডবাখের সঙ্গে ড্র করে ৩-৩ গোলে৷ এমনকি ফ্রাংকফুর্টও শনিবার নুরেমবার্গের বিরুদ্ধে গোলশূন্য ড্র ছাড়া আর কোনো সুবিধে আদায় করতে পারেনি৷ কাজেই সকলেই যে তিমিরে, সে তিমিরে, এক বায়ার্ন ছাড়া৷

বায়ার্ন এখন বুন্ডেসলিগার আকাশে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে৷ তাদের আত্মবিশ্বাসের একটা পরিচয় হল: কোচ ইয়ুপ হাইনকেস আর্সেনালের বিরুদ্ধে ২৯শে ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের খেলার কথা ভেবে থমাস ম্যুলার ও মারিও মাঞ্জুকিচ'কে বিশ্রাম দিয়েছেন৷ তাদের বদলে নামিয়েছেন আরিয়েন রবেন ও মারিও গোমেজ'কে, যারা দুজনেই চোট খাওয়ার পর সুস্থ হবার মুখে৷

অন্যতরফে শালকে'রও দীর্ঘ চোটের তালিকা৷ যেমন তাদের স্টার স্ট্রাইকার ক্লাউস-ইয়ান হুন্টেলার চোখের অপারেশনের জন্য বাদ পড়েছে৷ অবশ্য বায়ার্ন যেভাবে তাদের চারটে গোল দিয়েছে, তার পর শালকে'র ডিফেন্স-অফেন্স নিয়ে চুলচেরা হিসেব করে লাভ নেই৷ করতে হলেও, সেটা শালকের করা ভালো, ফুটবলমোদীদের নয়৷

সব মিলিয়ে অর্থ দাঁড়াল, ডর্টমুন্ডের চেয়ে এখন ১৫ পয়েন্ট এগিয়ে বায়ার্ন৷ ওদিকে বুন্ডেসলিগার আরো ১৩টা সপ্তাহান্ত বাকি৷ কাজেই বায়ার্ন এখন প্রয়োজনে চ্যাম্পিয়নস লিগের দিকে আর একটু বেশি মনোযোগ দিতে পারবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ