গত বছর বুন্ডেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ডের বাসে বোমা হামলায় জড়িত ব্যক্তিকে হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত করেছে আদালত৷ চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচের আগে দলের খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়৷
১১ মাস ধরে চলা মামলার রায়ে হত্যাচেষ্টার ২৮টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে ডর্টমুন্ডের একটি আদালত৷ গত বছরের ১১ এপ্রিল ক্লাবটির হোম স্টেডিয়াম সিগনাল ইডুনা পার্ক-এর দিকে যাচ্ছিলো৷ এএস মোনাকোর সাথে ম্যাচ ছিল বরুসিয়া ডর্টমুন্ডের৷
বোমা তৈরি ও বিস্ফোরণের কথা স্বীকার করলেওকারো ক্ষতি করতে চাননি বলে আদালতে দাবি করেন সের্গেই৷ তার দাবি, কেবল ভয়ভীতি ছড়িয়ে শেয়ারবাজারে বরুসিয়া ডর্টমুন্ডের দর কমানোই ছিল তার উদ্দেশ্য৷
তদন্তকারীদের ধারণা, পরিকল্পনামতো কাজ হলে শেয়ার বাজার থেকে পাঁচ লাখ ইউরোর বেশি লাভ করতে পারতেন সের্গেই৷ তবে শেষ পর্যন্ত এ হামলার পরও খুব বেশি প্রভাব পড়েনি পুঁজিবাজারে৷
ডর্টমুন্ডে বিস্ফোরণ: যা জানা গেল
মঙ্গলবার জার্মানির ডর্টমুন্ড শহরে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দল এএস মোনাকো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নিচ্ছিল৷ তখনই ডর্টমুন্ড টিমের বাসের কাছে ৩টি বিস্ফোরণ ঘটে যায়৷ এটি জঙ্গি হামলা বলেই সন্দেহ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
ভেঙে পড়ে বাসের কাচ
কোয়ার্টার ফাইনালে এএস মোনাকো দলের সঙ্গে খেলার কথা এদিন বোরুসিয়া ডর্টমুন্ডের৷ জানা যায়, টিমের সদস্যদের নিয়ে বাসটা যখন রওনা দিচ্ছিল, তখনই ঘটে বিস্ফোরণগুলি৷ বাসের এত কাছ থেকে বিস্ফোরণ হয় যে কেঁপে ওঠে বাস, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে জানলার কাচগুলো৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
আহত মার্ক বার্ট্রা
অন্যান্য খেলোয়াড়রা ক্ষতের হাত থেকে বাঁচে গেলেও বিস্ফোরণে আঘাত পান বোরুসিয়া ডর্টমুন্ড দলের ডিফেন্ডার মার্ক বার্ট্রা৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর রাতের মধ্যেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷ তিনি এখন ‘ভালো আছেন’ বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: picture-alliance
ফুটবলের সংহতি
২৬ বছর বয়স্ক মার্ক বার্ট্রা আদতে স্পেনের খেলোয়াড়৷ এ ঘটনার পর এএস মোনাকো দলটি ‘ডর্টমুন্ড’, ‘ডর্টমুন্ড’ বলে সংহতি প্রকাশ করে৷ ওদিকে বিস্ফোরণের পর পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আজকের ম্যাচের কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোনাকো দলের সমর্থকদের থাকার ব্যবস্থা করে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাব৷
ছবি: picture alliance/dpa/C.Linhoff
পিছিয়ে গেছে ম্যাচ
এ ঘটনার পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়৷ এদিকে মার্কের আঘাত ফলে বিহ্বল হয়ে পড়েছেন দলের অন্যান্য খেলোয়াড়৷ তারপরেও খেলার স্বার্থে আজ আবারো মুখোমুখি হতে চলেছে এএস মোনাকো ও বোরুসিয়া ডর্টমুন্ড৷
ছবি: Reuters/K. Pfaffenbach
সংঘবদ্ধ আছে দল
বোরুসিয়া ডর্টমুন্ড দলের চেয়ারম্যান হান্স-ইওয়াখিম ভাটস্কে জানান, প্রাথমিকভাবে দলের মধ্যে একটা ‘শক’ কাজ করলেও, দলের ‘টিম স্পিরিট’ এখনও অক্ষুণ্ণ আছে৷ তিনি বলেন, ‘‘ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার আমাদের খেলতে হবে....এটা কঠিন৷ কিন্তু এটাই তো আমাদের কাজ, তাই আমরা প্রস্তুত৷’’
ছবি: picture-alliance/AA/I. Fassbender
বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়
পুলিশ সূত্র অনুযায়ী, তিনটি বিস্ফোরণই সম্ভবত এক গুরুতর হামলার অঙ্গ ছিল৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও অস্পষ্ট, তদন্ত চলছে৷ বলা বাহুল্য, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ডর্টমুন্ড শহরে আজকের ম্যাচটির জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
ছবি: Reuters/K. Pfaffenbach
6 ছবি1 | 6
হত্যাচেষ্টার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সের্গেইর যাবজ্জীবন চাইলেও বাদিপক্ষ শুধু বিস্ফোরণের অভিযোগে কয়েক বছরের সাজা কামনা করেন৷
ক্ষতিগ্রস্ত খেলোয়াড়েরা
বিস্ফোরক ও শেয়ারবাজার বিশেষজ্ঞদের পাশাপাশি হামলার সময় বাসে উপস্থিত থাকা বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচও মামলায় সাক্ষ্য দিয়েছেন৷ ঘটনার বর্ণনা করতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন এখন বরুসিয়া ম্যুনশেনগ্লাডবাখের হয়ে খেলা মাটিয়াস গিন্টার৷ সম্প্রতি অবসরে যাওয়া রোমান ভাইডেনফেলার বলেন, ‘‘এই হামলা আমার জীবন বদলে দিয়েছে৷''
ক্লাবের তৎকালীন কোচ টমাস টুখেল হামলার পরের মৌসুমেই দল ছেড়ে দেন৷ তিনি জানান, এই হামলার ঘটনা না ঘটলে কখনোই বরুসিয়া ডর্টমুন্ড ছাড়তেন না৷
স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা এইহামলায় হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন৷ এর পর চার সপ্তাহ মাঠে নামতে পারেননি তিনি৷ এ বছরের জানুয়ারিতে ক্লাব তো বটেই, জার্মানিই ছেড়ে দিয়ে স্পেনের সেভিয়ায় রেয়াল বেটিসে যোগ দেন বার্ত্রা৷