জঙ্গি হামলায় সমর্থন জানানোয় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এছাড়া জার্মান একটি দৈনিকের দাবি, ডর্টমুন্ডের বিস্ফোরণে সেনাবাহিনীর গুদামের বিস্ফোরক উপাদান ব্যবহার করা হয়েছে৷ আরেক দৈনিক জানিয়েছে নতুন হুমকির খবর৷
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে এক সালাফিস্টকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, ঘরে তৈরি বোমা নিয়ে পুলিশ এবং সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল তার৷ তিনি আরো জানান, এ পরিকল্পনাকে সফল করার জন্য তিনজন তাকে সমর্থন দিচ্ছিলেন৷ এ বক্তব্যের ভিত্তিতেই দুই তরুণ এবং এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জার্মানির তিনটি শহর থেকে গ্রেপ্তার করা হয় তাদের৷ দু'জনকে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের দুই শহর কোলন এবং বুন্ডে থেকে আর অন্যজনকে গ্রেপ্তার করা হয় লোয়ার স্যাক্সনি রাজ্যের হিল্ডেসহাইম থেকে৷ পুলিশ জানিয়েছে, আটক তিনজনের একজন আফগান, একজন তুর্কি এবং আরেকজন জার্মান বংশোদ্ভূত৷
গত ডিসেম্বরে বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলায় ১২ জন নিহত হওয়ার পর থেকে সতর্কাবস্থায় রয়েছে জার্মান পুলিশ৷ এরই মাঝে গত মঙ্গলবার ডর্টমুন্ড বনাম মোনাকোর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে ডর্টমুন্ডের টিম বাসের কাছে বোমা বিস্ফোরিত হয়৷
ডর্টমুন্ডে বিস্ফোরণ: যা জানা গেল
মঙ্গলবার জার্মানির ডর্টমুন্ড শহরে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দল এএস মোনাকো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নিচ্ছিল৷ তখনই ডর্টমুন্ড টিমের বাসের কাছে ৩টি বিস্ফোরণ ঘটে যায়৷ এটি জঙ্গি হামলা বলেই সন্দেহ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
ভেঙে পড়ে বাসের কাচ
কোয়ার্টার ফাইনালে এএস মোনাকো দলের সঙ্গে খেলার কথা এদিন বোরুসিয়া ডর্টমুন্ডের৷ জানা যায়, টিমের সদস্যদের নিয়ে বাসটা যখন রওনা দিচ্ছিল, তখনই ঘটে বিস্ফোরণগুলি৷ বাসের এত কাছ থেকে বিস্ফোরণ হয় যে কেঁপে ওঠে বাস, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে জানলার কাচগুলো৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
আহত মার্ক বার্ট্রা
অন্যান্য খেলোয়াড়রা ক্ষতের হাত থেকে বাঁচে গেলেও বিস্ফোরণে আঘাত পান বোরুসিয়া ডর্টমুন্ড দলের ডিফেন্ডার মার্ক বার্ট্রা৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর রাতের মধ্যেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷ তিনি এখন ‘ভালো আছেন’ বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: picture-alliance
ফুটবলের সংহতি
২৬ বছর বয়স্ক মার্ক বার্ট্রা আদতে স্পেনের খেলোয়াড়৷ এ ঘটনার পর এএস মোনাকো দলটি ‘ডর্টমুন্ড’, ‘ডর্টমুন্ড’ বলে সংহতি প্রকাশ করে৷ ওদিকে বিস্ফোরণের পর পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আজকের ম্যাচের কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোনাকো দলের সমর্থকদের থাকার ব্যবস্থা করে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাব৷
ছবি: picture alliance/dpa/C.Linhoff
পিছিয়ে গেছে ম্যাচ
এ ঘটনার পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়৷ এদিকে মার্কের আঘাত ফলে বিহ্বল হয়ে পড়েছেন দলের অন্যান্য খেলোয়াড়৷ তারপরেও খেলার স্বার্থে আজ আবারো মুখোমুখি হতে চলেছে এএস মোনাকো ও বোরুসিয়া ডর্টমুন্ড৷
ছবি: Reuters/K. Pfaffenbach
সংঘবদ্ধ আছে দল
বোরুসিয়া ডর্টমুন্ড দলের চেয়ারম্যান হান্স-ইওয়াখিম ভাটস্কে জানান, প্রাথমিকভাবে দলের মধ্যে একটা ‘শক’ কাজ করলেও, দলের ‘টিম স্পিরিট’ এখনও অক্ষুণ্ণ আছে৷ তিনি বলেন, ‘‘ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার আমাদের খেলতে হবে....এটা কঠিন৷ কিন্তু এটাই তো আমাদের কাজ, তাই আমরা প্রস্তুত৷’’
ছবি: picture-alliance/AA/I. Fassbender
বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়
পুলিশ সূত্র অনুযায়ী, তিনটি বিস্ফোরণই সম্ভবত এক গুরুতর হামলার অঙ্গ ছিল৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও অস্পষ্ট, তদন্ত চলছে৷ বলা বাহুল্য, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ডর্টমুন্ড শহরে আজকের ম্যাচটির জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
ছবি: Reuters/K. Pfaffenbach
6 ছবি1 | 6
রবিবার ‘ডি ভেল্ট'-এর রবিবাসরীয় আয়োজন ‘ভেল্ট আম সনটাগ'-এর এক প্রতিবেদনে ডর্টমুন্ড বিস্ফোরণের তদন্তকারীদের এক সূত্রকে উদ্ধৃত করে চাঞ্চল্যকর এক খবর দিয়েছে৷ সূত্র পত্রিকাটিকে জানান, ডর্টমুন্ডে বিস্ফোরিত পাইপ বোমায় যে ধাতব পিন ব্যবহার করা হয়েছে, তা সেনাবাহিনীর গুদাম থেকে নেয়া হয়ে থাকতে পারে৷ তিনি আরো জানান, সেনাবাহিনীর ডিটোনেটরগুলো বিশেষজ্ঞের জ্ঞান ছাড়া ব্যবহার করা সম্ভব নয়৷
‘ভেল্ট আম সনটাগ'-এর খবরে আরো বলা হয়, পুলিশ সাম্প্রতিক সময়ে আরো হামলার আশঙ্কা করছে৷ সপ্তাহান্তে বুন্দেসলিগার ফুটবল ম্যাচগুলোতে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ হামলার আশঙ্কায় রক কনসার্ট এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে৷
এর আগে ‘টাগেসস্পিগেল' পত্রিকা জানায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি তাদের কাছে ই-মেল পাঠিয়ে ডর্টমুন্ড হামলার দায় স্বীকার করেছে৷ বার্লিনভিত্তিক পত্রিকাটির দাবি, মেল প্রেরণকারী আরো লিখেছে, আগামী ২২ এপ্রিল কোলন শহরে আরেকটি হামলা চালানো হবে৷ কোলনে সেদিন অভিবাসীবিরোধী ডানপন্থি দল এএফডি-র ব়্যালি হওয়ার কথা৷