1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল

১৪ সেপ্টেম্বর ২০১২

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার টানা দুইবারের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড৷ চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে দলটি৷ তবে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট উলি হ্যোনেসের কাছে ডর্টমুন্ড একটি আঞ্চলিক দল মাত্র৷ এ নিয়ে এখন জার্মান ফুটবল জগত আলোড়িত৷

ছবি: Reuters

সর্বশেষ জার্মান সুপার কাপের খেলায় ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ৷ তার আগে টানা পাঁচবার ডর্টমুন্ডের কাছে হেরে বসেছে বায়ার্ন মিউনিখ৷ এর পাশাপাশি গত দুইবারের বুন্ডেসলিগার শিরোপা দৌড়েও ডর্টমুন্ডের কাছে হেরে যাওয়ার জ্বালা তো রয়েছেই৷ সেই জ্বালাই যেন হ্যোনেস মেটানোর চেষ্টা করলেন ডর্টমুন্ডকে বাক্যবাণে বিদ্ধ করে৷

কোলন শহরে একটি ডিজিটাল মেলায় গিয়েছিলেন বায়ার্নের ৬০ বছর বয়সি প্রেসিডেন্ট হ্যোনেস৷ বরাবরই তার কথাবার্তা একটু বেসামাল৷ এর আগে নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যেও কটুবাক্য ছুড়ে সমালোচিত হয়েছিলেন৷ তা সত্ত্বেও নিজেকে বদলাতে পারেন নি৷ কোলনে আলোচনা হচ্ছিলো ডর্টমুন্ডকে পেছনে ফেলে বায়ার্ন কি এবার বুন্ডেসলিগার শিরোপা নিতে পারবে কিনা৷ সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে হ্যোনেস বলে ফেললেন, ‘‘ডর্টমুন্ড হচ্ছে আসলে একটি আঞ্চলিক বিষয়৷ আর বায়ার্ন হচ্ছে গ্লোবাল প্লেয়ার, মানে আন্তর্জাতিক মানের৷ আমরা গত ৩০ বছরে যা করেছি সেটা কোনদিনও ডর্টমুন্ড ধরতে পারবে না৷ আমাদের জনপ্রিয়তা ধরতে হলে তাদেরকে আগামী টানা ১০ বার বুন্ডেসলিগা জিততে হবে৷''

বায়ার্ন ও ডর্টমুন্ডের মধ্যকার খেলার একটি দৃশ্যছবি: Bongarts/Getty Images

গত মৌসুমে ডর্টমুন্ড বুন্ডেসলিগার পাশাপাশি জার্মান কাপও জিতে নিয়েছে৷ ফলে এখন তাদের পরিচিতিও অনেক বেড়েছে৷ কিন্তু তার থোড়াই কেয়ার করেন বায়ার্ন প্রেসিডেন্ট৷ এই নিয়ে বললেন, ‘‘বেইজিং এ যান এবং কাউকে জিজ্ঞেস করুন জার্মানির কোনো ফুটবল ক্লাবকে চেনে কিনা৷ উত্তর আসবে বায়ার্ন মিউনিখ, ডর্টমুন্ড নয়৷''

বায়ার্ন প্রেসিডেন্টের এসব কথাবার্তা অবশ্য গায়ে মাখতে রাজি নন ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লোপ৷ হ্যোনেসের এসব কথা কানে আসার পর তার প্রতিক্রিয়া, ‘‘আমি জানি না চীনের মানুষ বোরুসিয়া ডর্টমুন্ডকে চেনে কিনা৷ তবে আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ কিছু না৷ আসল কথা হচ্ছে, আমরা অথবা অন্য কেউ আগামী কয়েক বছরে তাদের, মানে বায়ার্নের কাছাকাছি চলে যেতে পারি৷ এই বিষয়টাকে আমরা কখনো অস্বীকার করিনি৷''

দুই পক্ষের এই কথা চালাচালি হয়তো আরও কিছু দিন চলবে৷ আগামী ১ ডিসেম্বর বুন্ডেসলিগার ম্যাচে দুই দল মুখোমুখি হওয়ার পর সেটা আরও বাড়বে নাকি কমবে সেটাই এখন দেখার বিষয়৷

আরআই/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ