1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা শুরু শুক্রবার

২৩ আগস্ট ২০১২

অপেক্ষার পালা শেষ৷ আগামীকাল শুক্রবার জার্মান সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে বুন্ডেসলিগার ৫০তম মৌসুম৷ বর্তমান চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড আর ভ্যার্ডার ব্রেমেন মুখোমুখি হবে প্রথম খেলায়৷

ছবি: picture-alliance / Sven Simon

এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো বুন্ডেসলিগার শিরোপা জয়ের অভিযান শুরু করবে ডর্টমুন্ড৷

এদিকে, বুন্ডেসলিগা ও চ্যাম্পিয়নস লিগের গতবারের রানার আপ বায়ার্ন মিউনিখ দুই বছর পর জার্মান লিগের সেরা হওয়ায় লড়াই শুরু করবে শনিবার৷

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, ডর্টমুন্ড আর বায়ার্নের মধ্যেই এবার কেউ বুন্ডেসলিগার সেরা হবে৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহান্তে মিউনিখে এই দুটি দল লিগের খেলায় একে অপরের মুখোমুখি হবে৷

মাত্র দু সপ্তাহ আগেই বায়ার্ন ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে সুপারকাপ জয় করেছে৷ অবশ্য তার আগে ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্নের শেষ জয় ছিল ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে৷

ছবি: Bongarts/Getty Images

ডর্টমুন্ড টানা দুই বার লিগ জিতলেও ইউরোপীয় স্তরে তাদের সাফল্য তেমন একটা নেই৷ যেটা রয়েছে বায়ার্নের৷ জার্মান জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় খেলে থাকেন বায়ার্নে৷

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের গত তিন মরসুমের মধ্যে দুবারই ফাইনালে উঠেছিল বায়ার্ন৷

এবার বুন্ডেসলিগা নিয়ে কিছু তথ্য৷ সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগ বিবেচনায় হয়তো বুন্ডেসলিগার অবস্থান স্পেন, ইটালি আর ইংল্যান্ডের পরেই হবে৷ তবে আর্থিক বিবেচনায় স্প্যানিশ লা লিগা আর ইটালির ‘সিরি আ'কে পেছনেই ফেলবে বুন্ডেসলিগা৷

এছাড়া মাঠের দর্শক বিবেচনায় বুন্ডেসলিগার অবস্থান সবার উপরে৷ গত মৌসুমে ম্যাচ প্রতি গড়ে দর্শক সংখ্যা ছিল ৪৪,২৯৩ জন৷ এর মধ্যে ডর্টমুন্ডের ম্যাচ প্রতি গড় দর্শক সংখ্যা ছিল ৮০,৫২১ জন৷ সংখ্যাটা বার্সেলোনার চেয়েও বেশি৷

বুন্ডেসলিগার খেলাগুলোয় দর্শক বেশি হওয়ার একটা কারণ হতে পারে কমদামি টিকেট৷ এখানে ২০ ইউরোর নীচেও টিকেট পাওয়া যায়৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ