জার্মানির বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাবের বাসের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন ইসলামপন্থিকে গ্রেপ্তার করা হয়েছে বলে কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র ফ্রাউকে ক্যোলার জানিয়েছেন৷
বিজ্ঞাপন
তিনি বলেন, বিস্ফোরণস্থলের কাছে তিনটি চিঠি পাওয়া গেছে এবং সবগুলো চিঠির বক্তব্য প্রায় একই৷ চিঠির বক্তব্য হামলার সঙ্গে ইসলামপন্থিদের জড়িত থাকার আভাস দিচ্ছে৷ ক্যোহলার বলেন, চিঠিগুলোতে গত ডিসেম্বরে বার্লিনে বড়দিনের বাজারে হামলার ঘটনা ও সিরিয়া সংকটে ফাইটার জেট নিয়ে জার্মানির অংশ নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ এছাড়া পশ্চিম জার্মানির একটি সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে৷
জার্মান বার্তা সংস্থা ডিপিএ আরও জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী একটি অনলাইন পোর্টালে পাওয়া আরেকটি নোটও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ নিও-নাৎসি ও বর্ণবাদের বিরুদ্ধে ডর্টমুন্ড ক্লাব যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় এই হামলা চালানো হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে৷
ডর্টমুন্ডে বিস্ফোরণ: যা জানা গেল
মঙ্গলবার জার্মানির ডর্টমুন্ড শহরে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দল এএস মোনাকো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নিচ্ছিল৷ তখনই ডর্টমুন্ড টিমের বাসের কাছে ৩টি বিস্ফোরণ ঘটে যায়৷ এটি জঙ্গি হামলা বলেই সন্দেহ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
ভেঙে পড়ে বাসের কাচ
কোয়ার্টার ফাইনালে এএস মোনাকো দলের সঙ্গে খেলার কথা এদিন বোরুসিয়া ডর্টমুন্ডের৷ জানা যায়, টিমের সদস্যদের নিয়ে বাসটা যখন রওনা দিচ্ছিল, তখনই ঘটে বিস্ফোরণগুলি৷ বাসের এত কাছ থেকে বিস্ফোরণ হয় যে কেঁপে ওঠে বাস, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে জানলার কাচগুলো৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
আহত মার্ক বার্ট্রা
অন্যান্য খেলোয়াড়রা ক্ষতের হাত থেকে বাঁচে গেলেও বিস্ফোরণে আঘাত পান বোরুসিয়া ডর্টমুন্ড দলের ডিফেন্ডার মার্ক বার্ট্রা৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর রাতের মধ্যেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷ তিনি এখন ‘ভালো আছেন’ বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: picture-alliance
ফুটবলের সংহতি
২৬ বছর বয়স্ক মার্ক বার্ট্রা আদতে স্পেনের খেলোয়াড়৷ এ ঘটনার পর এএস মোনাকো দলটি ‘ডর্টমুন্ড’, ‘ডর্টমুন্ড’ বলে সংহতি প্রকাশ করে৷ ওদিকে বিস্ফোরণের পর পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আজকের ম্যাচের কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোনাকো দলের সমর্থকদের থাকার ব্যবস্থা করে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাব৷
ছবি: picture alliance/dpa/C.Linhoff
পিছিয়ে গেছে ম্যাচ
এ ঘটনার পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়৷ এদিকে মার্কের আঘাত ফলে বিহ্বল হয়ে পড়েছেন দলের অন্যান্য খেলোয়াড়৷ তারপরেও খেলার স্বার্থে আজ আবারো মুখোমুখি হতে চলেছে এএস মোনাকো ও বোরুসিয়া ডর্টমুন্ড৷
ছবি: Reuters/K. Pfaffenbach
সংঘবদ্ধ আছে দল
বোরুসিয়া ডর্টমুন্ড দলের চেয়ারম্যান হান্স-ইওয়াখিম ভাটস্কে জানান, প্রাথমিকভাবে দলের মধ্যে একটা ‘শক’ কাজ করলেও, দলের ‘টিম স্পিরিট’ এখনও অক্ষুণ্ণ আছে৷ তিনি বলেন, ‘‘ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার আমাদের খেলতে হবে....এটা কঠিন৷ কিন্তু এটাই তো আমাদের কাজ, তাই আমরা প্রস্তুত৷’’
ছবি: picture-alliance/AA/I. Fassbender
বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়
পুলিশ সূত্র অনুযায়ী, তিনটি বিস্ফোরণই সম্ভবত এক গুরুতর হামলার অঙ্গ ছিল৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও অস্পষ্ট, তদন্ত চলছে৷ বলা বাহুল্য, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ডর্টমুন্ড শহরে আজকের ম্যাচটির জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
ছবি: Reuters/K. Pfaffenbach
6 ছবি1 | 6
এদিকে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিস্ফোরণের ঘটনায় ‘মর্মাহত’ হয়েছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন৷
মঙ্গলবার সন্ধ্যায় ডর্টমুন্ডের ফুটবলাররা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর সঙ্গে খেলতে বাসে করে নিজেদের স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এ ঘটনায় বাসের জানালার কাচ ভেঙে যায়৷ অন্যান্য খেলোয়াড়রা অক্ষত থাকলেও ডিফেন্ডার মার্ক বার্ট্রা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ এরপর রাতেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷
এদিকে, হামলার ঘটনায় মঙ্গলবার ম্যাচটি স্থগিত করা হয়৷ তবে আজ বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে৷ ফলে মোনাকো থেকে আসা সমর্থকরা যেন রাতে থাকার জায়গার সমস্যায় না পড়েন, সেজন্য ডর্টমুন্ডের সমর্থকরা তাদের সহায়তায় এগিয়ে আসেন৷ সামাজিক মাধ্যমে #বেডফরঅ্যাওয়েফ্যানস নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁরা মোনাকোর সমর্থকদের স্থান খুঁজে পেতে সহায়তা করেন৷ ডর্টমুন্ড ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি মোনাকোর সমর্থকদের জানানো হয়েছিল৷
মোনাকো সমর্থকদের সঙ্গে ডর্টমুন্ড সমর্থকদের একসঙ্গে থাকা, খাওয়া-দাওয়ার ছবি পোস্ট করেছেন অনেকে৷
ডর্টমুন্ড সমর্থক রজার ডয়চে ভেলেকে জানিয়েছেন, কেন তিনি ছয়জন মোনাকো সমর্থককে রাতে থাকার সুযোগ দিয়েছেন৷
ডর্টমুন্ড সমর্থকদের এই উদ্যোগের প্রশংসা করেছে মোনাকো ক্লাব৷ এ সংক্রান্ত কয়েকটি ছবি শেয়ার করে জার্মান ভাষায় একটি টুইটও করেছে ফরাসি এই ক্লাবটি, যার অর্থ ‘এটাই ফুটবল’৷
সমর্থকদের এমন উদ্যোগের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছে ডর্টমুন্ড৷
ডর্টমুন্ড সমর্থকদের এমন পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক টুইটার ব্যবহারকারী৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)
জার্মানিতে যেসব সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল
গত আঠারো মাসে বেশ কয়েকবার জার্মানিতে সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে, যার অধিকাংশই অবশ্য পুলিশ আগেভাগে প্রতিরোধ করতে সক্ষম হয়৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর অন্যতম টার্গেট এখন ইউরোপের এই দেশটি৷
ছবি: Reuters/M. Rehle
লাইপসিশ, অক্টোবর ২০১৬
লাইপসিসের পুলিশ দু’দিন ধরে তল্লাশি চালানোর পর ২২ বছর বয়সে সিরীয় শরণার্থী জাবের আল-বাকেরকে গ্রেপ্তারে সক্ষম হয়৷ চেমনিৎসে তার অ্যাপার্টমেন্টে বিস্ফোরক এবং বোমা তৈরিত সরঞ্জাম পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সন্দেহ করা হয় যে, বার্লিন বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল সে৷ গ্রেপ্তারের দুই দিন পর অবশ্য কারাগারে আত্মহত্যা করে এই সিরীয় শরণার্থী৷
ছবি: picture-alliance/dpa/S. Willnow
আন্সবাখ, জুলাই ২০১৬
গত জুলাই মাসে জার্মানিতে দু’টি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ দু’টি হামলাই শরণার্থীরা ঘটিয়েছিল৷ এর মধ্যে বাভারিয়ার আন্সবাখ শহরে একটি মিউজিক ফেস্টিভ্যালের প্রবেশ মুখে এক সিরীয় শরণার্থী বিস্ফোরণ ঘটালে ১৫ ব্যক্তি আহত হন৷ হামলায় হামলাকারী অবশ্য নিজেও প্রাণ হারায়৷
ছবি: picture alliance/AP Photo/D. Karmann
ভ্যুয়র্ত্সবুর্গ, জুলাই ২০১৬
১৭ বছর বয়সি এক শরণার্থী ভ্যুয়র্ত্সবুর্গে একটি ট্রেনের মধ্যে কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়৷ এতে হংকং থেকে আসা এক পর্যটক পরিবারের চার সদস্য এবং অন্য একজন আহত হন৷ পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে৷ পুলিশ জানায়, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেট-এর সদস্য না হলেও এই জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/K. Hildenbrand
ড্যুসেলডর্ফ, মে ২০১৬
ইসলামিক স্টেট-এর তিন সন্দেহভাজন সদস্যকে নর্থ রাইনওয়েস্টফেলিয়া, ব্রান্ডেনবুর্গ এবং বাডেন ভ্যুর্টেনবের্গ থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন ড্যুসেলডর্ফের শহরতলীতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল৷ অপরজন এবং ফ্রান্সে গ্রেপ্তারকৃত চতুর্থ জিহাদি বন্দুক ও বিস্ফোরক নিয়ে পথচারীদের হামলার পরিকল্পনা করছিল বলে খবর৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
এসেন, এপ্রিল ২০১৬
এসেনে একটি শিখ মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ বিস্ফোরণে তিন ব্যক্তি আহতও হন৷ সিসিটিভি ফুটেজ প্রচারের পর ১৬ বছর বয়সি এক সন্দেহভাজন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ আর অন্য তরুণ সন্দেহভাজনকে বাড়ি থেকে আটক করে স্পেশাল পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
হানোফার, ফেব্রুয়ারি ২০১৬
১৬ বছর বয়সি জার্মান-মরোক্কান তরুণী সোফিয়া এস. হানোফার ট্রেন স্টেশনে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে৷ ধারণা করা হয়, ইসলামিক স্টেট-এর সদস্যরা তাকে এই হামলায় প্ররোচিত করেছিল৷
ছবি: Polizei
বার্লিন, ফেব্রুয়ারি ২০১৬
বার্লিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেট-এর সন্দেহভাজন তিন আলজেরীয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ৷ বার্লিনের প্রসিকিউটরের দপ্তরের তথ্য আনুযায়ী, রাজধানীতে হামলা করার জন্য তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল কর্তৃপক্ষ৷
ছবি: Reuters/F. Bensch
ওবারউরসেল, এপ্রিল ২০১৫
এশবর্ন-ফ্রাংকফুর্ট সিটি লুপ বাইক রেস বাতিল করে পুলিশ, কেননা তারা সন্দেহ করছিল যে সেই রেসে ইসলামিক স্টেট হামলা চালাতে পারে৷ হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে পুলিশ ৩৫ বছর বয়সি এক তুর্কি বংশোদ্ভূত জার্মান এবং তাঁর ৩৪ বছর বয়সি স্ত্রীকে গ্রেপ্তার করে৷ বাইক রুটের কাছে তাদের বাড়ি থেকে বোমা তৈরির উপকরণও উদ্ধার করে পুলিশ৷