1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডর্টমুন্ড বিস্ফোরণ: সন্দেহভাজন একজন গ্রেপ্তার

১২ এপ্রিল ২০১৭

জার্মানির বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাবের বাসের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন ইসলামপন্থিকে গ্রেপ্তার করা হয়েছে বলে কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র ফ্রাউকে ক্যোলার জানিয়েছেন৷

Sicherheit in Dortmund nach der Explosion am BVB-Bus
ছবি: picture alliance/dpa/G. Kirchner

তিনি বলেন, বিস্ফোরণস্থলের কাছে তিনটি চিঠি পাওয়া গেছে এবং সবগুলো চিঠির বক্তব্য প্রায় একই৷ চিঠির বক্তব্য হামলার সঙ্গে ইসলামপন্থিদের জড়িত থাকার আভাস দিচ্ছে৷ ক্যোহলার বলেন, চিঠিগুলোতে গত ডিসেম্বরে বার্লিনে বড়দিনের বাজারে হামলার ঘটনা ও সিরিয়া সংকটে ফাইটার জেট নিয়ে জার্মানির অংশ নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ এছাড়া পশ্চিম জার্মানির একটি সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে৷

জার্মান বার্তা সংস্থা ডিপিএ আরও জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী একটি অনলাইন পোর্টালে পাওয়া আরেকটি নোটও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ নিও-নাৎসি ও বর্ণবাদের বিরুদ্ধে ডর্টমুন্ড ক্লাব যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় এই হামলা চালানো হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে৷

এদিকে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিস্ফোরণের ঘটনায় ‘মর্মাহত’ হয়েছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন৷ 

মঙ্গলবার সন্ধ্যায় ডর্টমুন্ডের ফুটবলাররা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর সঙ্গে খেলতে বাসে করে নিজেদের স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এ ঘটনায় বাসের জানালার কাচ ভেঙে যায়৷ অন্যান্য খেলোয়াড়রা অক্ষত থাকলেও ডিফেন্ডার মার্ক বার্ট্রা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ এরপর রাতেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷

এদিকে, হামলার ঘটনায় মঙ্গলবার ম্যাচটি স্থগিত করা হয়৷ তবে আজ বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে৷ ফলে মোনাকো থেকে আসা সমর্থকরা যেন রাতে থাকার জায়গার সমস্যায় না পড়েন, সেজন্য ডর্টমুন্ডের সমর্থকরা তাদের সহায়তায় এগিয়ে আসেন৷ সামাজিক মাধ্যমে #বেডফরঅ্যাওয়েফ্যানস নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁরা মোনাকোর সমর্থকদের স্থান খুঁজে পেতে সহায়তা করেন৷ ডর্টমুন্ড ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি মোনাকোর সমর্থকদের জানানো হয়েছিল৷

মোনাকো সমর্থকদের সঙ্গে ডর্টমুন্ড সমর্থকদের একসঙ্গে থাকা, খাওয়া-দাওয়ার ছবি পোস্ট করেছেন অনেকে৷

 

ডর্টমুন্ড সমর্থক রজার ডয়চে ভেলেকে জানিয়েছেন, কেন তিনি ছয়জন মোনাকো সমর্থককে রাতে থাকার সুযোগ দিয়েছেন৷

ডর্টমুন্ড সমর্থকদের এই উদ্যোগের প্রশংসা করেছে মোনাকো ক্লাব৷ এ সংক্রান্ত কয়েকটি ছবি শেয়ার করে জার্মান ভাষায় একটি টুইটও করেছে ফরাসি এই ক্লাবটি, যার অর্থ ‘এটাই ফুটবল’৷

সমর্থকদের এমন উদ্যোগের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছে ডর্টমুন্ড৷

ডর্টমুন্ড সমর্থকদের এমন পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক টুইটার ব্যবহারকারী৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ