1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ড, শালকের জয়

২৫ অক্টোবর ২০১২

বুন্ডেসলিগার টালমাটাল সামলেও চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের পারফর্মেন্স এবার দেখবার মতো: বুধবার নিজেদের মাঠে রেয়াল মাদ্রিদকে হারাল ২-১ গোলে৷ ওদিকে শালকে লন্ডন গিয়ে আর্সেনালকে কুপোকাত করল ২-০ গোলে৷

বুধবারের খেলা ছিল ডর্টমুন্ডের নিজেদের মাঠে৷ ৩৬ মিনিটের মাথায় রবার্ট লেভানডোভস্কি যখন ডর্টমুন্ডের হয়ে প্রথম গোলটি করেন, তখন তা'তে অস্বাভাবিক কিছু ছিল না৷
ছবি: picture-alliance/dpa

কোচ ইয়ুর্গেন ক্লপ'এর দলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ‘পাড়ার মস্তান', বুন্ডেসলিগাতেই তাদের যতো কেরামতি৷ ইউরোপীয় পর্যায়ে গেলেই তাদের আসল দুর্বলতাগুলো বেরিয়ে পড়ে৷ বুন্ডেসলিগায় তাদের আক্রমণাত্মক ফুটবল কার্যকর হতে পারে, কিন্তু ঘাঘু ইউরোপীয় প্রতিপক্ষদের পাল্লায় পড়লে ডর্টমুন্ডের সেই আক্রমণাত্মক খেলাই তাদের কাল হয়ে দাঁড়ায়৷

বুধবারের খেলা ছিল ডর্টমুন্ডের নিজেদের মাঠে৷ ৩৬ মিনিটের মাথায় রবার্ট লেভানডোভস্কি যখন ডর্টমুন্ডের হয়ে প্রথম গোলটি করেন, তখন তা'তে অস্বাভাবিক কিছু ছিল না৷ হাজার হোক, এই লেভানডোভস্কি হলেন শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে পোল্যান্ডের স্টার - এবং সে'যাবৎ ইউরোপের অন্যান্য নামী-দামী ক্লাব ও খেলোয়াড়দের সম্পর্কে তাঁর ভয়-ভীতি সম্ভবত কিছুটা কম৷

কোনো অ-ইংরেজ টিম বিগত ন'বছরে আর্সেনালে গিয়ে জিতে আসতে পারেনি৷ এবার সেই অসাধ্য সাধন করল শালকেছবি: picture-alliance/dpa

লেভানডোভস্কির গোলের ঠিক দু'মিনিট পরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি এরিয়ার ভিতর থেকে একটি চমৎকার লব করে গোল পরিশোধ করেন৷ তখনও কিন্তু খেলার ভাগ্য সম্পূর্ণভাবে অনির্ধারিত৷ দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় মার্সেল স্মেলৎসার ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন৷ খেলার পর রেয়ালের কোচ জোসে মুরিনহো ডর্টমুন্ডের সুসংগঠিত এবং নিবিড় প্রতিরক্ষার প্রশংসা করেন৷

তবে মুরিনহো এ'ও বলেছেন যে, খেলাটা কিছুটা অদ্ভুত রকমের ছিল৷ কোনো পক্ষই নাকি খেলাটা নিজেদের আয়ত্তে আনতে পারেনি৷ তাই মুরিনহো'র মনে হয়েছিল, বিরতির পর যে দল প্রথম গোল করবে, তারাই জিতবে৷ বস্তুত ঘটেছেও তাই৷

শালকে'র নিশান

জার্মানির শালকে শূন্য-চার আর্সেনাল লন্ডনে গিয়ে গানার'দের ২-০ গোলে হারিয়ে আসবে, শালকের ওলন্দাজ কোচ হুব স্টিভেন্স সেটা ভাবতে পেরেছিলেন কিনা সন্দেহ৷ কোনো অ-ইংরেজ টিম বিগত ন'বছরে আর্সেনালে গিয়ে জিতে আসতে পারেনি৷ এবার সেই অসাধ্য সাধন করল শালকে, হুন্টেলার এবং আফেলাই'এর দুটি বিলম্বিত গোলের কল্যাণে৷

অবশ্য হুব স্টিভেন্স এবং রেয়ালের কোচ মুরিনহো উভয়েই বলেছেন, আর্সেনালকে এখনই খরচের খাতায় ফেলাটা ভুল হবে৷ অপরদিকে এই বুধবার যে জার্মান ক্লাব ফুটবলের পক্ষে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, সেটাও অনস্বীকার্য৷ আসলে জার্মান ফুটবলের গুণাগুণের কোনোদিনই বিশেষ পরিবর্তন ঘটে না৷ পরিবর্তন ঘটে তাদের মনোবৃত্তির৷ জার্মানরা বোধহয় এতোদিনে বুঝতে শিখছে যে, কোনো প্রতিযোগিতার আগে মাত্রাধিক হাইপ কিংবা প্রত্যাশা, অপরদিকে বিপক্ষের শঙ্কা কিংবা ভীতি, লাভের চেয়ে বেশি ক্ষতিই এনে দেয় তাদের৷

এসি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ