২৮ বছর বয়সি সের্গেই ডাবলিউ.-কে দক্ষিণ জার্মানির ট্যুবিংগেন শহরে গ্রেপ্তার করা হয়৷ দৃশ্যত সে ডর্টমুন্ড ক্লাবের শেয়ার নিয়ে ফাটকা খেলে মুনাফা করতে চেয়েছিল৷
বিজ্ঞাপন
গত ১১ই এপ্রিল ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছিল এএস মোনাকোর বিপক্ষে৷ সন্ধ্যায় ক্লাবের বাসে করে ডর্টমুন্ডের খেলোয়াড়রা স্টেডিয়াম থেকে ১৫ কিলোমিটার দূরের হোটেল থেকে মাঠে যাচ্ছিলেন৷
বাসটি হোটেল চত্বর ছেড়ে বেরোবার সময় পাশের কেয়ারি করা ঝোঁপের মধ্যে লুকানো তিনটি ‘এক্সপ্লোসিভ ডিভাইস' বা বোমা ফাটে৷ বোমাগুলি ধাতব টুকরোয় ভরা ছিল৷ বোমাগুলিকে দৃশ্যত একক বেতার সংকেত দিয়ে ফাটানো হয়৷ বিস্ফোরণে ডর্টমুন্ড দলের মার্ক বাট্রা আর একজন পুলিশ অফিসার আহত হন৷ এই ঘটনার পর যে ডর্টমুন্ড মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দু'টি ম্যাচেই হেরেছে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷
ডর্টমুন্ডে বিস্ফোরণ: যা জানা গেল
মঙ্গলবার জার্মানির ডর্টমুন্ড শহরে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দল এএস মোনাকো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নিচ্ছিল৷ তখনই ডর্টমুন্ড টিমের বাসের কাছে ৩টি বিস্ফোরণ ঘটে যায়৷ এটি জঙ্গি হামলা বলেই সন্দেহ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
ভেঙে পড়ে বাসের কাচ
কোয়ার্টার ফাইনালে এএস মোনাকো দলের সঙ্গে খেলার কথা এদিন বোরুসিয়া ডর্টমুন্ডের৷ জানা যায়, টিমের সদস্যদের নিয়ে বাসটা যখন রওনা দিচ্ছিল, তখনই ঘটে বিস্ফোরণগুলি৷ বাসের এত কাছ থেকে বিস্ফোরণ হয় যে কেঁপে ওঠে বাস, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে জানলার কাচগুলো৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
আহত মার্ক বার্ট্রা
অন্যান্য খেলোয়াড়রা ক্ষতের হাত থেকে বাঁচে গেলেও বিস্ফোরণে আঘাত পান বোরুসিয়া ডর্টমুন্ড দলের ডিফেন্ডার মার্ক বার্ট্রা৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর রাতের মধ্যেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷ তিনি এখন ‘ভালো আছেন’ বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: picture-alliance
ফুটবলের সংহতি
২৬ বছর বয়স্ক মার্ক বার্ট্রা আদতে স্পেনের খেলোয়াড়৷ এ ঘটনার পর এএস মোনাকো দলটি ‘ডর্টমুন্ড’, ‘ডর্টমুন্ড’ বলে সংহতি প্রকাশ করে৷ ওদিকে বিস্ফোরণের পর পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আজকের ম্যাচের কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোনাকো দলের সমর্থকদের থাকার ব্যবস্থা করে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাব৷
ছবি: picture alliance/dpa/C.Linhoff
পিছিয়ে গেছে ম্যাচ
এ ঘটনার পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়৷ এদিকে মার্কের আঘাত ফলে বিহ্বল হয়ে পড়েছেন দলের অন্যান্য খেলোয়াড়৷ তারপরেও খেলার স্বার্থে আজ আবারো মুখোমুখি হতে চলেছে এএস মোনাকো ও বোরুসিয়া ডর্টমুন্ড৷
ছবি: Reuters/K. Pfaffenbach
সংঘবদ্ধ আছে দল
বোরুসিয়া ডর্টমুন্ড দলের চেয়ারম্যান হান্স-ইওয়াখিম ভাটস্কে জানান, প্রাথমিকভাবে দলের মধ্যে একটা ‘শক’ কাজ করলেও, দলের ‘টিম স্পিরিট’ এখনও অক্ষুণ্ণ আছে৷ তিনি বলেন, ‘‘ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার আমাদের খেলতে হবে....এটা কঠিন৷ কিন্তু এটাই তো আমাদের কাজ, তাই আমরা প্রস্তুত৷’’
ছবি: picture-alliance/AA/I. Fassbender
বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়
পুলিশ সূত্র অনুযায়ী, তিনটি বিস্ফোরণই সম্ভবত এক গুরুতর হামলার অঙ্গ ছিল৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও অস্পষ্ট, তদন্ত চলছে৷ বলা বাহুল্য, এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ডর্টমুন্ড শহরে আজকের ম্যাচটির জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
ছবি: Reuters/K. Pfaffenbach
6 ছবি1 | 6
এর আগে এই হামলার দায় স্বীকার করেএকটি নয়, দু'টি নয়, তিন-তিনটি চিঠি পাওয়া যায়৷ কিন্তু চিঠিগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে পুলিশের গোড়া থেকেই সন্দেহ ছিল৷
সন্ত্রাস নয়, শেয়ার নিয়ে ফাটকা
জার্মান মিডিয়ার খবর অনুযায়ী ‘সের্গেই' সাধারণ সন্ত্রাসী নয়৷ তার রাশিয়া ও জার্মান, দু' দেশেরই নাগরিকত্ব আছে৷ দৃশ্যত সে ডর্টমুন্ড ক্লাব বাসের কাছে বোমা বিস্ফোরণের দিন ডর্টমুন্ড দলের হোটেলেই ছিল এবং তার রুম থেকে যে রাস্তায় বিস্ফোরণ ঘটেছে, সেটিও দেখা যায়৷
‘সের্গেই' যে পন্থায় ডর্টমুন্ডের শেয়ার থেকে মুনাফা করতে চেয়েছিল, তাকে পরিভাষায় বলে ‘শর্ট সেল', অর্থাৎ কোনো একটি শেয়ারের দাম পড়বে বলে ধরে নিয়ে সেই শেয়ারগুলি ধার করে উচ্চমূল্যে বেচে দিয়ে, পরে দাম পড়লে আবার সেই শেয়ার সস্তা দামে কিনে ফেরৎ দেওয়া৷
‘সের্গেই' এভাবেই বোরুসিয়া ডর্টমুন্ডের ১৫,০০০ শেয়ার বিক্রির ‘অপশন' কেনে ৭৮,০০০ ইউরোয়৷ এই তথ্য জানিয়েছে জার্মানির জনপ্রিয় ‘বিল্ড' ট্যাবলয়েড৷ বোমা বিস্ফোরণের পর তার হিসেবও প্রায় মিলতে চলেছিল, কেননা ডর্টমুন্ডের শেয়ার পরে ৫ দশমিক ৭৩৮ ইউরো থেকে ৫ দশমিক ৪২১ ইউরোয়, এমনকি পরে কিছুটা বাড়ার পরও বৃহস্পতিবারেও তা দাঁড়িয়েছিল ৫ দশমিক ৩৯৫ ইউরোয়৷
‘সের্গেই' মুনাফা করেছে কিনা জানা নেই, কিন্তু তার বিরুদ্ধে প্রচেষ্টার মামলা দায়ের করা হতে পারে৷