1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অর্থনীতি

২ আগস্ট ২০১২

বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম নিয়ে বিতর্কের মধ্যেই এর নীতিমালা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে৷ এজন্য ডাইরেক্ট সেলিং আইন নামে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে৷

ছবি: picture alliance / Photoshot

বাংলাদেশে ডেসটিনি ২০০০, নিউ ওয়ে, ইউনিপে টু ইউসহ শতাধিক এমএলএম প্রতিষ্ঠান এখন বিতর্কের মুখে রয়েছে৷ এর মধ্যেই ডেসটিনি ২০০০ ও ইউনিপে টু ইউসহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও প্রতারিত সাধারণ মানুষ মামলা করেছেন৷ তারা পন্য বিপণনের নামে পিরামিড পদ্ধতিতে গ্রাহকদের সারা জীবন লাভের কথা বলে প্রচুর টাকা নিয়েছে৷ আর এই বিতর্কের মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করেছে৷ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে, সেই আইনে পিরামিড পদ্ধতির বিপণন ব্যবস্থা রাখা হয়েছে৷ যার বিরোধিতা করছেন অর্থনীতিবিতদরা৷ অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, এতে প্রতারণা বন্ধ হবেনা৷ বরং প্রতারণার সুযোগ করে দেয়া হবে৷

অর্থনীতিবিদ ড. আনু মুহাম্দ বলেন, এই আইন প্রণয়নে এমএলএম কোম্পানিগুলোর প্রভাব থাকতে পারে৷ কারণ তারা এতদিন যে সব অস্বচ্ছ কাজ করেছে, এবার তার বৈধতা দিতে চায়৷ আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ বলেন, এমএলএম কোম্পানিগুলোতে সামাজের পরিচিত কিছু মানুষ জড়িয়ে পড়েছেন৷ তাঁদের ব্যবহার করেই প্রভাব বিস্তারের ঘটনা ঘটে৷

তাঁরা বলেন, এখন বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো এমএলএম কোম্পানির প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ৷ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার দেশের বাইরে পালিয়েও গেছেন৷ তাই তাদের নিয়ন্ত্রণে কোনো আইন হলে তা হতে হবে স্বচ্ছ এবং প্রতারণা বন্ধে কার্যকর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ