1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বামন ও ড্র্যাগন নিয়ে চলচ্চিত্র

২৮ নভেম্বর ২০১২

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে চিত্রপরিচালক পিটার জ্যাকসনের নতুন ছবি, ‘‘দ্য হবিট''-এর মহরত হয়েছে৷ ‘‘লর্ড অফ দ্য রিংস'' ট্রিলজির প্রিকোয়েলও হচ্ছে তিন অংশে৷

ছবি: Warner Bros./AP

অক্সফোর্ডে অ্যাংলো-স্যাক্সন ভাষাতত্ত্বের অধ্যাপক জে আর আর টলকিয়েন'এর কল্পনায় জন্ম নেয় এই বিলবো ব্যাগিন্স নামধারী এই হবিট বা বামন, ১৯৩৭ সালে৷ নামটার সাথে ব়্যাবিট বা খরগোশের সাদৃশ্য কানে লাগতে পারে৷ স্বভাবচরিত্তিরেও যে মিল নেই এমন নয়৷ যাই হোক, স্মউগ নামধারী এক ড্র্যাগনের পাহারায় থাকা গুপ্তধনে ভাগ বসানোর আশায় হবিটের যাত্রা ছিল টলকিয়েনের কাহিনির উপজীব্য৷

ব্রিটেনের কবি-লেখকদের কল্পনায় ছোটদের জন্য লেখায় চিরকালই একটা আজগুবি, খামখেয়ালি ভাব থাকে – লিউয়িস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের কথা স্মরণ করতে পারেন৷ টলকিয়েনও জাদুকর গ্যানডাল্ফ থেকে শুরু করে বামনদের রাজা থরিন ওকেনশিল্ড, কিংবা জঙ্গলবাসী বিশাল আকারের মাকড়শা যারা কথা বলতে পারে; অথবা ওয়ার্গ নামধারী বদমায়েশ নেকড়ে; কিংবা গলাম'এর মতো মাটির নীচে হৃদের জলে বাস করা এক আশ্চর্য জীব – কিছুই বাদ দেননি৷

চিত্রপরিচালক পিটার জ্যাকসনছবি: Getty Images

সেই সুবাদেই টলকিয়েনের ৩০০ পাতার ছোটদের বই থেকে আজ পিটার জ্যাকসন একটা গোটা ফিল্ম ট্রিলজি করতে পেরেছেন৷

বিজনেস অ্যাজ ইউজুয়াল

অক্সফোর্ডের প্রফেসরের কল্পনা থেকে ছোটদের এবং বড়দের ক্ল্যাসিক, প্রথমে বই এবং পরে ছবি হিসেবে৷ সেই সঙ্গে ফ্র্যানচাইজ বা ছবি সংক্রান্ত ফ্যান আর্টিকেল বিক্রি৷ ‘‘লর্ড অফ দ্য রিংস''-এর শুটিং'এর কল্যাণে সুদূর নিউজিল্যান্ড টলকিয়েন ফ্যানদের বিচরণভূমি হয়ে উঠেছিল৷ সেই পর্যটন ব্যবসায় ভাঁটা পড়ায় এবার নিউজিল্যান্ডের ট্যুরিজম বোর্ড উঠে-পড়ে লেগেছে, হবিট ছবির মহরতের মওকা নিয়ে বাজার আবার চাঙ্গা করতে৷ তাই ওয়েলিংটন নিজের নাম দিয়েছে, ‘দ্য মিডল অফ মিডল আর্থ', টলকিয়েনের কাল্পনিক রাজ্যের কেন্দ্রবিন্দু৷

হয়তো ‘‘লর্ড অফ দ্য রিংস'' ছবিগুলির সাফল্যের কারণেই, এবার গোড়া থেকেই অনেকে নিজের লাভলোকসানের কথাটাই ভেবেছিল৷ প্রথমে ‘‘দ্য হবিট'' বইটি থেকে ফিল্ম করার অধিকারকে কেন্দ্র করে বিভিন্ন হলিউড স্টুডিও'র মধ্যে কাজিয়া চলে৷ তারপর আবার শ্রমিক সংগঠনের সঙ্গে বিরোধের কারণে নিউজিল্যান্ডে শুটিং করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় – ওয়েলিংটন সরকার শেষ মুহূর্তে আইন বদলে সে বিপদ সামলান৷ তার পরেও ছিল জন্তুজানোয়ারের প্রতি নির্দ্দয় আচরণের অভিযোগ এবং টলকিয়েনের উত্তরাধিকারীদের সঙ্গে মার্কেটিং রাইটস নিয়ে মামলা৷

হবিট যদি এ সব কিছু সামলে রুপোলি পর্দ্দায় আসতে পেরে থাকে, তবে যে সে স্মউগ ড্র্যাগনের কাছ থেকে বামনদের হারানো রাজ্য এরেবর ছিনিয়ে নিতে পারবে, এতে আশ্চর্য কি?

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ