1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাউন সিনড্রোম নিয়ে বসবাস

ফ্রিডেল টাউবে/আরবি১ জুন ২০১৩

জন্মগত একটি ত্রুটির কারণে ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেয় শিশু৷ ১৮৬৬ সালে ব্রিটিশ নিউরোলজিস্ট জন ল্যাংডন ডাউন সর্বপ্রথম এই বিষয়টি বর্ণনা করেন৷ তাই তাঁর নামানুসারে এই লক্ষণের নাম দেওয়া হয়েছে ডাউন সিনড্রোম৷

ছবি: picture-alliance/ZB

বাড়তি ক্রোমোজম

সাধারণত ভ্রুণকোষে ২৩ জোড়া ক্রোমোজম থাকে – একটি বাবার আর আরেকটি মায়ের কাছ থেকে আসে৷ ডাউন সিনড্রোম হলে আর একটি বাড়তি ক্রোমোজম ২১ নম্বর ক্রোমোজমের জায়গায় ঢুকে পড়ে৷ যাকে ‘ট্রাইসোমি ২১' বলা হয়৷ ৯৫ শতাংশ ডাউন সিনড্রোমই এই কারণে হয়ে থাকে বলে গবেষকরা মনে করেন৷

বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও মাঝে মাঝে ডাউন সিনড্রোমের শিশু দেখা যায়৷ সাধারণত চাপা মুখ, চিবুক, ঘাড় ও চোখ ছোট হয় এই শিশুদের৷ এই সব বাচ্চার হৃদযন্ত্রের অসুখ, শ্রবণ ও শ্বাসের সমস্যা থাকতে পারে৷ দুর্বল হয় মাংসপেশি৷ এসব কারণে অন্যদের তুলনায় এরা দেরিতে বসে, হামাগুড়ি দেয় ও হাঁটে৷ কথাও বলে দেরিতে৷ সব মিলিয়ে স্বাভাবিক বিকাশে সমস্যা দেখা দেয়৷

ডাউন সিনড্রোমের শিশুদের সাধারণত চাপা মুখ, চিবুক, ঘাড় ও চোখ ছোট হয়ছবি: picture-alliance/dpa

আলট্রাসাউন্ড করে কিংবা রক্ত ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা বুঝতে পারেন, গর্ভস্থ শিশুর ডাউন সিনড্রোম রয়েছে কিনা৷ সাধারণত মায়ের বয়স বেশি হলে শিশুর ডাউন সিনড্রোমের সম্ভাবনা থাকে৷

ডাউন সিনড্রম নিরাময় হয় না৷ তবে প্রাথমিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে শারীরিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনা যায়৷ পুষ্টিকর খাবার, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি এবং ফিজিক্যাল থেরাপি দিলে ভুক্তভোগী শিশুরা বড় হয়ে অনেকটা স্বনির্ভর জীবন কাটাতে পারে৷

জার্মানিতে ডাউন সিনড্রোম-নেটওয়ার্ক

জার্মানিতে ডাউন সিনড্রোম-নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে৷ এই নেটওয়ার্কের মাধ্যমে ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেওয়া শিশুদের পরিবার ও আত্মীয়স্বজনরা নানা রকম পরামর্শ ও সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন৷ এই নেটওয়ার্কের প্রধান কোলনের হাইনৎস ইওয়াখিম শ্মিটৎস৷ তিনি জানান, ‘‘ডাউন সিনড্রমযুক্ত কাউকে দেখলে লোকজন প্রথমে একটু ভয় পায়৷ দুই পা পিছিয়ে যায়৷ তারপর এদের সাথে যোগাযোগ হলে, কথাবার্তা হলে তিন পা এগিয়ে যায়৷'' কেননা ডাউন সিনড্রমের মানুষরা হাসিখুশি প্রকৃতির হয়৷ কারো প্রতি রাগ বা বিরক্তি দেখায় না৷ এক কথায় সুখী মানুষ তারা৷ শ্মিটৎস আক্ষেপ করে বলেন, ‘‘এই মানুষরা আমাদের সমাজেরই অংশ৷ তাদের সমাজের বাইরে রাখাটা ঠিত নয়৷''

সাধারণত মায়ের বয়স বেশি হলে শিশুর ডাউন সিনড্রোমের সম্ভাবনা থাকেছবি: picture-alliance/dpa/dpaweb

ডাউন সিনড্রোমের মানুষদের নিয়ে সমীক্ষা

শিক্ষাবিদ ও নিউরো মনস্তত্ত্ববিদ আন্ড্রে সিম্পেল ডাউন সিনড্রোমযুক্ত ১০০০ মানুষকে নিয়ে একটি সমীক্ষা চালান৷ এর মাধ্যমে তিনি বের করতে চেয়েছেন, এইসব প্রতিবন্ধী শিশু কীভাবে এবং কোন কোন বিষয় সবচেয়ে ভালোভাবে শিখতে পারে৷ আন্ড্রে সিম্পেল বলেন, ‘‘এদের মনোযোগের পরিধিটা ছোট থাকে৷ এটা শুধু দুর্বলতা নয়, এক ধরনের শক্তিও৷''

বিশেষ স্কুলগুলিতে এই বিষয়টির ওপর তেমন গুরুত্ব দেওয়া হয় না৷ অনেকটা বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে তাদের সঙ্গে আচরণ করা হয়, সেই অনুসারে শিক্ষাও দেওয়া হয়৷

অন্যদিকে জার্মানিতে বেশ কিছুদিন ধরে একধরনের ‘অন্তর্ভুক্তিকরণ স্কুলের ' প্রচলন করা হয়েছে৷ যেখানে প্রতিবন্ধী ও প্রতিবন্ধকতা ছাড়া শিশুরা একসাথে পড়াশোনা করে৷ এরফলে দুই তরফই লাভবান হয়৷ প্রতিবন্ধী শিশুদের সাহায্য করতে পেরে অন্য শিশুরাও খুশি হয়৷

ডাউন সিনড্রম নিরাময় হয় না৷ তবে প্রাথমিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে শারীরিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনা যায়৷ছবি: privat

জার্মানিতে কমে আসছে

লক্ষ্য করা যাচ্ছে, ট্রাইসোমি ২১ নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা জার্মানিতে কমে যাচ্ছে৷ কেননা উন্নতমানের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থায় শিশুর প্রতিবন্ধকতা সম্পর্কে আগেই জানা যায়৷ এক্ষেত্রে ৯০ শতাংশ মা-বাবাই গর্ভপাতের ব্যাপারে সিদ্ধান্ত নেন৷ ২০১২ সাল থেকে ‘প্রায়েনা-টেস্ট' নামে এক ধরনের পদ্ধতি জার্মানিতে অনুমোদন পেয়েছে৷ এই পদ্ধতিতে মায়ের রক্তপরীক্ষা করে অনেকটা নিশ্চিত হয়ে বলা যায় শিশুর ডাউন সিন্ড্রোম রয়েছে কিনা৷ নৈতিক দিক দিয়ে বিষয়টি বিতর্কিত৷

হাইনৎস ইওয়াখিম শ্মিটৎস এই পদ্ধতিকে অনুমোদন দেওয়াতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমি মনে করি এই পদ্ধতি মোটেও ভালো নয়৷ কেননা এতে ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেওয়া মানুষ বিলুপ্ত হয়ে যাবে৷''

ডাউন সিনড্রোম কোনো অসুস্থতা নয়৷ এই লক্ষণ নিয়ে জন্ম নেওয়া শিশুরা নির্বোধও নয়৷ কিছুটা ভিন্ন রকম৷ বিষয়টি বুঝতে পারলে তাদের কাছে এগিয়ে যাওয়াও সহজ হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ