সুইডেনের ডাক বিভাগ তাদের প্রকাশ করা ডাকটিকিটে পরিবেশকর্মী গ্রেটা টুনব্যার্গের ছবি ব্যবহার করেছে৷ এছাড়া ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ, অভিনেত্রী গ্রেটা গার্বোর মতো তারকাদের ছবি দিয়েও ডাকটিকিট প্রকাশিত হয়েছে৷
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার থেকে এসব ডাকটিকিট বিক্রি শুরু হয়েছে৷
হলুদ রেইনকোট পরে গ্রেটা টুনব্যার্গ পাহাড়ের কোলে দাঁড়িয়ে উড়ন্ত পাখির ঝাঁক দেখার সেই পরিচিত ছবি স্ট্যাম্পে ব্যবহার করা হয়েছে৷
সুইডিশ ডাকবিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, ‘‘আমরা আশা করছি, গ্রেটা টুনব্যার্গের ছবি প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো৷ কয়েক মিলিয়ন স্ট্যাম্পের অনেকগুলোতেই গ্রেটা রয়েছেন৷’’
২০১৮ সালে গ্রেটা টুনব্যার্গ স্টকহোমে পার্লামেন্টের সামনে নিজের তৈরি প্ল্যাকার্ড হাতে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন৷ এর কয়েক মাসের মধ্যে ১৩৫টি দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী পরিবেশ রক্ষা আন্দোলনে টুনব্যার্গকে সমর্থন করে নিজেদের দেশেও পোস্টারিংয়ের মাধ্যমে পরিবেশ আন্দোলনে অংশ নেয়৷ ২০১৯ সালে টুনব্যার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বক্তৃতা দেয়ার সুযোগ পায়৷
এনএস/জেডএইচ (রয়টার্স)
‘বিকল্প নোবেল’ পেল গ্রেটা টুনব্যার্গ
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ করে আলোচিত সুইডেনের ১৬ বছর বয়সি শিক্ষার্থী গ্রেটা টুনব্যার্গ ২০১৯ সালের ‘বিকল্প নোবেল’ জিতলেন৷ আরো তিনজন এবার এই অ্যাওয়ার্ড পাচ্ছেন৷
ছবি: picture-alliance/S. Reynolds
বিকল্প নোবেল
বর্তমান সময়ের অতি জরুরি সমস্যার বাস্তবসম্মত উপায় বের করায় যাঁরা অবদান রাখেন, তাঁদের সম্মানিত করতে ১৯৮০ সাল থেকে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেয়া হচ্ছে৷ এটি ‘বিকল্প নোবেল’ নামেও পরিচিত পেয়েছে৷ জার্মান-সুইডিশ লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ কার্ল ভোলমার ইয়াকব ফন উক্সক্যুল (ছবি) এই অ্যাওয়ার্ড চালু করেন৷
ছবি: picture-alliance/dpa
যেসব বিষয় প্রাধান্য পায়
সাধারণত পরিবেশ রক্ষা, মানবাধিকার, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও শান্তি বিষয়ে অবদান রাখায় বিকল্প নোবেল দেয়া হয়ে থাকে৷ সুইডেনের স্টকহোমে যেদিন নোবেল দেয়া হয় তার আগের দিন সুইডিশ সংসদে বিকল্প নোবেলের অনুষ্ঠান হয়ে থাকে৷
বাংলাদেশও পেয়েছে
১৯৯১ সালে জাফরুল্লাহ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র এবং ২০০৭ সালে গ্রামীণ শক্তি ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ পেয়েছে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
গ্রেটা টুনব্যার্গ
২০১৯ সালে বিকল্প নোবেল পাচ্ছেন চারজন৷ এর মধ্যে একজন সুইডেনের ১৬ বছর বয়সি শিক্ষার্থী গ্রেটা টুনব্যার্গ৷ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার সে৷ সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশে দেয়া এক ভাষণে সে বলেছে, ‘‘আমরা বিশাল মাত্রায় বিলুপ্তির পথে চলতে শুরু করেছি৷ আর আপনারা শুধু টাকাপয়সা আর অনন্তকাল ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপকথার কাহিনি শুনিয়ে চলেছেন৷ কী সাহস আপনাদের!’’
ছবি: Getty Images/S. Silbiger
আমিনাতু হায়দার
আফ্রিকার পশ্চিম সাহারা এলাকায় বসবাসকারী সারাউই সম্প্রদায়ের আমিনাতু হায়দার পশ্চিম সাহারার স্বাধীনতার জন্য ৩০ বছরের বেশি সময় ধরে লড়ছেন৷ এই সময়ে তিনি গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন, মরক্কোর পুলিশের মার খেয়েছেন৷ কারণ, মরক্কো এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে৷ শান্তিপূর্ণভাবে আন্দোলন করায় অনেকে হায়দারকে ‘সারাউই গান্ধী’ বলে ডাকেন৷ স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছেন তিনি৷
ছবি: Right Livelihood Foundation
গুয় জিয়েনমেই
নারী অধিকার নিয়ে কাজ করা চীনের অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী তিনি৷ চাকরিতে নারীদের পুরুষের সমান বেতন নিশ্চিত করা, যৌন হয়রানি, চাকরির নিয়োগপত্রে শর্ত হিসেবে গর্ভবতী না হওয়ার শর্ত আরোপের বিরোধিতা ইত্যাদি নিয়ে কাজ করেন জিয়েনমেই৷
ছবি: Right Livelihood Foundation
দাভি কোপেনাভা ও হুটুকারা ইয়ানোমামি অ্যাসোসিয়েশন
ব্রাজিল ও ভেনেজুয়েলার অ্যামাজন রেনফরেস্টে প্রায় ৩৫ হাজার ইয়ানোমামি আদিবাসীর বাস৷ খনিমালিকসহ অন্যদের কাছ থেকে অনেক চাপের মুখে থাকেন তাঁরা৷ ইয়ানোমামিদের অধিকার ও অ্যামাজন বন রক্ষায় কাজ করে থাকে কোপেনাভা ও তাঁর সংগঠন৷