1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাকাত- ছিনতাইকারীর কবলে অসহায় জীবন

২১ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবলু হক শোভন ডয়চে ভেলেকে বলেন, ‘‘দিনেও রাস্তায় চলাচল করতে ভয় পাই।' হাসপাতালে চিকিৎসাধীন সুমন শেখ জানান, ঘুমের মধ্যে তিনি ছিনতাইকারী দেখেন৷ ডাকাতি, ছিনতাইয়ের বাড়-বাড়ন্তে এমন আতঙ্ক এখন অনেকের মনে৷

ঢাকার একটি রাস্তায় পুলিশের টহল গাড়ি ও গণপরিবহণ
সাম্প্রতিক সময়ে ছিনতাই অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তার আশায় আরো বেশি করে গণপরিবহণ ব্যবহার করছিল সাধারণ মানুষ৷ কিন্তু গণপরিবহণ ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরাছবি: DW/Samir Kumar Dey

সাম্প্রতিক সময়ে ছিনতাই অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তার আশায় আরো বেশি করে গণপরিবহণ ব্যবহার করছিল সাধারণ মানুষ৷ কিন্তু গণপরিবহণ ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরা।তাছাড়া তথাকথিত ‘মব জাস্টিসের' সময়ে নতুন নতুন কিশোর গ্যাংও সক্রিয় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকর।

১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ভয়াবহ বর্ণনা দিয়েছেন ওই বাসের যাত্রী মোহাম্মদ ওমর আলী। ওই ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় শুক্রবার যে মামলাটি দায়ের হয়েছে তার বাদী তিনি। তিনি ঢাকার গাবতলী থেকে নাটোরের বড়াইগ্রাম যাওয়ার জন্য রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহণের বাসে উঠেছিলেন।

মামলা করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি: শোভন

This browser does not support the audio element.

এজাহারে তিনি বলেন, "গাজীপুরের কালিয়াকৈরে চা পানের বিরতির জন্য বাস থামলে ডাকাতরা বাসে ওঠে। এরপর বাস গন্তব্যে রওয়ানা দিলে ৮-৯ জন যাত্রীবেশী ডাকাত চালকের গলায় চাকু ধরে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর ডাকাতরা পুরো বাসে ভোর রাত চারটা পর্যন্ত ডাকাতি করে। তারা তাদের ইচ্ছে মতো বাসটির গতিপথ নিয়ন্ত্রণ করে। বাসের প্রত্যেক যাত্রীর টাকা, স্বর্ণালংকার সব কিছুই তারা নিয়ে নেয়। ডাকাত দল ডাকাতি করা ছাড়াও দুই নারীর শ্লীলতাহানি করে বাসের পিছন দিকে নিয়ে।”

৯৯৯-এ ফোন করলে ভোর রাতের দিকে পুলিশ আসে৷ ডাকাতরা তার আগেই বাস থামিয়ে নেমে যায়। এরপর টাঙ্গাইলের মির্জাপুর থানায় যাওয়া জন্য পুলিশ পরামর্শ দিলে বাসটি সেখানে নিয়ে যায় চালক। কিন্তু থানা কোনো ব্যবস্থা না নিয়ে বাসটিকে যাত্রীসহ রাজশাহী পাঠিয়ে দেয়। বাসটি নাটোরের বড়াইগ্রামে গেলে পুলিশ ড্রাইভার ও হেলপারদের আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠায়।ঘটনার তিনদিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়।

খোদ রাজধানীতে বাসে দুর্বৃত্তদের হানার ঘটনা ঘটছে৷ উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ‘ছিনতাইয়ের' ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একটি বাসে এ ঘটনা ঘটে। এক ভুক্তভোগী তার ফেসবুক পোস্টে জানান, সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে পাবলিক বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটে যায়।বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরো পাঁচ-ছয় জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে ওঠেন।এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, ‘‘সবাই চুপ, যা আছে বের করে দে।'' মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় এক যাত্রীকে ছুরিকাঘাতও করে তারা। মাত্র দুই মিনিটের মধ্যেই কাজ সেরে বাস থেকে নেমেও যায় তারা।

উত্তরা পূর্ব থানার ওসি মো. শামিম আহমেদ শুক্রবার বলেন, "এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি। ফেসবুকে অভিযোগকারী নারীকে আমরা পাচ্ছি না।”

এর আগে উত্তরায় সোমবার রাতে এক দম্পতিকে দুর্বৃত্তরা কোপায়। কোপানোর দৃশ্যের ভিডিও ভাইরাল হলে পুলিশ প্রথমে দুইজনকে এবং পরে কিশোর গ্যাংয়ের আরো কয়েকজনকে আটক করে।

একইভাবে মালিবাগে দিনের বেলায় আবু রায়হান নামে এক ছাত্রকে ছুরিকাঘাত করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আগে ১৪ ফেব্রুয়ারি সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনজন আহত হন।

৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই শতাধিক বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনতাইও বেড়েছে ব্যাপক হারে৷

কোথাও নিরাপদ নয়: লাইজু

This browser does not support the audio element.

জানুয়ারিতে ঢাকার মগবাজার এলাকায় রাতে ছিনতাইকারীর কবলে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবলু হক শোভন। তার টাকা ও ল্যাপটপ কেড়ে নেয় ছিনতাইকারীরা। তিনি ডয়চে ভেলেকে বলেন, "আমি মামলা করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ,আমি রাতে তো দূরের কথা দিনেও রাস্তায় চলাচল করতে ভয় পাই। পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।” "আর রাজশাহীতে বাসের ভিতর ডাকাতি ও দুই নারীর শ্লীলতাহানির যে ঘটনা শুনেছি, তাতে আমার মনে হচ্ছে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে,” বলেন তিনি।

শ্যামলী হাউজিং এলাকায় ৪ জানুয়ারি রাতে মামুন হোসেনেকে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে নেয় ছিতাইকারীরা। মামুনের কাছ থেকে বেতনের ১৫ হাজার টাকা নিয়ে নেয়। তার স্ত্রী লাইজু বলেন, "আমার স্বামী এখনো হাসপাতালে। আমার পরিবারের আর কোনো আয়ের উৎস নাই। এখন আমরা পথে বসতে যাচ্ছি।”

তিনি বলেন, "পরিস্থিতি যা, তাতে রাস্তা-ঘাটে, বাসে, গাড়িতে কোথাও নিরাপদ নয়। আমি রাস্তায় বের হতে ভয় পাই।”

আদাবরে সুমন শেখ ছিনতাইকারীদের কবলে পড়েন ডিসেম্বরের ২৯ তারিখ। তিনি এখানো হাসপাতালে। ছিনতাইকারীরা কুপিয়ে তার টাকা নিয়ে যায়। তিনি বলেন, "আমার মাথা, হাত, পিঠ সবখানেই কুপিয়েছে। আমি কবে সুস্থ হতে পারবো জানি না। আমি ঘুমের মধ্যেই ছিনতাইকারী দেখি।”

গত বছরের শেষ চার মাসে রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে ১২৫টি আর ডাকাতির ঘটনায় মামলা ২২টি। গত সেপ্টেম্বরে ছিনতাই মামলা হয়েছে ১৭টি, ডাকাতির ৫টি ; অক্টোবরে ছিনতাই মামলা ৩৩টি, ডাকাতির মামলা ৬টি ; নভেম্বরে ছিনতাই মামলা ৩৮টি, ডাকাতির ২টি এবং ডিসেম্বরে ছিনতাই মামলা ৩৭টি, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৯টি। এ সময়ে সবচেয়ে বেশি ছিনতাইয়ের মামলা হয়েছে মোহাম্মদপুর, খিলগাঁও, যাত্রাবাড়ী, হাতিরঝিল ও শাহজাহানপুর থানায়।

পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধচিত্র পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে ডাকাতি ছিল ১৩৫টি, চুরি ৯০৪টি ও খুন হয়েছিল ২৩৩ জন। ২০২৪ সালের ডিসেম্বরে দেখা গেল ডাকাতি ২৩০টি, চুরি ৯৬৬টি ও খুন ২০৪টি। পাশাপাশি বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে ডাকাতির ঘটনা ছিল এক হাজার ৫৪৬টি, চুরি তিন হাজার ৯০টি ও খুন তিন হাজার ২৩ জন। সেখানে ২০২৪ সালে এসে ডাকাতি হয়েছে ১ হাজার ৯০২টি, চুরি ১১ হাজার ৩১০টি এবং খুন ৩ হাজার ৪৩২ জন। অর্থাৎ, ২০২৪ সালে আগের বছরের তুলনায় চুরি বেড়েছে ৮ হাজারেও বেশি। খুনও বেড়েছে চার শতাধিকের মতো।

এর পিছনে অন্য কোনো কারণ আছে কি-না: হুদা

This browser does not support the audio element.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক মোহাম্মদ তৌহিদুল হক বলেন, "আগে সড়কে ও রিকশায় ছিনতাই হতো বলে মানুষ গণপরিবহণ নিরাপদ মনে করে তাতে যাতায়াত বেশি শুরু করে। কিন্তু এখন বাস বা গণপরিবহনও নিরপাদ নয়। কারণ, অপরাধীদের টার্গেটে এখন গণপরিবহণ। এটার কারণ হলো, অপরাধীরা আইনের আওতায় আসছে না। তাই তারা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। মানুষ ঘরে বাইরে কোথাও এখন আর নিরাপদ নয়।”

তার কথা, "৫ আগস্টের পর যে তথাকথিত মবজাস্টিস শুরু হয়েছে, এতে তার একটা প্রভাব আছে। বিশেষ করে কিশোর গ্যাং এতে উৎসাহিত হচ্ছে। তারা দলবেঁধে অপরাধ করছে। অপারেশন ডেভিল হান্ট বলেন আর যৌথ বাহিনী বলেন, কেউই কার্যকর উদ্যোগ নিচ্ছে না।”

" অপরাধ বিস্তৃত হচ্ছে, ধরনও পাল্টাচ্ছে। আর পুলিশ এখনো তার অবস্থানে যেতে পারেনি। তারা দায়িত্ব এড়িয়ে চলছে। মনে হচ্ছে, তারা এখনো কী হয় তা দেখার অপেক্ষায় আছে,” বলেন তিনি।

অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা বলেন," আসলে পরিস্থিতি খারাপ হচ্ছে। এটা ঠিক যে, যানবাহনে ছিনতাই বেড়েছে। অন্য অপরাধও বেড়েছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা... নানা  বিষয় এখানে সক্রিয় থাকতে পারে। তবে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে। এটা সরকারের দায়িত্ব।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুলিশের মধ্যে তো সমস্যা আছে। তারা তো এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। এখন এই বাসে ডাকাতি ও ছিনতাইয়ের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ঠিকমতো তদন্ত করলে আমার ধারণা অপরাধের নতুন ধারা বোঝা যাবে।”

পুলিশ ও যৌথ বাহিনী সক্রিয় আছে জানিয়ে ডিএমপির ডেপুটি কমিশনার মো. তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুর থেকে একটি গ্যাংয়ের ২২ জনকে আটক করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলছে। তার কথা, "অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। যারা চিহ্নিত ও লিস্টেড অপরাধী, তাদের বাইরে আরো যে গ্রুপগুলো সক্রিয় হয়েছে, তাদেরও ধরা হচ্ছে।”

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ