এক ইউক্রেনিয়ান ফ্যাশন ডিজাইনার দামী জামার বদলে দিনরাত করোনার সাথে লড়াইরত ডাক্তারদের জন্য বিশেষ পোশাক তৈরি করছেন৷
বিজ্ঞাপন
ইউক্রেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ইভান ফ্রোলভের তৈরি জামা গায়ে দেন গোয়েন স্টেফানি বা মিলা জোভোভিচের মতো তারকারা৷ ইভানের তৈরি জামাকাপড় ফ্যাশনে আগ্রহীদের খুব প্রিয়৷
কিন্তু আসন্ন গ্রীষ্মকালীন নতুন পোশাকের সম্ভার সাজানোর বদলে ইভান তাঁর কারখানায় তৈরি করছেন ডাক্তারদের জন্য বিশেষ ধরনের পোশাক৷ তাঁর দেশ ইউক্রেনে ডাক্তাররা বিরামহীন লড়াই করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ কিন্তু তাদের কাছে পর্যাপ্ত সংক্রমণ ঠেকাতে পারে এমন পোশাক নেই৷
দেশের এমন বিপদের দিনে তাই ইভান নিজের কাজের ধরনে বদল এনেছেন৷ বিশেষ ধরনের কাপড় স্পানবন্ড দিয়ে তৈরি করছেন ‘কাভার-অল', যা ডাক্তারকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে৷ এই কাজে ইভানের সাথে রয়েছেন তাঁর কারখানায় কর্মরত দর্জিরা৷ কড়া নিরাপত্তায়, বিশেষ স্বাস্থ্যবিধি মেনেই চলছে এই কাজ৷
‘আসল হিরো ডাক্তাররাই’
ইভানের ডিজাইন এমনিতে বিখ্যাত যৌন আবেদন জাগানো পোশাক তৈরির জন্য৷ মূলত গ্ল্যামার জগতের পরিচিত নাম ইভান এই মহামারীর সময়ে নিজের ভূমিকা নিয়ে সচেতন৷ তাঁর বক্তব্য, ‘‘আমরা অসাধারণ কিছুই করছি না৷ আমরা যা পারি, তাই করে যাচ্ছি৷ সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থেকে আমরা কাজ করে যাচ্ছি৷ আমরা মোটেই হিরো নই৷ হিরো হচ্ছেন সেই ডাক্তাররা, যারা সঠিক পোশাক ছাড়া নিজেদের ঝুঁকি অগ্রাহ্য করে অন্যদের জীবন বাঁচাচ্ছেন৷’’
ইভানের এই প্রকল্পে অনেকেই অর্থ সহায়তা দিচ্ছেন৷ সেই টাকা দিয়ে চলছে কাপড়, সুতো ইত্যাদি কেনার কাজ৷ অনেকে আবার সরাসরি সেলাইয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েও সাহায্য করছেন৷
শেষ পাওয়া অনুযায়ী, ইউক্রেনে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯৪২জন, মারা গেছেন ২৩জন৷
এসএস/এসিবি (রয়টার্স)
করোনা ঠেকাতে বলিউড তারকাদের আর্থিক অনুদান
ভারতে করোনা মোকাবিলায় কোন কোন বলিউড তারকা অর্থদান করলেন, দেখুন ছবিঘরে…
ছবি: AFP/Getty Images/I. Mukherjee
অক্ষয় কুমার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি করোনা মোকাবিলায় একটি বিশেষ তহবিল ঘোষণা করেন। এরপর বেশ কয়েকজন বলিউড তারকা এই তহবিলে অর্থদান করেছেন। এখন পর্যন্ত এই তহবিলে সবচেয়ে বড় অঙ্ক দান করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি দিয়েছেন মোট ২৫ কোটি ভারতীয় রুপি।
ছবি: UNI
শাহরুখ খান – জুহি চাওলা
প্রধানমন্ত্রীর তহবিলে শাহরুখের দান করা কোনো অঙ্কের খোঁজ না পাওয়া গেলেও, টুইটারে তিনি জানান, শীঘ্রই টাকা পাঠাতে চলেছে তার ও জুহি চাওলার যৌথ ব্যবসায়িক সংস্থা ‘রেড চিলিজ’। শাহরুখ আরো জানান, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্রের সরকারকে ৫০ হাজার পিপিই দিচ্ছেন তাঁরা। পাশাপাশি এক মাসের জন্য প্রায় ১৫ হাজার পরিবারের অন্নসংস্থানের দায়িত্বও নেবেন শাহরুখ-জুহি।
ছবি: Getty Images/AFP/Stringer
সালমান খান
শাহরুখের মতোই অভিনেতা সালমান খানও সরাসরি প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেননি। তিনি মুম্বাই চলচ্চিত্রে কর্মরত ২৫ হাজার দিনমজুরের ভরণপোষণের দায়িত্ব নিতে পারেন৷
ছবি: DW/S. Zain
রজনীকান্ত
দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাজগতে কর্মরত দিনমজুরদের জন্যেও অর্থ সাহায্য করেছেন তিনি।
ছবি: Getty Images/AFP/A. Sankar
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে ও মহারাষ্ট্রের রাজ্যভিত্তিক তহবিলে অর্থ দান করেছেন। টাকার অঙ্ক জানা যায়নি৷
ছবি: AP
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর মার্কিন স্বামী, গায়ক নিক জোনাস প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেছেন বলে জানিয়েছেন। কিন্তু দানের অঙ্ক প্রকাশ করেননি৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তহবিলে তাঁদের অর্থদানের কথা। টাকার অঙ্ক তারাও জানাননি।
ছবি: IANS
শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা ২১ লাখ রুপি দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে।
ছবি: Getty Images/AFP
কারিনা কাপুর- সাইফ আলি খান
কারিনা ও অভিনেতা সাইফ আলি খানও অর্থের অঙ্ক প্রকাশ করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অর্থসাহায্যের কথা নিশ্চিত করেছে এই দম্পতি।
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
কঙ্গনা রানাওয়াত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ফ্যান' হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মোট ২৫ লাখ ভারতীয় রুপি দান করেছেন।
ছবি: STRDEL/AFP/Getty Images
তরুণদের দায়বদ্ধতা
বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের অনেকেই প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরমধ্যে রয়েছেন ভিকি কৌশাল (এক কোটি রুপি), বরুণ ধাওয়ান (৩০ লাখ রুপি), কার্তিক আরিয়ান (এক কোটি রুপি), রাজকুমার রাও, সোনম কাপুর, আলিয়া ভাট, সারা আলি খান।