1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাক্তারদের প্রাণ বাঁচাচ্ছেন ফ্যাশন ডিজাইনার

৩ এপ্রিল ২০২০

এক ইউক্রেনিয়ান ফ্যাশন ডিজাইনার দামী জামার বদলে দিনরাত করোনার সাথে লড়াইরত ডাক্তারদের জন্য বিশেষ পোশাক তৈরি করছেন৷

ছবি: Reuters/G. Garanich

ইউক্রেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ইভান ফ্রোলভের তৈরি জামা গায়ে দেন গোয়েন স্টেফানি বা মিলা জোভোভিচের মতো তারকারা৷ ইভানের তৈরি জামাকাপড় ফ্যাশনে আগ্রহীদের খুব প্রিয়৷

কিন্তু আসন্ন গ্রীষ্মকালীন নতুন পোশাকের সম্ভার সাজানোর বদলে ইভান তাঁর কারখানায় তৈরি করছেন ডাক্তারদের জন্য বিশেষ ধরনের পোশাক৷ তাঁর দেশ ইউক্রেনে ডাক্তাররা বিরামহীন লড়াই করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ কিন্তু তাদের কাছে পর্যাপ্ত সংক্রমণ ঠেকাতে পারে এমন পোশাক নেই৷

দেশের এমন বিপদের দিনে তাই ইভান নিজের কাজের ধরনে বদল এনেছেন৷ বিশেষ ধরনের কাপড় স্পানবন্ড দিয়ে তৈরি করছেন ‘কাভার-অল', যা ডাক্তারকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে৷ এই কাজে ইভানের সাথে রয়েছেন তাঁর কারখানায় কর্মরত দর্জিরা৷ কড়া নিরাপত্তায়, বিশেষ স্বাস্থ্যবিধি মেনেই চলছে এই কাজ৷

‘আসল হিরো ডাক্তাররাই’

ইভানের ডিজাইন এমনিতে বিখ্যাত যৌন আবেদন জাগানো পোশাক তৈরির জন্য৷ মূলত গ্ল্যামার জগতের পরিচিত নাম ইভান এই মহামারীর সময়ে নিজের ভূমিকা নিয়ে সচেতন৷ তাঁর বক্তব্য, ‘‘আমরা অসাধারণ কিছুই করছি না৷ আমরা যা পারি, তাই করে যাচ্ছি৷ সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থেকে আমরা কাজ করে যাচ্ছি৷ আমরা মোটেই হিরো নই৷ হিরো হচ্ছেন সেই ডাক্তাররা, যারা সঠিক পোশাক ছাড়া নিজেদের ঝুঁকি অগ্রাহ্য করে অন্যদের জীবন বাঁচাচ্ছেন৷’’

ইভানের এই প্রকল্পে অনেকেই অর্থ সহায়তা দিচ্ছেন৷ সেই টাকা দিয়ে চলছে কাপড়, সুতো ইত্যাদি কেনার কাজ৷ অনেকে আবার সরাসরি সেলাইয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েও সাহায্য করছেন৷

শেষ পাওয়া অনুযায়ী, ইউক্রেনে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯৪২জন, মারা গেছেন ২৩জন৷

এসএস/এসিবি (রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ