1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-ইউক্রেন চুক্তি বাতিল?

৭ এপ্রিল ২০১৬

মাত্র এক-তৃতীয়াংশ ভোটার অংশগ্রহণ করা সত্ত্বেও, তাদের প্রায় দুই-তৃতীয়াংশ চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন৷ এই ফলাফলে ইউরোপ জুড়ে ইউরোনিন্দুকরা খুশি; অপরদিকে ব্রাসেলসের কর্মকর্তারা সচকিত৷

নেদারল্যান্ডসে ইইউ-ইউক্রেন চুক্তি নিয়ে গণভোট
ছবি: picture-alliance/dpa/B. Czerwinski

৩২.২ শতাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করেন; তাদের মধ্যে ৬১.১ শতাংশ ইইউ-ইউক্রেন চুক্তি প্রত্যাখ্যান করেছেন; চুক্তির পক্ষে ভোট দিয়েছেন ৩৮.১ শতাংশ৷

ফলাফল ঘোষিত হবার পর নেদারল্যান্ডসের ইসলাম-বিরোধী ও সেই সঙ্গে ইইউ-বিরোধী রাজনীতিক গের্ট উইল্ডার্স টুইট করেন: ‘‘ইইউ-এর অন্তের সূচনা৷'' ভোটে অংশগ্রহণ ৩০ শতাংশের বেশি হওয়ায় এই গণভোটের ফলাফল বৈধ, কিন্তু বাধ্যতামূলক নয়৷ তবুও, তা ডাচ সরকারের পক্ষে লজ্জাকর বৈকি৷ বুধবার সকালেও প্রধানমন্ত্রী মার্ক রুটে ভোটারদের প্রতি ইউ-ইউক্রেন চুক্তির সপক্ষে ভোট দেবার আহ্বান জানান এই বলে যে, এই চুক্তি ‘‘ইইউ-এর বহির্সীমান্তে আরো বেশি স্থিতি আনবে''৷

বৃহস্পতিবার ডাচ সরকার বলেন যে, তাঁদের পক্ষে গণভোটের পরিষ্কার ‘‘না''-কে উপেক্ষা করার কোনো উপায় নেই, তবে সরকারের প্রতিক্রিয়া নির্দিষ্ট করতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে – যা আবার ইউরোপীয় কমিশনকেও তাদের করণীয় নির্ধারণ করার সময় দেবে৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কার ইতিমধ্যেই বলেছেন, ‘‘(নেদারল্যান্ডস) সরকার যদি না-ভোটের কাছে নতিস্বীকার করেন, তাহলে (ইইউ-ইউক্রেন) চুক্তিটি বাতিল হবে৷ এই ‘না' একটি বড় আকারের ইউরোপীয় সংকটের দরজা খুলে দিতে পারে৷''

২০১৫ সালের মাঝামাঝি নেদারল্যান্ডসে যে অ্যাডভাইজরি রেফারেন্ডাম অ্যাক্ট পাশ হয়, সেই আইনের বলে এই প্রথম একটি গণভোট অনুষ্ঠিত হলো৷ ওদিকে ব্রিটেনের ইইউ-বিরোধী ইউকিপ দলের নেতা নাইজেল ফারাজ গোড়া থেকেই ডাচ ইউরোনিন্দুকদের সমর্থন করে যাচ্ছিলেন, তাদের প্রচার সমাবেশেও অবতীর্ণ হয়েছিলেন৷ ডাচ ‘গেনপাইল' আন্দোলন চার লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করে সরকারকে এই গণভোটের আয়োজন করতে বাধ্য করে৷ কাজেই দক্ষিণপন্থি পপুলিস্ট গের্ট উল্ডার্স টুইটারে ‘‘ব্রাসেলস এবং দ্য হেগ-এর এলিটকে'' এক হাত নিয়েছেন৷ ওদিকে ইউরোপ জুড়ে এই গণভোটের নানা ধরনের ব্যাখ্যা ও ব্যাখ্যান চলেছে৷ তার মধ্যে একটি হলো: ‘‘ইন্টারনেট কিভাবে আমাদের ইউরোপ্রেমিক এলিটের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিচ্ছে৷''

এসি/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ