1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডারউইনস ফ্রগ'-দের বৈশিষ্ট্য

কাটিয়া ড্যোনে/জেডএইচ২৬ মে ২০১৬

বিবর্তনবাদ তত্ত্বের জন্য বিখ্যাত চার্লস ডারউইন৷ পরবর্তীতে তাঁর নামে একটি ব্যাঙের নামকরণ করা হয়, কারণ তিনিই প্রথম চিলিতে ব্যাঙটি আবিষ্কার করেছিলেন৷ তিন সেন্টিমিটার লম্বা এই ব্যাঙ তার এক বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত৷

‘ডারউইনস ফ্রগ’-দের বিশেষ বৈশিষ্ট্য

03:27

This browser does not support the video element.

আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলে অবস্থিত পাতাগোনিয়ায় অনেক ফাঁকা জায়গা রয়েছে৷ সেখানকার প্রকৃতি এখনও ধ্বংসের মুখে পড়েনি, কেননা খুব কম লোকের বাস সেখানে৷ প্রতি বর্গকিলোমিটারে মাত্র দুই জন৷ তাই প্রাণীরা এখনও সেখানে বেশ আরামেই থাকতে পারছে৷ যেমন ‘ডারউইনস ফ্রগ'৷ মাত্র তিন সেন্টিমিটার লম্বা হলেও প্রকৃতি গবেষক চার্লস ডারউইনের চোখ এড়িয়ে যায়নি ব্যাঙগুলো৷

তবে তারা এখন হুমকির মুখে৷ পশু চিকিৎসক কার্লোস বারিয়েন্তোস দোনোসো বলছেন, ‘‘এই জাতের ব্যাঙ এখন হুমকির মুখে রয়েছে৷ এর একটি কারণ মাটিতে পরিবর্তন৷ এছাড়া তাদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে৷''

চিলির অন্যতম বড় শহর কনসেপসিওন-এ এই জাতের ব্যাঙের ব্রিডিংয়ের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে৷ ‘‘এই কেন্দ্রের লক্ষ্য প্রজননের মাধ্যমে বাচ্চা প্রসব করিয়ে সেগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেয়া৷ এভাবে আমরা প্রাণীদের সাহায্য করতে চাই, কেননা তারা বিপদে আছে'', জানান দোনোসো৷

একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা ঐ কেন্দ্রে কিছু আর্থিক সহায়তা দিয়েছে জার্মানির লাইপশিগ শহরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷

ডারউইনস ফ্রগ সাধারণত খয়েরি, হলুদ আর সবুজ রঙয়ের হয়ে থাকে৷ কিছু প্রজাতি তাদের জীবদ্দশায় রং পরিবর্তন করে থাকে৷ তবে কী কারণে তা এখনও জানা যায়নি৷ এই জাতের ব্যাঙের অনেক বৈশিষ্ট্য এখনও বিজ্ঞানীদের অজানা৷

ব্রিডিং কেন্দ্রে কখনও কখনও এক টেরারিয়ামেই পুরুষ ও নারী ব্যাঙদের রাখা হয়৷ ডারউইনস ফ্রগদের ক্ষেত্রে সন্তান জন্ম দিতে বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ ডিম ফোটার আগ পর্যন্ত পুরুষ ব্যাঙ তার গলার বিশাল ঝিল্লিতে নিষিক্ত ডিমকে ধরে রাখে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ