1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডাল উৎপাদনে ধস নামার আশঙ্কা'

৬ মে ২০১১

বাঙালির প্রিয় খাবার ডাল৷ অন্তত একবেলা ডাল না হলে যেন দিনের খাবারের একটি অংশই থাকে অপূর্ণ৷ ডালের চাহিদা বাড়ছে৷ কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে এর উৎপাদন বাধাগ্রস্ত হতে শুরু করেছে৷

রকমারি ডালের আকর্ষণই আলাদা!ছবি: Fotolia/sil007

ডাল-ভাত শব্দটি যেন বাঙালির রক্তে মিশে আছে! শুঁটিজাতীয় মৌসুমি ফসলের শুকনো বীজটি প্রোটিন জাতীয় খাদ্য৷ ডালকে বলা হয় গরিবের আমিষ খাবার! প্রোটিন ছাড়াও ডালে পর্যাপ্ত শর্করা, চর্বি ও খনিজ উপাদান রয়েছে৷ ফি বছর কেবল বাংলাদেশেই ডালের চাহিদা রয়েছে কমবেশি ১২ লাখ থেকে ১৫ লাখ টন৷ এর মধ্যে দেশে উৎপাদিত হচ্ছে প্রায় সাড়ে চার লাখ টন৷ চাহিদা মেটাতে প্রতি বছর অন্তত ৮ লাখ টন ডাল বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে৷ এ তো গেল বাংলাদেশের হিসাব৷ তবে বিশ্ব চাহিদার হিসাব কষাটা খুব সহজ কোন ব্যাপার নয়৷ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডাল বিশেষ করে মসুর ডাল উৎপাদিত হয় অ্যামেরিকা, ক্যানাডা এবং অস্ট্রেলিয়ায়৷

ডাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছেছবি: Fotolia/UTOPIA

নতুন এক গবেষণায় কৃষি ও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এক পাউন্ড বা প্রায় আধা কিলোগ্রাম ডাল উৎপাদনে প্রয়োজন হয় ৪৩ গ্যালন পানি৷ অপরদিকে, একই পরিমাণ সয়াবিন উৎপাদনে পানির প্রয়োজন ২১৬ গ্যালন, বাদামে ৩৬৮ গ্যালন আর যদি মাংসের হিসাব করা হয়, তাহলে বলা যায়, কেবল এক পাউন্ড গোমাংসের জন্য প্রয়োজন ১ হাজার ৮৫৭ গ্যালন পানি৷

তাঁরা বলছেন, ডাল কেবল যে মানুষের খাবার হিসাবেই ভালো, তাই নয়৷ এই উদ্ভিদটি পরিবেশের জন্যও বেশ উপকারী৷ এটি মাটির উর্বরতা বাড়ায়, বাড়িয়ে দেয় মাটিতে থাকা শক্তির উপাদান৷ আর পানি কম শোষণ করে তা ভূগর্ভস্থ জলাধারে পানির পরিমাণ বাড়াতে সহায়তা করছে৷

শুধু দক্ষিণ এশিয়া নয়, অনেক দেশেই সুস্বাদু ডালের পদ দেখা যায়ছবি: Fotolia/Eva Gruendemann

এক কথায় ডাল উৎপাদনে পানির প্রয়োজন খুব কম এবং প্রয়োজন শুষ্ক স্থান৷ কিন্তু সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন শুরু হওয়ায় সরাসরি আঘাত লাগতে শুরু করেছে এর উৎপাদনে৷ শীর্ষ ডাল উৎপাদনকারী দেশ অ্যামেরিকা এবং ক্যানাডায় বরফ গলা পানির কারণে সৃষ্ট বন্যা লেগে আছে হরহামেশা৷ ফলে সেখানে ডাল উৎপাদন উপযোগী বেশিরভাগ জমি প্লাবিত হওয়ায় এবং ভিজে যাওয়ায় অদূর ভবিষ্যতে ডাল উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে বলেই আশঙ্কা৷ অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও প্রায় একই ধরণের আশঙ্কার কথা জানাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ