ঝাড়ুদার পাখি হিসেবে পরিচিত এই পাখিটির প্লাস্টিকের একটি বোতল ডাস্টবিনে ফেলার ভিডিও ভাইরাল হয়েছে৷
স্টেন্সগ্রাউন্ডেড নামে একটি টুইটার আইডি থেকে ওই ভিডিওটি শেয়ার করে এর বর্ণনায় বলা হয়েছে, একটি কাক একটি প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলছে৷ ‘‘একটি পাখি যদি এটা পারে তবে তোমারও এটা পরা উচিত৷''
ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি৷
ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকের বোতল নিয়ে কাকটি ডাস্টবিনে এসে বসে৷ এরপর কয়েকবার চেষ্টা করে বোতলটি ডাস্টবিনে ঢুকিয়ে দিয়েই আকাশে ডানা মেলে৷
এসআই/কেএম (সংবাদ প্রতিদিন)
সম্প্রতি বিজ্ঞানীরা ঈশপের গল্পে কাকের কৃতিত্ব প্রমাণ করে ছেড়েছেন৷ আরো অনেক প্রাণী আছে যাদের বুদ্ধিমত্তা আপনাকে অবাক করতে বাধ্য৷ এমন কিছু প্রাণীরই কৃতিত্বের প্রমাণ মিলবে এই ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpaআফ্রিকায় অ্যালেক্স নামের এক প্রজাতির তোতা পাখি আছে, যারা ৫০ ধরনের আকার এবং ছয় পর্যন্ত সংখ্যা গুনতে পারে৷ এমনই এক তোতার মৃত্যুর আগের রাতে তার মনিব বলেছিল, ‘‘আমি তোকে ভালোবাসি’’৷ তোতার জবাব ছিল, ‘‘আমিও’’৷ আর ভারতের আগ্রায় সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর কিনারা করে সবাইকে বিস্মিত করে দিয়েছিল যে তোতা তার কথা নিশ্চয়ই মনে আছে!
ছবি: picture-alliance/dpaসামুদ্রিক প্রাণীদের মধ্যে ডলফিন বা শুশুকদের সবচেয়ে বুদ্ধিমান মনে করা হয়৷ এরা বেশ সামাজিক, কেননা শিষ দিয়ে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করে৷ এরা দীর্ঘদিন নিজের সন্তানের সাথে সাথে থাকে এবং তাদের জরুরি কাজ শেখায়৷
ছবি: Fotolia/davidpituপ্রাণীদের মধ্যে মানুষের সবচেয়ে বড় বন্ধু বলা হয় কুকুরকে৷ কুকুরকে ভালোমত প্রশিক্ষণ দেয়া হলে তারা ইশারা মেনে সব কায়দা রপ্ত করতে পারে৷ প্রভুর ভালো-মন্দ বোঝার ক্ষমতাও রয়েছে এই প্রাণীর৷
ছবি: picture-alliance/dpaগ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এই কচ্ছপের চলন দেখে অনেকেই বিরক্ত হতে পারে৷ কিন্তু এরা ভীষণ চালাক৷ এরা মানুষের কণ্ঠস্বর শুনে দীর্ঘ সময় পর্যন্ত তা মনে রাখতে পারে৷ তবে দুঃখের বিষয় এই প্রাণী দিন দিন বিলুপ্ত হতে চলেছে৷
ছবি: picture alliance/dpaঘোড়া এমন একটি প্রাণী যাদের চিন্তা-ভাবনাতেও ভিন্নতা রয়েছে৷ যুক্তরাষ্ট্রের একটি ঘোড়া মুখে তুলি নিয়ে এমন সব ছবি এঁকেছে, যা বিস্মিত করেছে বিশ্ববাসীকে৷ ভেনিস ও রোমের আর্ট গ্যালারিতে ঐ ঘোড়ার আঁকা ছবিগুলোর প্রদর্শনী হয়েছিল৷
ছবি: Fotolia/dozornayaকুকুরের মতো বিড়ালকেও প্রশিক্ষণ দিলে অনেক খেলা শেখানো যায়৷ ওরা অনেক কিছুই দেখে দেখে শিখতে পারে৷ আর এদের স্মৃতিশক্তিও প্রখর৷
ছবি: picture-alliance/Zoonarসম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, কাকেদের কয়েকটি প্রজাতি নাকি খুবই বুদ্ধিমান৷ তাদের ঠোঁটে করে পাথর তুলে একটি টিউবে ফেলার প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণের পর তাদের সামনে কয়েকটি টিউব রাখা হয়৷ তার কয়েকটির মধ্যে পানি, বাকিগুলির মধ্যে বালু ছিল৷ দেখা গেল, কাকেরা বেছে বেছে জলভরা টিউবেই পাথর ফেলছে৷
ছবি: dapdশিম্পাঞ্জি ভীষণ বুদ্ধিমান৷ আর হবে নাই বা কেন? মানুষের সাথে তাদের জীনগত বৈশিষ্ট্য ৯৮ ভাগ মিলে যায়৷ তাই অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে এই প্রাণী৷
ছবি: picture alliance/dpaঅক্টোপাস পলের কথা মনে আছে? ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে ভবিষ্যতবাদী করে যে হৈচৈ ফেলে দিয়েছিল৷ বিজ্ঞানীদের মতে, অক্টোপাসের কিছু প্রজাতির বুদ্ধিমত্তা মানব শিশুর সমান৷
ছবি: picture alliance/dpa