1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডায়বেটিস আছে কিনা ১০ সেকেন্ড কণ্ঠ শুনেই বলবে এআই

১৫ নভেম্বর ২০২৩

মাত্র ১০ সেকেন্ড কারো কণ্ঠ শুনে ডায়বেটিস নির্ণয় করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)৷ একটি গবেষণায় দেখা গেছে, এআই প্রায় নির্ভুলভাবে কারো টাইপ-২ ডায়বেটিস আছে কি না তা বলে দিচ্ছে৷

Symbolbild Sprachnachricht
ছবি: PantherMedia/picture alliance

অ্যামেরিকান স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিক সম্প্রতি এই গবেষণাটি করে৷ সেখানে দেখা যাচ্ছে, এআই ডায়বেটিক ও নন-ডায়বেটিকদের ভয়েস রেকগনিশন বা কণ্ঠ আলাদা করতে পারে৷ এমনকি তাদের মোবাইলে ধারণকৃত কণ্ঠ শুনে কার টাইপ-২ ডায়বেটিস আছে তা বের করতে পারে৷

মায়োক্লিনিকের পৃষ্ঠপোষকতায় ভারতের ২৬৭ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণাটি করেছেন একদল গবেষক৷ চলেছে ২০২১ সালের ৩০ আগস্ট থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত৷

একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বাক্য দিনে সর্বোচ্চ ছয়বার করে দুই সপ্তাহ ধরে রেকর্ড করেছেন৷ মোট ১৮,৪৬৪টি রেকর্ডিং ধারণ করা হয়৷ প্রতিটি রেকর্ডিং থেকে ১৪টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বের করে তা বিশ্লেষণ করে এআই৷ সেই বিশ্লেষণের মাধ্যমে টুলটি টাইপ-২ ডায়বেটিস আছে এবং নেই এমন ব্যক্তিদের মাঝে পার্থক্য করে৷

ফলাফলে দেখা যায়, এআই খুবই সফলভাবে ডায়বেটিক ও নন-ডায়বেটিক নারী-পুরুষের মাঝে পার্থক্য করতে পারছে৷ এমনকি তাদের বয়স ও ‘বডি ম্যাস' (উচ্চতার বিপরীতে ওজন) বিচার করে সঠিক পার্থক্য নিরূপণ করছে৷

গবেষণাটি মায়োক্লিনিকের ‘ডিজিটাল হেলথ'-এ প্রকাশিত হয়েছে৷

এর আগে কণ্ঠ বিশ্লেষণ পারকিনসনস, আলঝেইমারস, মানসিক অসুস্থতা, বিষণ্নতা, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও হৃদরোগসহ বিভিন্ন রোগ সনাক্তে কার্যকর প্রমাণিত হয়েছে৷ এছাড়াও এটি সংকুচিত রক্তনালী বা ক্লান্তির লক্ষণ সনাক্ত করতে পারে, যা রোগীর ঝুঁকি কমাতে সাহায্য করে৷

এই এআই টুলটিও ডায়বেটিক রোগীকে জলদি সনাক্তে সাহায্য করতে পারে৷ আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ২৪ কোটি প্রাপ্তবয়স্ক নিজের অজান্তেই ডায়াবেটিস বয়ে বেড়াচ্ছেন, যার প্রায় ৯০ শতাংশ টাইপ-২ ডায়াবেটিস৷

জেডএ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ