1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডায়াপার ছাড়া বাচ্চা পালন!

লি ফ্যার্ন অং/এআই১১ আগস্ট ২০১৩

পশ্চিমা বিশ্বে সন্তান লালন-পালনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ডায়াপার৷ ছোট্ট শিশুটি যাতে পেচ্ছাপ করে বিছানা ভেজাতে না পারে সেজন্য এই ব্যবস্থা৷ তবে ডায়াপার কিন্তু শিশুর জন্য বিশেষ উপকারী নয়৷ তাই অনেকেই খুঁজছেন বিকল্প পথ৷

ছবি: picture alliance/chromorange

সাধারণত নিয়ন্ত্রিতভাবে পেচ্ছাপ বা হিসি করা শেখার আগ পর্যন্ত অধিকাংশ শিশুর গড়ে দুই থেকে তিন হাজার ডায়াপার ব্যবহার করতে হয়৷ তবে জার্মানির কিছু অভিভাবক ডায়াপার ছাড়াই শিশুকে বড় করার চেষ্টা করছেন৷ আশার কথা হচ্ছে, ডায়পার ছাড়াও তাঁদের সন্তানরা কিন্তু পেচ্ছাপ করে বিছানা ভেজাচ্ছে না৷

১৫ মাস বয়সি আলিসার কথাই ধরা যাক৷ তাঁর মা ফ্রেয়ার ডোনারের বয়স ৩০ বছর৷ প্রতিদিন সকালে আলিসাকে বাথরুমের টয়লেটের উপরে নিয়ে যান ডোনার৷ এরপর মুখ দিয়ে ‘লু লু' শব্দ করতে থাকলে হিসি করতে শুরু করে বাচ্চাটা৷

শুধু তাই নয়, ছোট বা বড় ‘প্রাকৃতিক কর্ম' সারার প্রয়োজন পড়লে বিভিন্ন সংকেতও দেয় আলিসা৷ এভাবেই ডায়পার ছাড়াই প্রথম সন্তান পালন করছেন ডোনার এবং তাঁর স্বামী৷ মজার বিষয় হচ্ছে, এমনটা শুধু তাঁরাই করছেন না৷ ফিনল্যান্ড থেকে শুরু করে ইটালি অবধি ইউরোপের অনেক দেশের অভিভাবকরাই এভাবে সন্তান পালন শুরু করেছেন৷

মা ফ্রেয়ার ডোনার তাঁর ১৫ মাস বয়সি সন্তান আলিসার সঙ্গেছবি: DW/Li Fern Ong

ফ্রেয়ার ডোনারের কাছে অবশ্য শিশুকে ডায়পার না পরানোটা মুখ্য বিষয় ছিল না৷ তিনি চিন্তিত ছিলেন তাঁর সন্তানের কান্না নিয়ে৷ ডোনার বলেন, ‘‘আলিসা খুব কাঁদতো৷ তাই তা নিয়ে ডায়পার ছাড়া শিশু পালন বিষয়ক এক বইয়ের লেখকের সঙ্গে কথা বলি আমি৷ তিনি জানান, শিশুরা কাঁদার মাধ্যমেই (অভিভাবকের সঙ্গে) যোগাযোগের চেষ্টা করে৷''

তিনি বলেন, ‘‘ডায়পার না পরানোর দিন থেকে আলিসা কান্না অনেক কমিয়ে দিয়েছে৷ মনে হচ্ছে, সে এই সিদ্ধান্তে সন্তুষ্ট৷ আমরা খুব দ্রুত ইতিবাচক ফলাফল পেয়েছি৷''

নির্দেশ মতো হিসি করা

ডোনার শুধু নিজের বাচ্চাকে ডায়পার না পরিয়েই ক্ষান্ত হননি৷ তিনি অন্য অভিভাবকদেরও এই বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন৷ ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘বেবিস উইদাআউট ডায়াপার্স' নামক একটি সংগঠনের মাধ্যমে এই কাজ করেন ডোনার৷ বার্লিনে সংগঠনটির প্রশিক্ষণেও অংশ নিয়েছেন তিনি৷

অনলাইনে একটি ফোরামের মাধ্যমে ড. হাইনরিশ রাটৎস-এর সঙ্গে পরিচিত হন ডোনার৷ এই চিকিৎসক ২০ বছর ধরে শিশুদের চিকিৎসা করছেন৷ ডায়পারের কারণে শিশুদের শরীরে সৃষ্ট ফুসকুড়ি প্রায় প্রতিদিনই দেখেন তিনি৷ গত চার বছর ধরে শিশুদের ডায়পার না পরাতে অভিভাবকদের উৎসাহিত করছেন এই চিকিৎসক৷

এ সংক্রান্ত ডয়চে ভেলের প্রতিবেদন শুনুন

This browser does not support the audio element.

ডয়চে ভেলেকে ড. রাটৎস বলেন, ‘‘ইংরেজিভাষী বিশ্বে এটাকে ‘এলিমিনেশন কমিউনিকেশন' বা ইসি বলা হয়৷ মূলধারার চিকিৎসা বিজ্ঞান বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বটে, কিন্তু অনেক চিকিৎসক এখন এতে আগ্রহী৷''

ছাত্রজীবনেই ড. রাটৎস জেনেছিলেন যে, পেচ্ছাপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একটি শিশুর ২৪ মাসের মতো সময় লাগে৷ কিন্তু ২০০৯ সালে এক শিশু দেখে বিস্মিত হন তিনি৷ ডায়পার পরায় সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল৷ চিকিৎসক তখন তাকে ডায়পার না পরানোর জন্য তার বাবা-মাকে পরামর্শ দেন৷

ড. রাটৎস বলেন, ‘‘ক্লিনিক থেকে শিশুটির বাড়ির দূরত্ব ছিল গাড়িতে প্রায় এক ঘণ্টার পথ৷ তাই আমি শিশুটির মাকে বলেছিলাম, ক্লিনিক ত্যাগের আগে শিশুটিকে পেচ্ছাপ করানোর চেষ্টা করতে৷ শিশুটি মায়ের নির্দেশে হিসি করেছিল৷''

ছবি: DW/Li Fern Ong

তবে প্রশ্ন থেকে যায়

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের শিশু ক্লিনিকের পরিচালক ড. রাইনার গানশ্যাও অবশ্য মনে করেন, শিশুদের ডায়পার ব্যবহার না করানোর নেতিবাচক দিকও আছে৷ বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটি এভাবে নিশ্চিত করা কঠিন৷

তিনি বলেন, ‘‘আমি শিশুদের পুরোপুরি বা আংশিক ডায়পার না পরানোটা সমর্থন করলেও মনে করি যে ইসি নিয়ে আমাদের আরো গবেষণা দরকার৷ অধিকাংশ শিশুরোগ বিশেষজ্ঞই এই পন্থা সম্পর্কে ভালোভাবে জানেন না৷ তাঁদের অভিজ্ঞতারও ঘাটতি রয়েছে৷''

ডোনার এবং তাঁর সন্তান আলিসার মধ্যকার যোগাযোগ কিন্তু চমৎকার৷ আলিসা ডায়পার না পরেই রাতে তার মায়ের পাশে ঘুমায়৷ রাতে হিসি করার প্রয়োজন হলে ঘুম থেকে উঠে বিছানার নীচে থাকা ছোট্ট পাত্রটি বের করে নেয় সে৷ অন্ধকার থাকায় ডোনার তখন তাঁর মেয়েকে সহায়তা করেন৷

ডায়পার ছাড়া শিশুদের বড় করতে জার্মানিতে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন ডোনার৷ অনেক অভিভাবক এখনো এতে আগ্রহী না হলেও তিনি আশাবাদী৷ ডোনারের কথা হচ্ছে, অভিভাবকদের অন্তত একবার হলেও চেষ্টা করা উচিত৷ এতে ক্ষতি তো কিছু হবে না!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ