1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিআর কঙ্গোয় সন্ত্রাসী হামলা, মৃত অন্তত ৫০

১ জুন ২০২১

সাম্প্রতিক সময়ে ডিআর কঙ্গোয় সব চেয়ে রক্তাক্ত দিন। সন্ত্রাসী হামলায় মৃত অন্তত ৫০। আইএসের সঙ্গে যুক্ত সংগঠন দায়ী বলে সন্দেহ।

২০১৯ সালের নভেম্বর থেকে এডিএফ-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: Alain Wandimoyi/AFP

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে রাতভর একাধিক জায়গায় আক্রমণ চালাল সন্ত্রাসীরা।

কিভু সিকিউরিটি ট্র্যাকার(কেএসটি) জানিয়েছে, বোগাতে ২৮ জন মারা গেছেন। ২২ জন মারা গেছেন টিছাবিতে। গোমা থেকে এই জায়গাগুলির দূরত্ব ৩১০ কিলোমিটার। এই এলাকায় অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স(এডিএফ) খুবই সক্রিয়। তাদের সঙ্গে আইএসের যোগ আছে বলে অভিযোগ। তারাই এই ঘটনার পিছনে বলে প্রাথমিকভাবে সরকারের ধারণা।

কেএসটি বলেছে, কঙ্গোয় ২০১৭ সালের পর এটাই একদিনে সন্ত্রাসী হামলায় সব চেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

মৃতের সংখ্যা বাড়তে পারে

স্থানীয় এমপি জানিয়েছেন, এখনো মৃতদেহ বের করে আনা হচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক আহত মানুষ ঝোপের আড়ালে লুকিয়ে আছেন।

কঙ্গোর জেল থেকে ১৩শ কয়েদির পলায়ন

00:52

This browser does not support the video element.

জাতিসংঘের সূত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, আক্রমণকারীদের সঙ্গে শান্তিরক্ষা বাহিনীর গুলি বিনিময় হয়। বোগার দুই জন সরকারি কর্মকর্তা এএফপি-কে বলেছেন, যে শিবিরে একটি বিশেষ গোষ্ঠীর উদ্বাস্তুরা ছিলেন, সেখানেই আক্রমণ করে সন্ত্রাসীরা। অন্য উদ্বাস্তু শিবিরে তারা হামলা করেনি। এর আগেও ওই গোষ্ঠীর মানুষ আক্রান্ত হয়েছিলেন। আবার হলেন। মৃতদের মধ্যে বয়স্ক ও বাচ্চাও আছে।

কেএসটি গত শুক্রবার জানিয়েছিল, উত্তর কিভুতে ২০১৯ সালের নভেম্বর মাস থেকে এক হাজার ২২৮ জন হামলায় মারা গেছেন। জাতিসংঘ জানিয়েছে এডিএফ ২০২০ সালে  কঙ্গোয় ৮৫০ জনের বেশি মানুষকে হত্যা করেছে। ডিআর কঙ্গো সরকার তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তারপর এডিএফ অনেকগুলি ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে।

অ্যামেরিকা এডিএফকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে চিহ্নিত করেছে। এই গোষ্ঠীর সঙ্গে আইএসের যোগ আছে বলে তাদের ধারণা।

জিএইচ/এসজি(এএফফি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ