1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সরকার গঠন করবেন টেরেসা মে

৯ জুন ২০১৭

ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কনজারভেটিভ পার্টি৷ ব্রেক্সিট আলোচনার সময় নিজেদের ভিত্তি শক্ত করতে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়েছিলেন টেরেসা মে৷ তারপরও অবশ্য সরকার গঠনের অঙ্গীকার করেছেন তিনি৷

Großbritannien Theresa May
ছবি: Imago/i Images

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, কনজারভেটিভ দল পেয়েছে ৩১৮টি আসন৷ ৬৫০ আসনের ব্রিটিশ সংসদের একটিমাত্র আসনের ফল ঘোষণা এখনও বাকি৷ ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটি যে ৩২৬ আসন পাচ্ছে না তা নিশ্চিত৷

সরকার গঠনের লক্ষ্যে কনজারভেটিভ পার্টি উত্তর আয়ারল্যান্ডের ‘ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি’র (ডিইউপি) সঙ্গে আলোচনা করেছে৷ দলটি আসন পেয়েছে ১০টি৷ সরকার গঠনের অনুমতি নিতে বাকিংহ্যাম প্যালেসে গিয়েছিলেন টেরেসা মে৷ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ডাউনিং স্ট্রিটে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ এই সময় তিনি দেশে নিশ্চয়তা ফিরিয়ে আনার অঙ্গীকারের কথা জানান৷ ডিইউপি’কে সঙ্গে নিয়ে তাঁর দল ব্রেক্সিটের প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও মন্তব্য করেন তিনি৷ ব্রেক্সিটের নির্দিষ্ট সময়সীমা মেনে চলার কথাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷

গত এপ্রিলে টেরেসা মে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়েছিলেন৷ তখনকার জরিপ অনুযায়ী, কনজারভেটিভ দলের অবস্থান বিরোধী লেবার পার্টির চেয়ে বেশ ভালো ছিল৷ কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে এসেছে দুই দলের মধ্যকার ব্যবধানও কমেছে৷

ব্রেক্সিট আলোচনা শুরু নিয়ে সংশয়

টেরেসা মে’র কনজারভেটিভ দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ব্রিটেন সময়মত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইইউ নেতারা৷

তবে তাঁরা ব্রিটেনকে সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছেন৷ ১৯ জুন দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা৷

ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক টুইটারে লিখেছেন, ‘‘আমরা জানি না কব ব্রেক্সিট আলোচনা শুরু হবে৷ তবে কবে সেটি শেষ করতে হবে তা জানি৷ ‘নো ডিল’ এড়াতে আপনাদের সেরা চেষ্টাটা করুন৷’’

ইউরোপীয় কমিশনের প্রধান জ্য-ক্লঁদ ইয়ুংকারও ব্রিটেনকে আলোচনা শুরু করতে দেরি না করার আহ্বান জানিয়েছেন৷

এর আগে শুক্রবার সকালে ইউকে ফেডারেশন অফ স্মল বিজনেস (এফএসবি) ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট আলোচনা স্থগিত করার আহ্বান জানিয়েছে৷ তবে জার্মানির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রেক্সিট আলোচনা শুরু নিয়ে সময় অপচয় করা সম্ভব নয়৷ জার্মানির প্রচারমাধ্যম জেডডিএফকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন৷

ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট বিষয়ক প্রধান আলোচক মিশেল বার্নিয়ে অবশ্য বলেছেন, ব্রেক্সিট আলোচনা তখনই শুরু করা উচিত যখন যুক্তরাজ্য এর জন্য প্রস্তুত হবে৷

স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সমর্থন কমেছে
স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টি, এসএনপির আসনসংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমেছে৷ ৫৯টি আসনের মধ্যে গত সংসদে এসএনপির ৫৬টি আসন ছিল৷ এবার সেটা হয়েছে ৩৫৷ ফলে ফার্স্ট মিনিস্টার এসএনপি পার্টির নিকোলা স্টার্জন স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য আরেকটি গণভোট আয়োজনের যে পরিকল্পনা করেছিলেন তা থেকে হয়ত তাঁকে সরে আসতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ গত বছর অনুষ্ঠিত ব্রেক্সিট নিয়ে গণভোটের পর স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে দ্বিতীয়বারের মতো গণভোট অনুষ্ঠানের জোর দাবি উঠেছিল৷ কারণ স্কটল্যান্ডের অধিকাংশ ভোটারই ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন৷ উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম গণভোটে ৫৫ শতাংশ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছিলেন৷

তিন বাংলাদেশি বংশোদ্ভূত কন্যার জয়

ব্রিটেনের নির্বাচনে এবার বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ জন প্রার্থী অংশ নিয়েছিলেন৷ এর মধ্যে জয় পাওয়া তিনজন সবশেষ সংসদেও সদস্য ছিলেন৷ তিনজন হলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক৷ এর মধ্যে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ এবার তাঁর প্রতিদ্বন্দ্বীকে প্রায় সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন৷ গতবার ব্যবধান ছিল দেড় হাজার৷

রেকর্ড নারী সাংসদ

এদিকে, ব্রিটেনে এবার অন্তত ২০০ জন নারী সাংসদ নির্বাচিত হতে যাচ্ছেন, যা একটি রেকর্ড৷ সবশেষ সংসদে ১৯৬ জন নারী সাংসদ ছিলেন৷

আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ