1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ডিএনএ কাটার কাঁচি

মাবেল গুন্ডলাখ/এসি৭ নভেম্বর ২০১৬

ফরাসি আণবিক জীববিজ্ঞানী এমানুয়েল শার্পঁতিয়ের বার্লিনের মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর ইনফেকশন বায়োলজির অধ্যক্ষা৷ তাঁর আবিষ্কৃত একটি ‘টুল' ডিএনএ কাটাছেঁড়া করার মূল পন্থা হয়ে উঠতে পারে৷ বস্তুটির নাম হল ক্রিসপ্রার-কাস-নাইন৷

DNA Helix
ছবি: Colourbox

কয়েক বছর আগে এমানুয়েল শার্পঁতিয়ের একটি যুগান্তকারী আবিষ্কার করেন৷ এক মার্কিন সতীর্থের সঙ্গে একত্রে কাজ করে শার্পঁতিয়ের আবিষ্কার করেন, ব্যাকটেরিয়া কীভাবে অনুপ্রবেশকারী ভাইরাসগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারে৷ জিন নিয়ে কাজ করতে হলে যে এই স্বাভাবিক, প্রকৃতিদত্ত পদ্ধতি কাজে দিতে পারে, সেটাও তারা সঙ্গে সঙ্গে উপলব্ধি করেন৷ ক্রিসপ্রার-কাস-নাইন হল সেই বস্তু, যা ডিএনএ-র উপাদানগুলোকে অতি সহজে, দ্রুত ও নিখুঁতভাবে বদলে দিতে পারে৷

মলিকিউলার বায়োলজিস্ট শার্পঁতিয়ের বলেন, ‘‘আমার মতে এই আবিষ্কারের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই যে, আমরা প্রকৃতিতে খোঁজাখুঁজি করছি, প্রাকৃতিক প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করছি৷ শেষমেষ এমন সব পদ্ধতির খোঁজ পাওয়া যাবে, যেগুলো বায়োলজি, বায়োটেকনোলজি আর বায়োমেডিসিনে কাজে লাগানো যায়৷''

এই গবেষণার ফলে ক্যানসার বা বংশানুক্রমিক অসুখবিসুখ সারানো যেতে পারবে৷ কিন্তু মানুষের জিন পুলে হস্তক্ষেপ করা নৈতিক বিচারে কতদূর সম্ভব বা গ্রহণযোগ্য? উদ্ভিদ সংক্রান্ত গবেষণায় কিন্তু ক্রিসপ্রার-কাস-নাইন ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে, যেমন ভুট্টার ফলন বাড়ানোর জন্য৷ এছাড়া সাদা মাশরুম নিয়ে কাজ করা হচ্ছে, যাতে তা ধীরে ধীরে বাদামি হয়৷ হয়ত এমন চীনাবাদাম, যাতে অ্যালার্জি উৎপাদনকারক কিছু থাকবে না৷ অর্থাৎ প্রকৃতিকে নিয়ে খেলা করা৷

এমানুয়েল শার্পঁতিয়ের নতুন কর্মস্থান কিন্তু বার্লিনে৷ তিনি এখন মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর ইনফেকশন বায়োলজির অধ্যক্ষা৷ তাঁর গবেষণা জীবনের আরো একটি ধাপ৷ পরিবর্তনই তাঁকে তরুণ রাখে৷

তাঁর সঙ্গে পেটেন্ট সংক্রান্ত একটি বিবাদও এসেছে বার্লিনে, গবেষণার জগতে যা খুব বিরল নয়৷ এক্ষেত্রে মার্কিন বিজ্ঞানীরা দাবি করছেন যে, তাঁরাই প্রথম মানবকোষের উপর ক্রিসপ্রা-কাস-নাইন পরীক্ষা করে দেখেছেন৷ শার্পঁতিয়ের তাতে বিচলিত নন৷ তাঁর মত হল, ‘‘কোনো ভালো আবিষ্কারের ধরনই হলো যে, পেটেন্টটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে৷ ক্রিসপ্রার-কাস-নাইন-এর ক্ষেত্রেও তাই৷ তবে আমি জিতব বলে আমার আস্থা আছে৷''

কালে দেখা যাবে, কে জেতে আর কে হারে৷ আপাতত ল্যাবোরেটরিটা গুছিয়ে ফেলতে হবে ও গবেষক নিয়োগ করতে হবে৷ সেজন্য অর্থ থাকলেও, সময় কম৷

ফ্রান্সের নাগরিক এমানুয়েল শার্পঁতিয়ের এখন বিজ্ঞানের জগতের এক তারকা৷ নানা নামি-দামি পুরস্কারে ভূষিত হয়েছেন৷ মিডিয়াও সর্বদা তাঁর খোঁজে৷ মানুষজন তাঁর সঙ্গে সেলফি তুলতে চায়৷ তা ভালো লাগলেও, বড় সময় খরচ হয় – এমানুয়েল সময়টা গবেষণাতেই ব্যয় করতে চান৷ কেননা তাঁর এখনও অনেক পরিকল্পনা আছে৷ শার্পঁতিয়ের বলেন, ‘‘ক্রিসপ্রার-কাস-নাইন যেরকম ব্যাপক প্রভাব ফেলেছে, সে ধরনের আরেকটি আবিষ্কার করা সহজ হবে না, বলে আমার ধারণা৷ তবে আমাদের বেশ কিছু ভালো প্রকল্প আছে, ল্যাবেও নানা ভালো কাজ চলেছে৷ আমার লক্ষ্য হলো, গবেষণা চালিয়ে যাওয়া, তা থেকে ভবিষ্যতে আবার কোনো ব্রেকথ্রু হলেও হতে পারে৷ একজন বিজ্ঞানীর কাছে সেটাই তো বড় কথা৷''

ক্রিসপ্রার-কাস-নাইন-এর জন্য এমানুয়েল শার্পঁতিয়ের-এর নোবেল পুরস্কার পাওয়াও অসম্ভব নয়৷ তবে তা নিয়ে জল্পনা-কল্পনা আমাদের ব্যাপার, তাঁর নিজের নয়৷

ডিএনএ কাটাছেঁড়া করার মূল পন্থা

04:00

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ