1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনস-এ নিহতদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ পেতে বেশ সময় লাগবে৷ কারণ, অজ্ঞাত লাশের ডিএনএ প্রেফাইল-এর সঙ্গে তাঁদের ডিএনএ মিলিয়ে দেখতে হবে৷

A worker visits a burnt garment factory after a fire which killed more than a hundred people, in Savar November 26, 2012. Thousands of angry textile workers demonstrated in the outskirts of Dhaka on Monday after a fire swept through a garment workshop at the weekend, killing more than 100 people in Bangladesh's worst-ever factory blaze. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: DISASTER BUSINESS EMPLOYMENT TEXTILE)
ছবি: Reuters

তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় নিহত ১১২ জনের মধ্যে ৫৮ জনের লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে৷ কারণ, লাশ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় তাঁদের বাহ্যিকভাবে সনাক্ত করা সম্ভব ছিল না৷ এ কারণে তাঁদের ডিএনএ-র নমুনা রেখে একটি সিরিয়াল নাম্বার দিয়ে দাফন করা হয়৷ কিন্তু এই সব লাশের ডিএনএ প্রোফাইল তৈরি করতে অনেক সময় লাগবে বলে ডয়চে ভেলেকে জানান ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাব-এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম৷

বিক্ষুব্ধ শ্রমিকদের ক্ষোভ প্রকাশ (ফাইল ফটো)ছবি: Reuters

তিনি জানান, যাঁদের পরিবারের সদস্য নিখোঁজ রয়েছেন তাঁদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হচ্ছে৷ প্রতিদিনই গড়ে ১০/১২ জন করে নমুনা দিয়ে যাচ্ছেন৷ নমুনা সংগ্রহ শেষ হলে তাঁদেরও ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে৷ আর তারপর লাশের ডিএনএ-র সঙ্গে আত্মীয়স্বজনের ডিএনএ প্রোফাইল মিলিয়ে শনাত্তকরণ প্রক্রিয়া শেষ হবে৷

এদিকে, এই জটিলতার কারণে অন্তত ৫৮ জন নিহতের পরিবার কোনো ক্ষতিপূরণ পাননি৷ বাকিদের পরিবার ৬ লাখ টাকা করে পেয়েছেন৷ এর এই সুযোগে লাশের দাবিদার বেড়ে যাচ্ছে৷ কেউ কেউ লাশ দাবি করে সুবিধা আদায় করে নিচ্ছে৷ তবে বিজিএমইএ জানিয়েছে, প্রতারকদের ব্যাপারে তারা সতর্ক আছেন৷ কিন্তু ডিএনএ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ