1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২৫ আগস্ট ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে আলামতের মাধ্যমে ডিএনএ পরীক্ষা তদন্তের প্রাথমিক পর্যায় মাত্র৷ এতে ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের ডিএনএ প্রোফাইল জানা যেতে পারে৷

ছবি: DW

কিন্তু তারা কারা তা জানতে সন্দেহভাজনদেরও ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়বে৷ আর তারাই হত্যাকাণ্ডে জড়িত কিনা তা জানতে হলে আরও গভীর তদন্তের প্রয়োজন হবে৷ এসব ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিএনএ ল্যাব প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান৷

ব়্যাবের মিডিয়া ও লিগ্যাল উইং-এর পরিচালক কমান্ডার এম সোহায়েল শুক্রবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের আলামত থেকে সন্দেহভাজনদের ডিএনএ প্রোফাইল জানার কাজ চলছে৷ রুনির টি-শার্ট থেকে এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে৷ আর এ কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি ফরেনসিক ল্যাবে৷ তাদের চাহিদা অনুযায়ী বেশ কিছু আলামত পাঠানো হয়েছে৷ ফল জানতে আরো দুই সপ্তাহ লাগবে৷ তবে কোনো সন্দেহভাজনের ডিএনএ এখনো সংগ্রহ করেনি ব়্যাব৷

সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে জার্মানিতে মানববন্ধন (ফাইল ফটো)ছবি: DW

এদিকে, ড. শরীফ আখতারুজ্জামান জানান, ডিএনএ পরীক্ষা তদন্তের প্রাথমিক কাজ৷ আলামত থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সহায়তায় ঘটনার সময় এবং আগে পরে ব্যক্তিদের উপস্থিতি জানা যাবে৷ কিন্তু তাদের পরিচয় জানতে সন্দেহভাজনদের ডিএনএ'র সঙ্গে মিলিয়ে দেখতে হবে৷ তাই আলামত থেকে ডিএনএ প্রোফাইল পাওয়ার পর ব়্যাবের কাজ হবে সন্দেহভাজনদের ডিএনএ সংগ্রহ করে মিলিয়ে দেখা৷ যদি আলামত থেকে পাওয়া ডিএনএ'র সঙ্গে সন্দেহভাজন কারোর ডিএনএ মিলে যায় তাহলে পরবর্তী তদন্তের কাজ অনেকটা সহজ হবে৷ কিন্তু শুধু ডিএনএ দিয়েই অপরাধী শনাক্ত করা সম্ভব নয় বলে জানান ড. অখতারুজ্জামান৷

তিনি বলেন, এসব ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন প্রয়োজন৷ প্রথম দেখতে হবে আলামত থেকে পাওয়া ডিএনএ প্রোফাইল সাগর-রুনির ডিএনএ কিনা৷

তিনি জানান, উন্নত বিশ্বে অপরাধ তদন্তে ডিএনএ পরীক্ষা তদন্তের প্রাথমিক কাজ৷ কারণ সেখানে নাগরিকদের ডিএনএ কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করে রাখা হয়৷ কোনো অপরাধ ঘটলে ঘটনাস্থলের আলামত থেকে যদি কোনো ডিএনএ প্রোফাইল পাওয়া যায় তাহলে সংগ্রহে থাকা ডিএনএ'র সঙ্গে তুলনা করে সহজেই সন্দেহভাজনদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে তদন্ত শুরু করেন তদন্তকারীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ