1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন সেভেন প্লাসের ক্যামেরা

২১ নভেম্বর ২০১৬

প্রফেশনাল ক্যামেরার বিক্রি নাকি পড়তির দিকে৷ আর এজন্য কেউ কেউ দায়ী করছেন স্মার্টফোনকে, বিশেষ করে আইফোনের নতুন সংস্করণ সেভেন প্লাসকে৷ কিন্তু ডিএসএলআর-এর সঙ্গে কি আইফোনের তুলনা চলে? চলুন দেখি৷

USA Apple Phil Schiller präsentiert das iPhone 7 AirPods
ছবি: Reuters/B. Diefenbach

আইফোন সেভেন প্লাসের প্রশংসা শুনতে শুনতে ক্লান্ত এক ইউটিউবার নিজের পরীক্ষার সিদ্ধান্ত নিলেন৷ একদিকে আইফোনের সর্বশেষ সংস্করণ, অন্যদিকে একটি নাইকন ডিএসএলআর ক্যামেরা৷ সাতটি ভিন্ন ধরনের পরীক্ষার পর তিনি যে সিদ্ধান্ত পৌঁছালেন তা আপনাকে বিস্মিত করবে৷

আইফোন সেভেন প্লাসে পেছনের অংশে রয়েছে দু'টি ক্যামেরা৷ অ্যাপল এমনভাবে ক্যামেরা দু'টি বসিয়েছে যাতে ছবি বা ভিডিও করার সময় এগুলো একত্রে কাজ করে৷ তাই পোট্রেট মোডে ছবি তুললে ডেপথ এখন বোঝা যায় চমৎকারভাবে৷ আর সুযোগ থাকছে আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল জুম করার এবং সেটা ছবির কোয়ালিটির মান খারাপ না করেই৷ ভিডিও করার ক্ষেত্রেও গভীরতা এবং উজ্জ্বলতা আগের চেয়ে বেড়েছে, এমনকি কম আলোতেও এখন চমৎকার ছবি তোলা যায় আইফোন ব্যবহার করে৷

অবশ্য আইফোনের ক্যামেরা যে সবক্ষেত্রে নাইকনের চেয়ে ভালো সেটা ভাবার কারণ নেই৷ বরং এর রয়েছে কিছু সীমাবদ্ধতাও৷ সেসব জানতে দেখুন ভিডিওটি৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ