1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রকাশক গ্রেপ্তার

১১ ফেব্রুয়ারি ২০২০

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গার্ডিয়ান পাবলিকেশন্সের মালিক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে৷ ২০১৮ সালের নভেম্বরে করা একটি মামলায় তাকে সোমবার গ্রেপ্তার করা হয়৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

গার্ডিয়ান পাবলিকেশন্সের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান ডয়চে ভেলেকে জানান, সোমবার বিকেল পৌনে চারটার দিকে র‌্যাবের একটি দল ফকিরাপুলে প্রকাশনা প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়৷ তাদের সঙ্গে সাদা পোশাকেও দুই জন ছিলেন বলে জানিয়েছেন তিনি৷

মাহমুদুল হাসান জানান, ‘‘তারা মামলার কথা বলে (নূর মোহাম্মদকে) আটক করে নিয়ে যান৷ নিয়ে যাওয়ার সময় আমাদের জিজ্ঞেস করেন তিনি জামিন নেননি কেন? আমরা বলি, মামলার কথাই তো তিনি জানেন না৷'' মঙ্গলবার আদালতে হাজির করা হলে তারা মামলার বিস্তারিত জানতে পারেন

মাহমুদুল হাসান

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘২০১৮ সালে একটি মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে৷ ওই মামলায় এনামুল হক মনি নামে একজনকে গ্রেপ্তারও করা হয় তখন৷ কিন্তু ওই মামলায় যে নূর মোহাম্মদকে আসামি করা হয়েছে তা আমরা জানতাম না৷ যদিও মনি তার পরিচিত৷ ফলে তিনি জামিন নেননি বা আদালতে আত্মসমর্পন করেননি৷''

তিনি বলেন, ‘‘মামলায় ফেক নিউজ তৈরি এবং ছড়ানোর অভিযোগ করা হয়েছে৷ আমরা মনে করছি এটার সঙ্গে কোনো বই বা বই প্রকাশের সম্পর্ক নেই৷''

প্রকাশন নূর মোহাম্মদকে মঙ্গলবার  ঢাকার আইসিটি ট্রাইব্যুনালে হাজির করা হয়৷ আদালতে জামিন আবেদন করলে আদালত তা নাকোচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ নূর মোহাম্মদের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদ হোসেন জানান, ‘‘২০১৮ সালে নভেম্বরে কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করা হয়৷ মামলায় তাকে ছয় নম্বার আসামি করা হয়েছে৷ এই মামলায় এ নিয়ে তিন জন আসামি গ্রেপ্তার হয়েছেন এবং তিনজন জামিনে আছেন৷''

অ্যাডভোকেট মুজাহিদ হোসেন

This browser does not support the audio element.

মামলায় আসামীদের বিরুদ্ধে ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে আপত্তিকর এবং মিথ্যা প্রচার প্রচারণার অভিযোগ আনা হয়েছে বলে জানান অ্যাডভোকেট মুজাহিদ৷ তবে তিনি দাবি করেন, ‘‘অন্য আসামিরা এটা করেছেন, নূর মোহাম্মদ এর সঙ্গে জড়িত নন৷''

তিনি আরো জানান, ‘‘প্রধান আসামি মনি কোরিয়া প্রবাসী৷ তিনি ওই সময়ে বাংলাদেশে ছিলেন৷''

রেলওয়ে থানার ওসি রকিবুদ্দিন জানান, পুলিশই এই মামলা করেছিলো৷ গার্ডিয়ান পাবলিকেশন্স চার বছর আগে প্রতিষ্ঠিত হয়৷ এবারের অমর একুশের বইমেলায় তাদের কোনো স্টল নেই৷ মাহমুদুল হাসান জানান, ‘‘এবার আমরা আবেদন করেছিলাম, পাইনি। তবে গত বই মেলায় আমাদের স্টল ছিলো৷''

ইসলামিক ফাউন্ডেশনের বই মেলায়ও তাদের স্টল ছিলো৷ তারা সব ধরনের বই প্রকাশ করলেও ধর্মীয় বই বেশি প্রকাশ করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ