1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজিটাল মঞ্চেও এসপিডি ভোটের ছায়া

২৩ ফেব্রুয়ারি ২০১৮

ফেসবুক, টুইটারসহ ইন্টারনেটে সক্রিয় হয়ে উঠেছে জার্মানির এসপিডি দলের দুই শিবির৷ সরকারে যোগ দেবার প্রশ্নে সদস্যদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে ব্যবহার করা হচ্ছে হ্যাশট্যাগ৷

জার্মানিতে আগামী সরকার গঠন নির্ভর করছে এসপিডি সদস্যদের ভোটের উপর
ছবি: picture-alliance/dpa/P. Steffen

জনমত সমীক্ষায় দলের ভাবমূর্তি প্রায় তলানিতে এসে ঠেকেছে, সদস্যদের ভোটের উপর আগামী সরকারে যোগদানের সম্ভাবনা নির্ভর করছে, তারা না বললে নতুন নির্বাচনে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবার আশঙ্কা রয়েছে৷ তা সত্ত্বেও এসপিডি দলের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন মনোনীত শীর্ষনেত্রী আন্দ্রেয়া নালেস৷ এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, গত কয়েক সপ্তাহে দলের মধ্যে বিশাল মাত্রায় বিতর্কের ফলে জনসমর্থন হারানো মোটেই বিস্ময়কর নয়৷ তবে দলের সদস্যরা শেষ পর্যন্ত মহাজোট সরকারে যোগ দেবার সিদ্ধান্ত নিলে এসপিডি দলের অনেক নীতি কার্যকর করা সম্ভব হবে৷ তাই ভবিষ্যৎ সম্পর্কে তিনি আশাবাদী৷

এদিকে দলের সদস্যদের সমর্থন আদায় করতে বেশ সৃজনশীল পথ বেছে নিয়েছেন এক নেতা৷ তিনি নিজের ফেসবুক পাতায় জামাইকার গায়ক জিমি ক্লিফ-এর একটি গান পোস্ট করে সদস্যদের উৎসাহ দেবার চেষ্টা করছেন৷ গানের শিরোনাম ‘ইউ ক্যান গেট ইট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট'৷ অর্থাৎ, সত্যি চাইলে সেটা পাওয়া যায়৷ উল্লেখ্য, নির্বাচনের ঠিক পরে জার্মানিতে জামাইকা কোয়ালিশন গড়ার চেষ্টা চালানো হয়েছিল৷ সেই স্মৃতি জাগিয়ে তুলে আগামী সরকারে এসপিডি দলের অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতে পারে এই গান৷

এসপিডি দলে সরকারে যোগ দেবার বিরোধীরাও ইন্টারনেটে সক্রিয় রয়েছেন৷ ‘নোগ্রোকো' নামের হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে প্রচার চালাচ্ছেন তাঁরা৷ বিশেষ করে যুব শাখার তরুণ সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো তৎপরতা দেখাচ্ছেন৷ সরকারে যোগ দেবার প্রশ্নে দলের বয়স্ক ও তরুণ সদস্যদের মধ্যে সংঘাত স্পষ্ট হয়ে উঠছে৷ শুধু ভোটের উপর নির্ভর না করে সরকারে যোগ দেবার বিরোধীরা এক অনলাইন পিটিশন শুরু করেছে৷ প্রায় ৬,৫০০ মানুষ তাতে সমর্থনও জানিয়েছেন৷ এখনো পর্যন্ত দুই শিবিরের জয়ের সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট বোঝা যাচ্ছে না৷ তবে বিশেষজ্ঞদের মতে, এসপিডি দলের যে সব সদস্য এখনো সিদ্ধান্ত নেননি, তাঁদের সমর্থনের উপর ফলাফল নির্ভর করবে৷ 

Will they or won't they?

04:58

This browser does not support the video element.

এসপিডি দলের সদস্যদের উপর বিভিন্ন মহল থেকে চাপ আসছে৷ অবিলম্বে জার্মানিতে সরকার গড়ার গুরুত্ব আবার তুলে ধরেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার সংসদে এক ভাষণে তিনি ব্রেক্সিটসহ ইউরোপের বিভিন্ন আসন্ন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেন৷ তাঁর মতে, এই প্রেক্ষাপটে জার্মানিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ