1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একই সঙ্গে কাজ ও ছুটি!

৭ অক্টোবর ২০১৬

একই সঙ্গে কাজ ও ছুটির মজা পাওয়া কি সম্ভব? ডিজিটাল যাযাবররা ঠিক সেটাই করে দেখাচ্ছেন৷ পছন্দের জায়গায় গিয়ে বাকিদের সঙ্গে বসে কাজ করে তারা বাড়তি প্রেরণা ও অবসর সময়ের আনন্দ – দু'টোই পাবার চেষ্টা করছেন৷ তবে সমস্যাও রয়েছে৷

Surfen Internet Strand
ছবি: Sergey Peterman/Fotolia

‘ডিজিটাল যাযাবর’দের প্রিয় গন্তব্য থাইল্যান্ড, স্পেন

04:18

This browser does not support the video element.

‘ডিজিটাল যাযাবর’দের প্রিয় গন্তব্য থাইল্যান্ড, স্পেন

04:18

This browser does not support the video element.

থাইল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে কো লানটা দ্বীপ৷ সবাই কিন্তু সেখানে ছুটি কাটাতে আসেন না৷ এই হোটেল কমপ্লেক্সে কাজের ব্যস্ততা চোখে পড়ার মতো৷ সেখানে তথাকথিত ‘ডিজিটাল যাযাবর'-রা মিলিত হন৷ বেশিরভাগ অংশগ্রহণকারীর বয়স ২০ থেকে ৪০৷ কাজের জন্য চাই শুধু ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ৷

তাঁদেরই একজন মার্কিন নাগরিক ডেটা অ্যানালিস্ট নিক ড্যানফর্থ, বয়স ২৪৷ তিনি জানান, ‘‘আমি আসলে সোম থেকে শুক্রবার ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করার চেষ্টা করি৷ শুনতে অবাক লাগতে পারে, কারণ অনেকেই তো সেই বাঁধাধরা কাজ থেকে পালাতেই এই পথে আসে৷ কিন্তু আমি এভাবেই সবচেয়ে বেশি সৃজনশীল থাকি৷ সপ্তাহান্ত ও সন্ধ্যাগুলি খালি রাখি, আবিষ্কারের নেশায় বেরিয়ে পড়ি৷ যেমন এই দ্বীপের তটে যাই, স্নর্কলিং করি৷''

সমুদ্র কাছে থাকলে স্বাদবদলের এই সুযোগ সত্যি দারুণ৷ স্ত্রী স্টেফ-কে নিয়ে নিক ড্যানফর্থ চার বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন৷ ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজেই অনলাইন কোম্পানি চালান বলে তিনি এমনটা করতে পারেন৷ নিক ড্যানফর্থের কথায়, ‘‘আমি নিজের টিমের ম্যানেজমেন্ট করে থাকি৷ অ্যামেরিকায় অনেকে আছে, ফিলিপাইন্সেও একটা টিম আছে৷ তারা আমাদের হয়ে গবেষণা করে৷ অর্থাৎ আমার কাজের একটা বড় অংশ অন্যের কাজ পরখ করা, সিস্টেম ম্যানেজ করা, ব্যয়ের অনুমোদন দেওয়া৷ উঁচু পর্যায়ের অনেক কাজ করি, দৈনন্দিন বিষয়ে বেশি মাথা ঘামাই না৷''

মরসুম যখন তুঙ্গে, তখন থাইল্যান্ডের এই ‘কো ওয়ার্কিং স্পেস'-এ ৫০ জনেরও বেশি ‘ডিজিটাল যাযাবর' হাজির হন৷

ইংল্যান্ডের জেমস অ্যাবট বছর দুয়েক আগে এই কেন্দ্রটি খোলেন৷ মূল ভূখণ্ডের সঙ্গে ফাইবার অপটিক সংযোগের ফলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়৷ এমন ট্রপিকাল পরিবেশে কাজের মাশুল ১৪০ ইউরো৷ আর ৬০০ ইউরো দিলে ঘর ও খাবারও পাওয়া যায়৷ হোটেলের মালিক অ্যাবটের কথায়, ‘‘উৎপাদনশীলতার মাত্রা খুবই বেশি৷ রাতেও তাদের এখানে দেখা যায়৷ মানুষ এখানে অত্যন্ত সৃজনশীল হয়ে ওঠে৷ অনেকেই আলাদা করে আমাকে বলেছেন, বাইরে বেরিয়ে – এমনকি ঘরের তুলনায়ও তারা এখানে বেশি উৎপাদনশীল হয়ে উঠেছেন৷ ফলে আমি সত্যি অবাক হয়েছি৷''

বেশিরভাগ অতিথি মাসখানেক থাকেন৷ তারা সাধারণত ইউরোপ, উত্তর অ্যামেরিকা অথবা অস্ট্রেলিয়া থেকে আসেন৷

বার্লিনের ক্রিস্টিনে ম্যুনশ-ও এখানে বিশ্রাম নিতে এসেছেন৷ ওয়েবসাইট ডেভেলপর হিসেবে বাকিদের কাছ থেকেও প্রেরণা পান তিনি৷ বলেন, ‘‘আমি বাড়িতেই কাজ শুরু করি৷ কিন্তু একসময় নিজেকে বড় বিচ্ছিন্ন মনে হলো৷ কিন্তু আশেপাশে যদি এমন লোক থাকে, যারা মন দিয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে, তখন তার প্রভাব পড়ে বৈকি৷ ফেসবুক ছেড়ে মন দিয়ে কাজ করা যায়৷''

গোটা বিশ্বে প্রায় ৫০,০০০ মানুষ নিজেদের ডিজিটাল যাযাবর হিসেবে বর্ণনা করেন৷ থাইল্যান্ড ও স্পেন তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য৷ ‘নোম্যাডলিস্ট' নামের এক ওয়েবসাইটে এ বিষয়ে নানা তথ্য পাওয়া যায়৷ যে সব মানুষ মূলত অনলাইনে তাদের কর্মদাতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তারাই দূরে বসে এমন কাজ করতে পারেন৷

ক্রিস্টিনে ম্যুনশ জানান, ‘‘আমি মূলত অ্যামেরিকার গ্রাহকদের সঙ্গেই কাজ করেছি৷ তারা কখনোই আমার কাছে ছিলেন না৷ তাই আমি যে কোনো কাজের জায়গা বেছে নিতে পারি৷''

তবে এমন স্বাধীনতারও মূল্য রয়েছে৷ বেশিরভাগ যাযাবরই কিছুদিন পর বন্ধুবান্ধব অথবা সহকর্মীদের অভাব বোধ করেন৷ ডেটা অ্যানালিস্ট নিক ড্যানফর্থ যেমন বলেন, ‘‘আমি যখন প্রথমে ভ্রমণ শুরু করলাম, তখন প্রায় সবাই যা করে আমিও তাই করতাম৷ অর্থাৎ টাকা বাঁচানোর চেষ্টা করতাম৷ কো-ওয়ার্কিং স্পেসে যাবার বদলে হোটেলের ঘর অথবা ক্যাফে-তেই ওয়াইফাই ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়! কিন্তু ওয়াইফাই এখন প্রায় সর্বত্র রয়েছে৷ কিন্তু ডিজিটাল যাযাবর হিসেবে পথে থাকলে সমাজ, কোনো জায়গার প্রতি টান, বাড়ির অভাব টের পওয়া যায়৷''

এখানে কো-ওয়ার্কিং স্পেস সেই অভাব পূরণ করতে ভারসাম্য আনতে চাইছে৷ সবাই মিলে থাইল্যান্ডের নববর্ষ পালনের মজাই আলাদা৷

প্রতিবেদন: ইয়খেন লোমান/এসবি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ