1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

ডিডাব্লিউর বাকস্বাধীনতা পুরস্কার পেলেন নাভালনায়া

৬ জুন ২০২৪

নাভালনায়া বার্লিনে বলেছেন, পুটিন তার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু তার মতাদর্শ, কণ্ঠস্বরকে থামাতে পারেননি।

পুরস্কার হাতে ইউলিয়া নাভালনায়া। হাততালি দিচ্ছেন জার্মানির অর্থমন্ত্রী লিন্ডনার। পাশে ডিডাব্লিউর ডিরেক্টর জেনারেল পিটার লিম্বুর্গ।
ডিডাব্লিউর দশম ফ্রিডম অফ স্পিচ পুরস্কার পেলেন ইউলিয়া নাভালনায়া ও তার স্বামীর সংগঠন এফবিকে। ছবি: Ronka Oberhammer/DW

ইউলিয়া বলেছেন, ''অ্য়ালেক্সি নাভালনি দেখিয়ে দিয়েছেন, সত্যের সামনে বিশ্বের সর্বশক্তিমান স্বৈরাচারীও ভয়ে কাঁপে।''

ইউলিয়া নাভালনিয়া এবং প্রয়াত নাভালনির তৈরি করা রাশিয়ার অ্যান্টি কোরাপশন ফাউন্ডেশন(এফবিকে) ২০২৪ সালের ডিডাব্লিউর ফ্রিডম অফ স্পিচ বা বাকস্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। বুধবার বার্লিনে একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়

নাভালনি সেখানে বলেন, গত ১৩ বছর ধরে তার প্রয়াত স্বামী রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের বিরোধিতা করেছেন। আর তার এবং তার সংগঠনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল স্বাধীনভাবে কথা বলার অধিকার।

নাভালনায়া জানিয়েছেন, ''গত ১৩ বছরে পুটিন নির্বাচন-ব্যবস্থা শেষ করে দিয়েছেন। বিক্ষোভ বন্ধ করে দিয়েছেন। স্বাধীন মিডিয়ার কণ্ঠরোধ করেছেন। তিনি যাদের পছন্দ করেন না, তাদের স্তব্ধ করে দিতে চেয়েছেন। কিন্তু পারেননি। তিনি আমার স্বামীকে হত্যা করেছেন। কিন্তু তাকে ও তার মতাদর্শকে স্তব্ধ করে দিতে পারেননি।''

গতমাসে ঘোষণা করা হয়, নাভালনায়া ও এফবিকে-কে এই পুরস্কার দেয়া হবে।

নাভালনায়া বলেছেন, তার স্বামী জীবনের ঝুঁকি নিয়ে পুটিন ও রাশিয়ার সমাজকে এটাই দেখাতে পেরেছেন, কথা বলার, মতপ্রকাশের স্বাধীনতা দুর্বলতা নয়, বরং এটাই শক্তি।

তিনি বলেছেন, ''অ্যালেক্সি তার কাজের মধ্যে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে। তিনি কখনো কথা বলার ক্ষেত্রে মতপ্রকাশের ক্ষেত্রে ভয় পেতেন না। আদালতে হোক বা জেলে, তিনি যাবতীয় ঝুঁকি নিয়ে নিজের কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন, সত্য সবসময় মিথ্যাকে পরাজিত করে। তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি সত্য বলেছেন বলে তার ডাকে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন হাজারো মানুষ। দেখিয়ে দিয়েছেন, কীভাবে সর্বশক্তিমান ডিক্টেটরও ভয়ে কাঁপে।''

জার্মানির অর্থমন্ত্রী লিন্ডনার, ডিডাব্লিউর ডিরেক্টর জেনারেল পিটার লিম্বুর্গ ওই অনুষ্ঠানে নাভালনায়া, তার প্রয়াত স্বামী নাভালনি ও এফবিকে-র সদস্য আইনজীবী ও নাভালনির দীর্ঘদিনের বন্ধু ইভান ঝদানভকে শ্রদ্ধা জানান।

লিমবুর্গ বলেন, ''অ্যান্টি কোরাপশন ফাউন্ডেশন এবং ইউলিয়া নাভালনায়া রাশিয়া সরকারের দুর্নীতিগ্রস্ত ও হত্যাকারী ব্যবস্থার বিরুদ্ধে অন্ধকারের মধ্যে আলো দেখানোর কাজ করছে।''

মৃত্যুর আগে জেল থেকে লেখা নাভালনির চিঠির উল্লেখ করে লিন্ডনার বলেন, ''নাভালনি বলেছেন, কীভাবে মুক্ত চিন্তার ভাইরাস রাশিয়ার জেল ব্যবস্থার মধ্যে ছড়াচ্ছে। তার আশা ছিল, এই ভাইরাসের মোকাবিলা করতে সিক্রেট সার্ভিসের কালঘাম ছুটে যাবে।''  লিন্ডনারের মতে, এই ভাইরাস মারাত্মকভাবে রাশিয়ায় ছড়িয়ে পড়েছে।

লিন্ডনার বলেছেন, ''প্রথমে নাভালনিকে বিচ্ছিন্ন করে দেয়া হয়, তারপর তার উপর অত্যাচার করা হয়, আমার মনে কোনো সন্দেহ নেই যে, সব শেষে তাকে হত্যা করা হয়েছে।''

মার্ক হালাম/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ