1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যের ইতিবাচক আর্থিক প্রস্তাব

৩০ নভেম্বর ২০১৭

ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে তুলনামূলক ইতিবাচক আর্থিক প্রস্তাব দিয়েছে ব্রিটেন৷ এ বিষয়ে সুনির্দিষ্ট  কিছু জানা না গেলেও ডিসেম্বর ৪ তারিখে ব্রেক্সিট মিটিং-এর আগে এই পদক্ষেপ উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে৷

Belgien Brexit-Verhandlungen
ছবি: picture alliance /dpa//ZUMA Wire/W. Dabkowski

যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রমতে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার জন্য ‘ডিভোর্স বিল' বা ‘বিচ্ছেদ খরচ' নিয়ে সমঝোতার খুব কাছাকাছি ব্রিটেন৷ বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাজ্য কেবিনেট মিটিং-এ ‘বিচ্ছেদ খরচ' আগের তুলনায় অনেক বাড়িয়েছে, যা ইইউ-র প্রত্যাশার প্রায় কাছাকাছি৷ তবে এ পরিমাণ কত, তা জানা যায়নি৷ ইইউ কূটনীতিকদের মতে, ২০১৯ সালে ইইউ থেকে বেরিয়ে যেতে দরকষাকষির পরও যুক্তরাজ্যকে প্রায় ৫০ বিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হতে পারে৷

ব্রেক্সিট বিষয়ক প্রধান আলোচক মিশেল বার্নিয়ে বলেন, ‘‘এ বিষয়টা নিয়ে আমরা সত্যি সত্যিই অনেক খাটছি৷ আশা করি আপনাদের জানাতে পারবো যে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি৷'' যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি, তবে প্রতিবেদনে বলা হচ্ছে, ডিসেম্বর ৪ তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের আগে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য অগ্রগতি৷

ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কচ্ছেদের অন্যতম শর্ত হিসেবে যুক্তরাজ্যকে একটি নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে৷ তবে সে অর্থের পরিমাণ কত হবে, তা নিয়ে এখনো সমাধানে পৌঁছানো যায়নি৷ ‘ডিভোর্স বিল' নিয়ে মিমাংসার পর ব্রেক্সিট আলোচনার পরবর্তী ধাপে নাগরিকদের অধিকার এবং ইইউ-এর সদস্যদেশ স্বাধীন আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের অংশ নর্দান আয়ারল্যান্ড সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে৷

সব ঠিকঠাক থাকলে ডিসেম্বর ১৪ এবং ১৫ তারিখ ইউরোপীয় কাউন্সিলের সভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রেক্সিট আলোচনা পৌঁছাবে পরবর্তী ধাপে৷ যদিও আইরিশ সরকার ব্রেক্সিট আলোচনায় যুক্তরাজ্যের অবস্থানে অসন্তুষ্ট হয়ে মিশেল বার্নিয়ের প্রতি অনাপত্তি না জানাতে অনুরোধ করতে পারে, যার অর্থ দাঁড়াবে ব্রেক্সিট বিষয়ে সমঝোতার সম্ভাবনা পেছাবে আরও৷

তবে সে সম্ভাবনা রয়েছে কিনা, তা জানা যাবে ডিসেম্বর ৪ তারিখে যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশন প্রধানের বৈঠকের পরই৷

আরএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ