1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাজাপান

ডিমেনশিয়া রোগীরা যখন রেস্টুরেন্ট কর্মী

৩ ফেব্রুয়ারি ২০২৫

জাপানে ডিমেনশিয়া রোগীর সংখ্যা অনেক৷ এমন মানুষদের কিছুক্ষণের জন্য আনন্দ দেওয়ার চেষ্টা করে ‘ইটস ওকে' রেস্টুরেন্ট৷ একেক সময় একেক এলাকায় এই রেস্টুরেন্টটি খোলা হয়৷ কিন্তু এটি কীভাবে চলে?

নিজ ঘরে শুয়ে আছেন জাপানের এক বয়স্ক নাগরিক
জাপানের প্রতি সাতজন বয়স্ক মানুষের মধ্যে একজনের ডিমেনশিয়া হওয়ার শঙ্কা রয়েছেছবি: Reuters/Kim Kyung-Hoon

সম্প্রতি পশ্চিম জাপানের নিশিনমিয়া শহরের এক রেস্টুরেন্ট এই কর্মসূচি পালিত হয়েছে৷ সেখানে একটি নার্সিং হোমের বাসিন্দারা অংশ নিয়েছিলেন৷ তাদের একজন কিন-চ্যান, বয়স ১০১৷ তার স্মরণশক্তি এখন আর ভালো নেই৷

রেস্টুরেন্টে গিয়ে কাজ শুরুর বদলে তিনি প্রথমে সেখানে একটি টেবিলে অতিথির মতো বসে পড়েছিলেন! পরে বন্ধুভাবাপন্ন সহায়তাকারীরা তাকে তার কাজের কথা মনে করিয়ে দেন৷

কিছু অতিথি অপেক্ষায় না থেকে নিজেদের ছুরি-চামচ নিজেরাই নিতে পছন্দ করেন, কারণ, ওয়েটাররা সবাই ডিমেনশিয়ার রোগী

কিন্তু কোনো অতিথি কোন খাবার অর্ডার করেছেন সেটি এই রোগীরা কীভাবে মনে রাখেন? আসলে তারা মনে রাখত পারেন না, তাই অতিথিরা নিজেরাই সব ঠিক করে নেন৷

মাকিকো হিরাই-এর পরিকল্পনা এটি৷ বিভিন্ন এলাকায় তিনি এমন কর্মসূচি বাস্তবায়ন করেন৷ তার মায়েরও ডিমেনশিয়া আছে৷ অন্যদের মধ্যে এই অসুখের শঙ্কা কাটিয়ে উঠতে সহায়তা করতে চান তিনি৷

প্রায় তিন ঘণ্টা পর ‘ইটস ওকে' ক্যাফে বন্ধ হয়৷ শিগগিরই অন্য এলাকায় এটি খোলা হবে৷ ডিমেনশিয়া অনেককে ভোগায়৷

পশ্চিম জাপানের নিশিনমিয়ায় এক-চতুর্থাংশের বেশি মানুষের বয়স ৬৫টির উপরে৷ বয়স বাড়ার সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে৷

জাপানের প্রতি সাতজন বয়স্ক মানুষের মধ্যে একজনের ডিমেনশিয়া হওয়ার শঙ্কা আছে

শুধু নিশিনমিয়াতেই এই রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার হতে পারে৷

এটি জাপানের মতো দেশের জন্য একটি বড় সমস্যা, কারণ, সেখানে শুধু শিশুদের সংকট নয়, বয়স্কদের সেবা করা মানুষেরও অভাব আছে৷

উলরিশ মেন্ডগেন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ