1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিমের ঝোল আর ভারতের যে ভিডিও ভাইরাল

২৭ নভেম্বর ২০১৭

দেখে আহামরি কিছু মনে হবে না হয়ত৷ গ্রামাঞ্চলে ধান সেদ্ধ করতে বা খেজুরের রস দিয়ে গুর তৈরি করতে ব্যবহৃত লম্বা পাতিলে রান্না হচ্ছে কয়েক'শ ডিম৷ সেগুলো খাবেন সাধারণ মানুষরা৷

ছবি: Imago/Hollandse Hoogte

ভিডিও-র শুরুতে দেখা যায় একটি বড় পাতিলে থাকা গরম পানিতে ডিম ছেড়ে দিচ্ছেন কয়েকজন নারী৷ এরপর পেয়াজ, মরিচ কাটায় মনোযোগ দেন তাঁরা৷ একদল আবার মশলা তৈরি করেন৷ অন্যদিকে, পুরুষরা সেদ্ধ ডিমের ছোলা ছাড়াচ্ছেন৷ এভাবে নানা ধাপ পেরিয়ে ডিমগুলো রান্না করা হয়৷

সবশেষে ভাত আর ডিম খেতে দেয়া হয় একদল ক্ষুধার্ত মানুষকে৷ ফেসবুকে অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ার করা পাতা ইউনিলেড-এ বাংলাদেশের এক দাতব্য সংস্থার ভিডিও প্রকাশ করা হয় কয়েকদিন আগে৷ ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় ৭০ লাখ মানুষ৷ শুধু তাই নয়, ভিডিও-র সূত্র ধরে পাওয়া যায় ‘অ্যারাউন্ড মি বিডি’ নামের একটি ইউটিউব পাতার সন্ধানও৷ সেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় সব খাবার রান্নার ভিডিও এবং সেগুলো রান্নার পর সাধারণ মানুষকে খাওয়ানোর দৃশ্য রয়েছে৷

ব্যতিক্রমী এই উদ্যোগটি ইউটিউবেও সাড়া ফেলেছে৷ প্রায় দু'লাখ মানুষ ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করেছেন৷ আর সেখানে প্রকাশিত ভিডিওগুলো দেখা হয়েছে কয়েক কোটি বার৷ আপনিও দেখতে চাইলে ক্লিক করুন এখানে

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ