প্রাণিবৈচিত্র্য, নাকি জীবিকা?ইউলিয়া হেনরিশমান/এসি21.12.2015২১ ডিসেম্বর ২০১৫ক্যারিবিয়ানে বড় বেশি মাছ ধরার ফলে মাছেরা উধাও! কাজেই সাগরে সংরক্ষিত এলাকা সৃষ্টি করে সেখানে মাছ ও অন্যান্য প্রাণীদের ডিম পাড়ার ও বাচ্চা বড় করার সুযোগ দেওয়া হচ্ছে৷ সমাধানটির নাম: ‘মেরিন ম্যানেজড এরিয়া'৷