1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণিবৈচিত্র্য, নাকি জীবিকা?

ইউলিয়া হেনরিশমান/এসি২১ ডিসেম্বর ২০১৫

ক্যারিবিয়ানে বড় বেশি মাছ ধরার ফলে মাছেরা উধাও! কাজেই সাগরে সংরক্ষিত এলাকা সৃষ্টি করে সেখানে মাছ ও অন্যান্য প্রাণীদের ডিম পাড়ার ও বাচ্চা বড় করার সুযোগ দেওয়া হচ্ছে৷ সমাধানটির নাম: ‘মেরিন ম্যানেজড এরিয়া'৷

St.Kitts und Nevis
ছবি: CC BY-NC 2.0

সামুদ্রিক কচ্ছপদের পরিবেশ বদলে যাচ্ছে৷ তারা আগের চাইতে বেশি করে জেলেদের জালে ধরা পড়ছে৷ মান্টা রে, সি টার্টল বা সামুদ্রিক কাছিম, জলের নীচে রিফ বা শৈলশিরা, ক্যারিবিয়ানে সব কিছুই বিরল হয়ে আসছে৷ সেন্ট কিট্স আইল্যান্ডের সামনে চার মিটার জলের নীচে প্রাকৃতিক জগৎ এখনও সুস্থ আছে বলেই মনে হয় – কিন্তু ধারণাটা ভুল৷

দু'কিলোমিটার দূরেই প্রবালদ্বীপগুলোর অবস্থা বিশেষ ভালো নয়৷ এখানে ক্যারিবিয়ানের ছ'টি দেশের ফিশারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা এবং সেই সঙ্গে বিজ্ঞানীরা ডুবসাঁতার দিয়ে পরীক্ষা করে দেখছেন, রিফগুলোর বাস্তব পরিস্থিতি কী৷ ‘দ্য নেচার কনজারভেন্সি' প্রকৃতি সংরক্ষণ সংগঠন তাদের সাহায্য করছে৷ কোথায় তারা ডুব দিচ্ছেন, তার উপর নির্ভর করছে, তারা ভালো না মন্দ, কোন অবস্থা দেখবেন৷ ক্রিস্টোফার অ্যালাইনে এসেছেন গ্রেনাডা থেকে৷ তিনি বলেন, ‘‘অবিশ্বাস্য! প্রবাল, মাছ আর গলদা চিংড়ি দেখলে, জলের তলায় প্রাণিজগৎ দেখলে চমকে যেতে হয়৷ আমি যা দেখেছি, তা দারুণ৷''

চিংড়ি মাছের রাজত্বেছবি: Udo Schilling, Alfred-Wegener-Institut

মেরিন ম্যানেজড এরিয়া

কিন্তু ক্যারিবিয়ানের ছোট ছোট দ্বীপগুলোর অবস্থা বিশেষ ভালো নয়৷ সেন্ট কিট্স আইল্যান্ড আর নেভিস আইল্যান্ডের মাঝখানে ‘দ্য ন্যারোস' নামধারী সঙ্কীর্ণ প্রণালীটি চওড়ায় মাত্র চার কিলোমিটার৷ মাছ ধরার বোট, জল-ট্যাক্সি, ক্রুইজ জাহাজ, ফেরিবোট – সব কিছু যায় এই পথ ধরে৷ ফলে সংঘাত অবধারিত৷ ‘দ্য নেচার কনজারভেন্সি' প্রকৃতি সংরক্ষণ সংগঠন বিভিন্ন ‘জোন' সৃষ্টি করবে, তথাকথিত ‘মেরিন ম্যানেজড এরিয়া'৷ একটি জোন বা এলাকা থাকবে মাছ ধরার জন্য, অন্যটি টুরিস্টদের জন্য৷

‘দ্য নেচার কনজারভেন্সি'-র শেরি কনস্টানটাইন বলেন, ‘‘জেলেরা তাদের জাল পাতে এই সংকীর্ণ প্রণালীতে, মাছেদের নার্সারি যেখানে৷ জেলেরা বিশেষ করে অনেক ছোট মাছ ধরে, কাজেই তারা বড় হতে পারে না৷ বিজ্ঞানী হিসেবে আমি শুধু বলতে পারি যে, ছোট মাছ বড় মাছের চেয়ে লক্ষ লক্ষ কম ডিম পাড়ে৷ এর অর্থ, মাছেদের যত বাড়তে দেওয়া যায়, তারা তত বেশি ডিম দেয়, যা জেলেদের পক্ষেও ভালো৷''

স্বার্থের সংঘাত

এই সব পরিবর্তন জেলেদের পক্ষে কতো সমস্যাকর, তা বোঝা গেল পরদিন৷ ভোর পাঁচটায় মাছ ধরতে বেরিয়েও তারা বিশেষ কিছুই ধরতে পারেনি, যা প্রায়ই ঘটে থাকে৷ সাগরে আর বড় মাছের ঝাঁক প্রায় নেই বললেই চলে, কাজেই জেলেরা ছোট মাছই ধরে, যা আগে কেউ খেতো না৷ কিন্তু ছোট মাছ ধরে আজ রুজি চালানো প্রায় অসম্ভব৷ অনেকেই মাছ ধরার পেশা ছেড়ে দিয়েছে৷

স্বার্থের সংঘাত বিপুল৷ দ্বীপটা বেঁচেই আছে পর্যটকদের কল্যাণে৷ কাজেই হোটেল মালিকরা মৎস্যশিকারীদের উপর খাপ্পা – কেননা জেলেরা হোটেলের নিজস্ব বেলাভূমির সামনেই জাল ফেলে৷ ভবিষ্যতে তা নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, যাতে যেটুকু প্রবাল এখনও এখানে আছে, সেটুকু অন্তত বাঁচানো যায়৷

হোটেলের মালিক অ্যালিস্টেয়ার ইয়ারউড বলেন, ‘‘আমি চাই যে, মাছ ধরার পেশা শুধু বেঁচে থাকুক নয়, বরং বাড়তে থাকুক৷ আমি সত্যিই বিশ্বাস করি যে, ‘দ্য ন্যারোস'-এর মতো এলাকা, যেখানে মাছেরা ডিম পাড়ে, সেগুলো ঠিকমতো ম্যানেজ করতে পারলে শেষমেষ মাছ ধরা আর সেই সঙ্গে আমাদের হোটেল শিল্পও উপকৃত হবে৷''

আপোশ

ওয়ার্কশপে আবার সকলে একসঙ্গে: সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিজ্ঞানী৷ সকলে মিলে পরামর্শ করছেন: জেলেদের স্বার্থ আর হোটেল মালিকদের স্বার্থের মধ্যে আপোশটা কী হতে পারে৷ গ্রেনাডার মতো কয়েকটি দ্বীপরাজ্য সাগরে সংরক্ষিত এলাকা সৃষ্টি করেছে, যদিও তা করতে দু'বছর সময় লেগে গেছে৷ গ্রেনাডার মৎস্য বিভাগের ক্রিস্টোফার অ্যালাইনে বলেন, ‘‘যে জেলেরা এককালে বলত, তোমরা আমাদের রুটি কেড়ে নিচ্ছ, তারাই এখন বলছে, আমরা আরো বেশি সংরক্ষিত এলাকা চাই৷ ওরা ইতিবাচক পরিবর্তনগুলো দেখছে৷''

কিন্তু সময় ফুরিয়ে আসছে৷ এখন কিছু না ঘটলে, প্রবালগুলো মরতে থাকবে, সেই সঙ্গে মাছও কমতে থাকবে৷ সেন্ট কিট্স আর নেভিসের মাঝামাঝি যে সংরক্ষিত এলাকা আছে, ভবিষ্যতে সেখানে আবার মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের কাচ্চাবাচ্চা শান্তিতে বাড়তে পারবে৷ বিশেষ করে সামুদ্রিক কাছিমরা আর জেলেদের জালে জড়িয়ে প্রাণ দেবে না৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ