1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিসেম্বরেই জার্মান চ্যান্সেলর হতে পারেন ওলাফ শলৎস

২২ অক্টোবর ২০২১

জার্মানিতে নতুন জোট সরকার গড়ার লক্ষ্যে আলোচনার প্রথম দিনেই এসপিডি, এফডিপি ও সবুজ দল স্পষ্ট লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ এর আওতায় ৬ই ডিসেম্বরের পর এসপিডি নেতা শলৎস চ্যান্সেলর হিসেবে শপথ নেবেন৷

ছবি: Annegret Hilse/REUTERS

২৬ সেপ্টেম্বর জার্মানির সংসদ নির্বাচনে অস্পষ্ট ফলাফলের প্রেক্ষাপটে দ্রুত সরকার গড়ার আশা কার্যত লোপ পেয়েছিল৷ কিন্তু প্রাথমিক দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে তিন দলের জোটের রূপরেখা অবিশ্বাস্য দ্রুত গতিতে স্পষ্ট হয়ে উঠছে৷ বৃহস্পতিবার সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী সবুজ দল সরকার গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে৷ নভেম্বর মাসেই সেই প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নতুন চ্যান্সেলর হিসেবে এসপিডি নেতা ওলাফ শলৎসের শপথ গ্রহণের লক্ষ্যমাত্রা স্থির করেছে এই তিন দল৷ উল্লেখ্য, এর আগে শলৎস নিজে বড়দিনের আগে সরকার গঠনের আশা প্রকাশ করেছিলেন৷

একাধিক ক্ষেত্রে তিন দলের ভিন্ন অবস্থানের মধ্যে সেতুবন্ধ রচনা করতে আগামী বুধবার থেকে তিন দলের বিশেষজ্ঞ রাজনীতিকদের ২২টি গোষ্ঠী কাজ শুরু করবে৷ ১০ নভেম্বরের মধ্যে তাদের নিজ নিজ ক্ষেত্রে ঐকমত্যের খসড়া প্রস্তুত করতে হবে৷ ততদিন পর্যন্ত যে সব বিরোধের মীমাংসা সম্ভব হবে না, সেগুলির ক্ষেত্রে মতপার্থক্য দূর করতে আসরে নামবেন তিন দলের প্রধান মধ্যস্থতাকারীরা৷ সপ্তাহের কাজের দিনগুলিতেই বিশেষজ্ঞ গোষ্ঠীদের বৈঠক অনুষ্ঠিত হবে, রাতে বা সপ্তাহান্তে সেই প্রক্রিয়া চালিয়ে যাবার কোনো পরিকল্পনা নেই৷ সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নভেম্বের মাসের শেষেই কোয়ালিশন চুক্তির খসড়া প্রস্তুত হয়ে যাবার কথা৷ তিন দলের শীর্ষ নেতাদের সেই চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে৷ তারপর তিন দলকেই আনুষ্ঠানিকভাবে সেই খসড়া অনুমোদন করাতে হবে৷ সবুজ দল ডিজিটাল পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে দলের সায় নিতে চায়৷ এফডিপি এক জরুরি দলীয় সম্মেলনে সরকারে অংশগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করাবে৷ এসপিডি দল আগামী সোমবার সেই প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেবে৷

জার্মানিতে ‘ট্রাফিক লাইট কোয়ালিশন' সরকার গড়ার লক্ষ্যে এমন পেশাদারি মনোভাব যথেষ্ট সম্ভ্রম কুড়াচ্ছে৷ এখনো পর্যন্ত তিন দলের নেতারা যথেষ্ট পরিণতমনস্কতা দেখিয়ে এসেছেন৷ তিন দলই বিরোধী আসনে না বসে ক্ষমতাকেন্দ্রের অংশ হয়ে আগামী চার বছর নিজস্ব নীতি যতটা সম্ভব কার্যকর করতে বদ্ধপরিকর৷ আঙ্গেলা ম্যার্কেলের দীর্ঘ প্রায় ১৬ বছরের কার্যকালের পর বিভিন্ন ক্ষেত্রে আমূল সংস্কার চালানোর উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি গ্রহণ করতে চায় এই তিন দল৷ জোট সরকার গঠনের লক্ষ্যমাত্রা ঠিক সময়ে কার্যকর করতে পারলে ম্যার্কেল মাত্র কয়েক দিনের জন্য চ্যান্সেলর হিসেবে দীর্ঘতম কার্যকালের রেকর্ড ভাঙতে পারবেন না৷ হেলমুট কোলই সেই কৃতিত্বের দাবিদার থেকে যাবেন৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ