বাংলাদেশে মোবাইল ফোন সিমের শতকরা ৭৫ ভাগের নিবন্ধনই ত্রুটিপূর্ণ৷ একটি মাত্র জাতীয় পরিচয়-পত্রের বিপরীতে ১৪ হাজার সিম নিবন্ধনের নজিরও পাওয়া গেছে৷ জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম৷
বিজ্ঞাপন
[No title]
গত সপ্তাহ থেকেই মোবাইল ফোনের সিম যাচাই-বাছাই শুরু হয়৷ গ্রাহকদের হাতে এ মুহূর্তে ছয়টি মোবাইল ফোন অপারেটরের প্রায় ১৩ কোটি সিম রয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত এক কোটি সিমের তথ্য পেয়েছে সরকার, যা মোট সিমের প্রায় শতকরা ৮ ভাগ৷ অথচ এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম৷
তাই আগামী তিন মাসের মধ্যে সবার তথ্য সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়৷
মোবাইল ফোনে আসক্ত? বুঝবেন যেভাবে...
স্মার্টফোনে অতি আসক্তি এক ধরণের রোগ৷ যাঁরা মোবাইল হাতে না থাকলে অস্থির হয়ে যান, বিজ্ঞানীরা বলছেন তাঁরা ‘নোমোফোবিয়া’-য় আক্রান্ত৷ চিনে নিন এ রোগের কিছু লক্ষণ৷
ছবি: Fotolia/Picture-Factory
ব্যাটারির চার্জ ফুরালেই আতঙ্ক
যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কিছু মানুষের মধ্যে স্মার্টফোনের আসক্তির এমন তীব্রতা লক্ষ্য করেছেন যা রীতিমতো বিস্ময়কর৷ তাঁরা দেখেছেন, কিছু লোক মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন, যেন মোবাইল বন্ধ হয়ে গেলে জীবনই অচল৷ এমন হলে বুঝতে হবে আপনিও নোমোফোবিয়ায় আক্রান্ত হয়েছেন বা অচিরেই হবেন৷
ছবি: picture-alliance/chromorange
ইন্টারনেট-নির্ভরতা
কিছু লোক ইন্টারনেট সংযোগ ছাড়া এক মুহূর্তও থাকতে নারাজ৷ স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জানলেই ওয়াই-ফাই জোন-এ যাওয়ার জন্য তাঁরা হা-হুতাশ শুরু করেন৷ এমন সবারও মোবাইল আসক্তি বাড়তে বাড়তে ‘নোমোফোবিয়া’-র সীমা ছুঁয়েছে বলে ধরে নেয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/M. Schutt
ইন্টারনেট থাকতেই হবে?
কোথাও বেড়াতে যাওয়ার আগে সবার আগে কী কী জানতে চান? ‘‘ওখানে ইন্টারনেট আছে?-’’এই প্রশ্ন করেন? যদি মনে হয়, যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে বেড়াতে যাওয়া একদম উচিত নয়, তাহলে ‘নোমোফোবিয়া’ আপনাকেও গ্রাস করছে৷
ছবি: Colourbox
‘স্ট্যাটাস’ না দিতে পারলে হতাশ
ফেসবুক বা সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে প্রতিদিন ‘স্ট্যাটাস’ না লিখলেও অনেকের একদমই চলে না৷ মনে হয়, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করা হয়নি৷ এমন হওয়াটাও খারাপ কথা, তখন বুঝতে হবে ‘নোমোফোবিয়া’ আপনাকেও পেয়েছে৷
ছবি: picture-alliance/dpa/Lei
আরেক ‘সর্বনাশ’
ধরুন, ফোন করতে পারছেন না, এসএমএস-ও না, ফোন বা এসএমএস আসছেনওনা আপনার কাছে৷ কী হয় তখন? স্বাভাবিক পরিস্থিতিতেও খুব অসহায় লাগে? তাহলে আপনাকে নিয়েও চিন্তা আছে৷
ছবি: picture-alliance/dpa
রিচার্জ করাতে পারেননি....
প্রি-পেইড সিম ব্যবহার করেন এমন অনেকে ফোনের ‘ক্রেডিট’ শেষ হলে, অর্থাৎ ফোন বা এসএমএস করার উপায় না থাকলেই মহাদুশ্চিন্তায় পড়ে যান৷ তখন মনে রাখতে হবে, মোবাইল ফোন ছাড়া এক সময় পৃথিবীর সবারই জীবন চলতো, এ যুগেও কয়েক ঘণ্টা বা কয়েকটা দিন নিশ্চয়ই চলবে৷
ছবি: PeJo/Fotolia
ঘুমের সময় অন্তত অন্য কিছু ভাবুন.....
স্মার্টফোনে মানুষ এতটাই নির্ভরশীল হয়ে পড়ছে যে কারো কারো রাতে মোবাইল ফোনে একটা হাত না রাখলে ঠিকমতো ঘুমই হয় না৷ নোমোফোবিয়া-র চূড়ান্ত লক্ষণ এটা৷ সুতরাং এই অভ্যাস ছাড়ুন৷
ছবি: picture-alliance/dpa/T. Marttila/Lehtikuva
7 ছবি1 | 7
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘‘তিন ধাপে এই কাজ হচ্ছে৷ প্রথম কাজ হলো সব মোবাইল অপরেটরের সিম নিবন্ধন জাতীয় পরিচয়-পত্রের (এনআইডি) বিপরীতে আনা৷ যাঁদের সিমের বিপরীতে প্রয়োজনীয় তথ্য এবং কাগজ-পত্র পাওয়া যাবে না, তাদের তথ্য সংগ্রহ করা৷ এরপর ১৬ই ডিসেম্বর থেকে সিম নিবন্ধনে জাতীয় পরিচয়-পত্রের পাশাপাশি হাতের ছাপকে বাধ্যতামূলক করা হচ্ছে৷ এছাড়া সব গ্রাহককেই বায়োমেট্রিকস-এর আওতায় আনা হবে৷''
তারানা হালিম জানান, ‘‘যাঁদের সিমের বিপরীতে প্রয়োজনীয় তথ্য বা কাগজ-পত্র নেই, তাঁদের মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে একটি কোড দিয়ে জানিয়ে দেয়া হবে৷ সেই কোডের বিপরীতে তাঁরা তাঁদের তথ্য এবং শর্ত পূরণ করবেন৷ এই প্রক্রিয়ায় অবৈধ সিমও বাতিল হয়ে যাবে৷''
সরকারের পরিকল্পনা হলো, মোবাইল ফোন ব্যবহারকারী সবাইকে জাতীয় পরিচয়-পত্র এবং হাতের ছাপের মাধ্যমে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা৷ এবং সেই সাথে ভুয়া সিম নিবন্ধন পুরোপুরি বন্ধ করা৷
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ‘‘প্রধানত অপরাধীরাই অবৈধ সিমের সুযোগ নেয়৷ তাই অবৈধ সিম বন্ধ করা গেলে অপরাধ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে৷''
বাংলাদেশে ই-হেলথ ও ই-স্বাস্থ্য সেবাসমূহ
বাংলাদেশের নাগরিকদের জন্য মোবাইল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবা গ্রহণের কিছু সুযোগ তৈরি করেছে সরকার৷
ছবি: picture-alliance/dpa
মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা
প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে সরকার একটি করে মোবাইল ফোন দিয়েছে৷ রোগীরা সেখানে দিনের যে-কোনো সময় ফোন করে সরকারি চিকিৎসকের কাছ থেকে সেবা ও পরামর্শ নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে৷ আপনার এলাকার ফোন নম্বর পাবেন এই লিংকে... http://app.dghs.gov.bd/inst_info/mobile_search.php
ছবি: TAUSEEF MUSTAFA/AFP/Getty Images
এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ
একজন মা গর্ভধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ নিতে পারেন৷ এজন্য তাঁকে আগে নিবন্ধিত হতে হবে৷ তাহলে তিনি নিয়মতিভাবে প্রসূতি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে থাকবেন৷ নিবন্ধনের নিয়মের জন্য যেতে হবে এই লিংকে.. http://www.dghs.gov.bd/index.php/bd/e-health/2013-06-18-09-06-38/279-pregnancy-care-advice-by-sms
ছবি: Getty Images
‘আপনজন’
সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রসূতি মায়েদের মোবাইলের মাধ্যমে পরামর্শ ও সেবা দেয়ার ব্যবস্থা চালু আছে৷ এমন একটি সেবার নাম ‘আপনজন’৷ এর মাধ্যমে গ্রাহকরা বার্তা পাওয়ার পাশাপাশি কম খরচে টেলিফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন৷ এই লিংকে (http://aponjon.com.bd/Content.php?MId=36&SubMId=25) গেলে গ্রাহক হওয়ার নিয়ম জানা যাবে৷
ছবি: Noah Seelam/AFP/Getty Images
টেলিমেডিসিন
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা দেয়া ও পাওয়ার নাম টেলিমেডিসিন৷ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, দেশের ১৮টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে৷ শিগগিরই আরও ১০টি হাসপাতালে এই সেবা শুরু হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
বিশেষজ্ঞ পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালে ওয়েব ক্যামেরা প্রদান করা হয়েছে৷ ফলে নিম্ন পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য উচ্চ পর্যায়ের হাসপাতালসমূহে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওয়েব ক্যামেরাযুক্ত মিনি ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করা শুরু হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে টেলিমেডিসিন
দেশের ২২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রেও স্কাইপে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরে বসে চিকিৎসকগণ বিনামূল্যে প্রতি কর্মদিবসে এই সেবা দিচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে৷