1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিস্কো ড্যান্সারকে নিয়ে ফেঁসেই যাচ্ছেন বার্লুসকোনি

১৮ জানুয়ারি ২০১১

ক্ষমতায় থাকাকালেই নিজ সম্মান নিয়ে এভাবে টানাটানি শুরু হবে তা বোধহয় কখনো কল্পনাও করতে পারেননি ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি৷ সরকারি আইনজীবীরা আদালতকে জানালেন, পতিতাদের সঙ্গে বার্লুসকোনির সম্পর্ক নাকি বহু পুরনো৷

ঝামেলাতে আছেন বার্লুসকোনিছবি: AP

বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে ঝামেলায় রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী৷ শুরুটা হয়েছে ১৮ বছর বয়সী এক ডিস্কো ক্লাবের নর্তকীকে নিয়ে৷ ডাক নাম রুবি, তবে আসল নাম কারিমা এল মারুঘ৷ এই ডিস্কো ড্যান্সারকেই এক পার্টিতে দেখেন বার্লুসকোনি, এরপর তাকে নিয়ে নাকি বিছানা পর্যন্তও গিয়েছেন এবং তার বিনিময়ে বেশ মোটা অংকের পুরস্কারও জুটেছে এই মরোক্কান বংশোদ্ভূত তরুণীর৷ তবে সমস্যা হয়েছে, এই ঘটনার সময় রুবির বয়স ১৮ হয়নি৷ এই নিয়ে মিলান শহরের আদালতে সরকারি আইনজীবীরা সোমবার আনুষ্ঠানিকভাবে বেশ কিছু প্রমাণ হাজির করেছেন৷ তাতে দেখা গেছে, বার্লুসকোনির এই অভ্যাস নতুন কিছু নয়, মিলানে তাঁর বিশাল প্রাসাদে বহুদিন ধরেই প্রমোদবালাদের আনাগোনা চলছে৷

কারিমা এল মারুঘ ওরফে রুবিছবি: picture alliance/dpa

আইনজীবীরা মিলানের এই বাড়িটিতে তল্লাশি চালাতে চান এবং সেজন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন৷ আদালতে আইনজীবীরা জানিয়েছেন, তল্লাশি চালানোর জন্য তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে৷ তারা একটি কথোপকথনের রেকর্ডও হাজির করেছেন৷ তাতে রুবিকে ৭৪ বছর বয়স্ক এই প্লেবয় রাজনীতিক বলছেন, ‘‘রুবি তুমি যত টাকা চাও আমি তোমাকে দেবো, আমি তোমাকে সোনায় মুড়িয়ে দেবো যদি তুমি সবকিছু গোপন করো৷'' অন্যদিকে রুবি তার বান্ধবীদের টেলিফোনে বলছে, ‘‘আমি সিলভিওর কাছে পাঁচ মিলিয়ন ইউরো চেয়েছি৷''

তবে এসব নিজের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করে আসছেন সিলভিও বার্লুসকোনি৷ প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক এখনও রয়েছে বলে জানান তিনি৷ তবে বার্লুসকোনি এতটুকু অন্তত স্বীকার করেছেন যে তিনি দুধে ধোয়া নন৷ কিন্তু পয়সা খরচ করে ওইসব কাজ, সেটা তিনি নাকি কখনোই করেননি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ