1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডি-৮ সম্মেলনে যোগ দিচ্ছেন ড. ইউনূস ও শেহবাজ শরীফ

১৭ ডিসেম্বর ২০২৪

বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগীতাকারী প্রতিষ্ঠান 'ডি-৮' এর ১১তম সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷

 ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসছবি: Press Wing of CAO

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা ইউএনবিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সম্মেলনে ড. ইউনূস এর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন৷

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফর যোগদানের কথা রয়েছে৷ 

ডি-৮ অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন  মূলত ইরান, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়ায়র সমন্বয়ে গঠিত৷ বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি-৮ এর সম্মেলনটিকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে৷ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে বিশেষভাবে জোর দেয়া হবে এবারের সম্মেলনে৷   

এছাড়াও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষভাবে গাজা ও লেবানন ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে৷ সিরিয়ার বাশার আল আসাদ পতনের মাধ্যমে শেষ হয়েছে বাথ পার্টির ৬১ বছরের শাসনের৷ সিরিয়ার পরিবর্তিত বাস্তবতায় মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আসাম সীমান্তে বন্ধ বাণিজ‍্য, কোটি কোটি টাকার ক্ষতি

05:01

This browser does not support the video element.

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বাসার আল আসাদের সরকার ইরান ও রাশিয়ার সহযোগিতায় বিগত ১৩ বছর ধরে লড়াই করে আসছিল৷ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে৷ ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের গুরুত্ব আন্তর্জাতিক অভিযোগ আনা হচ্ছে বিগত কয়েক বছর ধরে৷ এমন পরিস্থিতিতে সিরিয়ায় আসাদ সরকারের পতনে মধ্যপ্রাচ্যে ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রকে হারিয়েছে৷

তবে ইরানের অনেক নাগরিক আসাদের পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের নিজ দেশের সরকারের বিষয়ে আশার আলো দেখছেন৷ ইরানের শাসকদের বিরুদ্ধেও ভিন্ন মতাদর্শের সমর্থকদের হত্যা ও জেল-হেফাজতে নির্যাতনের অভিযোগ রয়েছে৷

এসএইচ/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ