1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতাধিক বাংলাদেশিকে উদ্ধার

৪ ফেব্রুয়ারি ২০১৩

শ্রীলঙ্কার নৌবাহিনী একটি ডুবতে থাকা ট্রলার থেকে ১৩৮ বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের উদ্ধার করেছে৷ দ্বীপরাষ্ট্রটির পূর্ব উপকূলে রবিবার মাছ ধরার ট্রলারটি ডুবে যায়৷ উদ্ধারকৃতদের গন্তব্য জানা যায়নি৷

This photograph provided by the Sri Lankan Navy shows Sri Lankan Navy personnel helping one of the rescued youths disembark from a Sri Lankan Navy vessel at the Oluvil Fisheries harbor in Sri Lanka, Sunday, Feb.3, 2013. The Sri Lankan Navy Sunday rescued 138 Bangladeshi and Myanmar nationals from a sinking fishing vessel in the seas 50 nautical miles east of Oluwil, the Sri Lankan Navy said. (AP Photo/Sri Lankan Navy)
ছবি: picture-alliance/AP Photo

মাছ ধরার নৌকাটিতে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে৷ উদ্ধারকৃতরা কোন জায়গা থেকে যাত্রা শুরু করেছিলেন কিংবা তাদের গন্তব্য কোথায় ছিল, তা অবশ্য জানা যায়নি৷ তবে গত কয়েক মাসে গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো পর্যালোচনা করলে, খানিকটা আন্দাজ করা যায়৷ সাধারণত বাংলাদেশের কক্সবাজার বা টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়া, থাইল্যান্ডে মাছ ধরার নৌকায় করে যেতে চায় অনেকে৷ উদ্দেশ্যে, বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, সীমাহীন দারিদ্র্য থেকে মুক্তির উপায় খোঁজা৷

বাংলাদেশের কক্সবাজার বা টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়া, থাইল্যান্ডে মাছ ধরার নৌকায় করে যেতে চায় অনেকেছবি: AP

তবে এধরনের চেষ্টা অনেক সময়েই ব্যর্থ হয়৷ অনেকের সলিল সমাধি ঘটে সমুদ্রে৷ কেউ ধরা পড়ে নৌবাহিনীর হাতে৷ কেউবা জান নিয়ে কোনমতে ফিরে আসে৷ রবিবার শ্রীলঙ্কার উপকূল থেকে উদ্ধারকৃতরা এমন কোন দলের সদস্য কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি৷ তবে শ্রীলঙ্কার পুলিশের মুখপাত্র প্রিশান্থা জয়াকোডি জানিয়েছেন, তাদের গন্তব্য যে শ্রীলঙ্কা ছিল না, সেটা ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে৷ আর উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন মিয়ানমারের নাগরিক৷ বাকিরা সবাই বাংলাদেশি৷

এখন পর্যন্ত যা খবর, তাতে ১৩৮ জনকে নিয়ে মাছ ধরার নৌকাটি সমুদ্র গন্তব্যহীনভাবে ভাসছিল গত দশ দিন ধরে৷ একসময় সেটি শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি চলে আসে৷ এরপর তা শ্রীলঙ্কার জেলেদের নজরে আসে৷ জেলেরা খবর দেয় সেদেশের নৌবাহিনীকে৷ এরপর তিনটি জাহাজ নিয়ে উদ্ধার অভিযান শুরু করে সেনারা৷

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র কোসালা ওয়ার্নাকুলাসুরিয়া এই বিষয়ে জানিয়েছেন, ‘উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷' সমুদ্রে নিরুপায় ও অসহায় অবস্থায় ভেসে থাকা মানুষদেরকে উদ্ধার করতে সময় লেগেছে বিশ ঘণ্টার মতো৷

পুলিশ মুখপাত্র জয়াকোডি জানিয়েছেন, ‘উদ্ধারকৃতদের সঙ্গে কথাবার্তা বলা অনেক কঠিন৷ কেননা, তারা আমাদের ভাষা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝি না৷ তাই সংশ্লিষ্ট দূতাবাসের কাছে অনুবাদক চেয়েছি আমরা৷'

সমুদ্র থেকে বেঁচে ফেরারা আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন, এমনটাই জানিয়েছেন পুলিশ মুখপাত্র৷ তিনি বলেছেন, তাদেরকে কলম্বোর অস্থায়ী আবাসে সরিয়ে নেওয়া হবে৷ সেই প্রক্রিয়া শুরুর আগে পর্যন্ত তারা ওলুউইল উপকূলে থাকবে৷

এআই/এসি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ