1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

ডুবে যাওয়া চীনা নারীকে বাঁচালেন ব্রিটিশ কূটনীতিক

১৮ নভেম্বর ২০২০

নদীতে ঝাঁপ দিয়ে এক ডুবন্ত চীনা শিক্ষার্থীকে বাঁচিয়ে চীনে হিরো হলেন ব্রিটিশ কূটনীতিক স্টেফেন এলিসন৷ তাঁর এই কৃতিত্বের প্রশংসা করেছেন বেইজিংয়ের কর্মকর্তারা৷ যার ভিডিও ভাইরাল হয়েছে এবং ভিউ ১৭০ মিলিয়ন৷

ছবি: Jiang Lang/British consulate/REUTERS

চীনের দক্ষিণ-পশ্চিমে মেট্রোপল চংকিংয়ের এক প্রাকৃতিক জলধারায় ডুবে যাওয়া এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন ৬১ বছর বয়সি ব্রিটিশ কূটনীতিক স্টেফেন এলিসন৷ সেই ভিডিওটি চীনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার৷ ভিডিওতে প্রথমে শিক্ষার্থীর ভাসমান মুখ ডুবে যেতে দেখা যায়৷

চংকিং-এ সম্প্রতি ব্রিটিশ কনসাল জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন স্টেফেন এলিসন৷ শনিবার বেইজিংএ একটি দৈনিক মিডিয়া ব্রিফিং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ার ব্রিটিশ কূটনীতিকের অসাধারণ কাজের প্রশংসা করে বলেন, ‘‘আমি তাকে বড় একটি থাম্বস আপ দিতে চাই৷’’

এ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব স্টেফেন এলিসনের ভূয়সি প্রশংসা করে বলেন, ‘‘সারা বিশ্বে ব্রিটিশ কূটনীতিকদের মধ্যে এলিসনই সবচেয়ে সেরা৷’’ চীনের সরকারি কাগজ দ্য পেপার জানিয়েছে, মেয়েটিকে উদ্ধার করতে শুধু জুতো জোড়া খুলে পুরো পোশাকেই এলিসনকে পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন৷ চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শিক্ষার্থীর জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছে এলিসনকে৷

মঙ্গলবার পর্যন্ত এই ভিডিওটি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়াইবোতে অসংখ্য মন্তব্যসহ ১৭০ মিলিয়ন ভিউ হয়েছে৷

এনএস/কেএম (ডিপিএ, এএফপি, রয়টার্স)

২০১৮ সালের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...