1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডুসেলডর্ফের হাইনরিশ হাইনে ইউনিভার্সিটি

২৫ জুলাই ২০১১

নর্থরাইন ওয়েস্ট ফেলিয়া রাজ্যে অবস্থিত ডুসেলডর্ফ ইউনিভার্সিটি৷ বলা প্রয়োজন, ডুসেলডর্ফ হচ্ছে নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের রাজধানী৷ পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিরও গভীর অনুশীলন হয় এই শহরটিতে৷

বিশ্ববিদ্যালয়ে লেকচার হলে ছাত্রছাত্রীরাছবি: picture alliance/dpa

ডুসেলডর্ফের হাইনরিশ হাইনে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে৷ তখন বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ‘ডুসেলডর্ফ এ্যাকাডেমি অফ এ্যাপ্লাইড মেডিসিন'৷ ডুসেলডর্ফ অত্যন্ত ব্যস্ত একটি শহর৷ এর মূল কারণ হল এটি নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের রাজধানী৷ রাজনীতি ছাড়াও সংস্কৃতি এবং বিনোদনের জন্য ডুসেলডর্ফ শহরটি বেশ পরিচিত৷ আর ‘ফ্যাশন-সিটি' হিসেবেও ডুসেলডর্ফ গোটা ইউরোপে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে৷

ডুসেলডর্ফে রয়েছে বেশ নামি এ্যাকাডেমি অফ আর্টস, বেশ কিছু সংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সংরক্ষিত উদ্যান৷ আর এই সবকিছুই ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছেই অবস্থিত৷

ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ে সবমিলে প্রায় ১৬ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে৷ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এক হাজার সাতশো জন এবং তাদের মধ্যে প্রায় ২৬০ জন প্রফেসর৷ এদের সহযোগিতা করার জন্য রয়েছেন আরো প্রায় ৬ হাজার এ্যাকাডেমিক স্টাফ৷

বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচটি অনুষদ এবং অনুষদগুলোর অধীনে ৫০টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়৷ অনুষদগুলো হচ্ছে, আইন, গণিত এবং সাধারণ বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, মানবিক এবং ব্যবসা প্রসাসন ও অর্থনীতি৷ এসব অনুষদে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে হাইনরিশ হাইনে ইউনিভার্সিটি অফ ডুসেলডর্ফ৷

ক্যাম্পাসের কাছেই ব্যস্ত মার্কেট

ক্যাম্পাসের বাইরে রয়েছে অসংখ্য দোকান৷ ক্রেতারা ধিরে ফিরে দেখছে৷ কেউ কেনাকাটায় ব্যস্ত আবার অনেকেই ঘুরে বেড়াচ্ছেন৷ একজন মহিলা বললেন,‘‘আমি এমনি শহরটি ঘুরে ফিরে দেখি৷ দোকানে-দোকানে যাই৷ কিছুই কিনি না৷ এই পরিবেশটি আমার দারুণ লাগে৷ সেটা উপভোগ করার জন্যই আসি৷''

আরেকজন মহিলার ভাষ্য,‘‘এখানে সবকিছু বেশ পরিচ্ছন্ন, উন্নতমানের৷ দেখার অনেক কিছুই আছে ডুসেলডর্ফ শহরে৷''

এক ভদ্রলোক জানালেন,‘‘বিশেষ করে ক্রিসমাসের সময় পুরো শহরটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়৷ কোয়েনিগ্স আলে আমাদের বেশ পছন্দের একটি জায়গা৷''

ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ে সবমিলে প্রায় ১৬ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেছবি: AP

ডুসেলডর্ফ আর্টস এ্যাকাডেমী

রাইন নদি বয়ে গেছে ডুসেলডর্ফ শহরের মধ্যে দিয়ে৷ নদির আশেপাশেই রয়েছে শিল্পকলা এ্যাকাডেমি৷ ডুসেলডর্ফের আর্টস এ্যাকাডেমীর প্রধান টনি ক্র্যাগ বললেন, ‘‘বাস্তব সত্য হল ডুসেলডর্ফের যে ঐতিহ্য তা বেশ পুরনো৷ ৫০, ৬০ এবং ৭০-এর দশকের সেসব ঐতিহ্য এখনো টিকে রয়েছে গর্বের সঙ্গে৷ সেই সময় অনেক শিল্পী এখানে পড়াশোনা করেছেন, শিক্ষকতাও করেছেন এক পর্যায়ে৷ এখানেই তারা কাজ করেছেন আর এসব অসাধারণ এবং নিখুঁত শিল্পকলার সুনাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷ অবশ্যই ডুসেলডর্ফ সংস্কৃতি চর্চার একটি আদর্শ স্থান৷''

ডুসেলডর্ফ শহরটি আধুনিক স্থাপত্যের জন্য সুনাম কুড়িয়েছে৷ শহরটি বেশ বড় কিন্তু আধুনিকতার ছোঁয়া কখনো ছেড়ে যায়নি ডুসেলডর্ফকে৷ শহরের নক্সা ও নির্মাণের সঙ্গে জড়িত গ্রেগর বনিন৷ তিনি জানালেন,‘‘ডুসেলডর্ফের প্রতিটি ভবনের নক্সা, স্থাপত্য-রীতি দেখার মত, ভাববার মত এবং তা নিয়ে আলোচনার করার মত৷ যদি কোন ভবন বা নক্সা নিয়ে কেউ কোন কথা না বলে বা আলোচনা না করে এর অর্থ হবে ‘এটা কোন নক্সাই হল না'৷ সেই ভবনের প্রতি কেউ কোন আগ্রহও দেখাবে না৷ আর্কিটেকচার এমন একটি বিষয় যা নিয়ে সাধারণ মানুষ কথা বলবে, আলোচনা করবে এবং সমালোচনাও হবে৷ সবকিছুই এর সঙ্গে জড়িত৷ ডুসেলডর্ফ নদি বন্দরও৷ বন্দর শহরের বৈশিষ্ট্যই আলাদা৷ প্রতিটি ভবন, সেতু নিজে থেকেই কথা বলবে৷ এটাই হল সবচেয়ে বেশি মনোমুগ্ধকর৷''

আর বিদেশি ছাত্র-ছাত্রীদের কারণে ডুসেলডর্ফ শহরটি পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনের একটি রঙিন ছোঁয়া৷ ইউরোপে জাপানি অভিবাসীদের সবচেয়ে বেশি দেখা যায় ডুসেলডর্ফে৷ প্রমীলা বিশ্বকাপের সময় ডুসেলডর্ফের জাপানি অভিবাসীরা মেতেছিল অন্য এক উন্মাদনায়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ