1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডুয়াল সিস্টেম

ক্রিস্টিনা বের্গমান/এসি৯ ফেব্রুয়ারি ২০১৩

পুঁথিগত বিদ্যার সঙ্গে কাজের বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণ, এই হলো জার্মানির সফল ‘ডুয়াল সিস্টেম’ বা দ্বৈত প্রণালী৷ যুক্তরাষ্ট্রে জার্মান দূতাবাস এখন মার্কিন কোম্পানিগুলিকে তারই সুযোগ-সুবিধা শেখাচ্ছে৷

ছবি: picture alliance/dpa

যুক্তরাষ্ট্রের সমস্যা হলো, যারা চার বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে চায় না, বরং সরাসরি কাজ শিখতে চায়, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই৷ এ কথা বলেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী রেবেকা ব্ল্যাঙ্ক স্বয়ং৷ অথচ মার্কিন শিল্পসংস্থাগুলির ঠিক এই ধরণের কর্মীর প্রয়োজন৷

বহু বছর অচলাবস্থার পর মার্কিন উৎপাদন শিল্প আবার ধীরে ধীরে হালে পানি পাচ্ছে, যেমন ডেট্রয়েটের মোটর কোম্পানিগুলি৷ প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন, তিনি ‘‘মেড ইন ইউএসএ''-কে আবার একটি ট্রেডমার্কে পরিণত করতে চান৷ কিন্তু সেজন্য প্রথমে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার৷ সেখানেই জার্মানির ‘দ্বৈত প্রণালী' আদর্শ হতে পারে৷

বলতে কি, জার্মানির প্রতিবেশীদেশ ফ্রান্সও সদ্য এই ‘ডুয়াল সিস্টেম'-এর কার্যকরিতা উপলব্ধি করছে৷ এবার ব্ল্যাঙ্কও বলেছেন, ‘‘জার্মানি দেখিয়েছে যে, এই পদ্ধতি খুব ভালোভাবে কাজ করে৷'' ব্ল্যাঙ্ক কথাটা বলেন ওয়াশিংটনের জার্মান দূতাবাসে৷ জার্মান দূতাবাসের উদ্যোগটার নাম হল ‘‘স্কিল্স ইনিশিয়েটিভ'', যার উদ্দেশ্য, জার্মান ও মার্কিন শিল্পসংস্থা, সরকারি কর্তৃপক্ষ ও প্রশিক্ষণকেন্দ্রগুলিকে একত্রিত করা৷

পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে হাতানাতে শেথাটাও প্রয়োজনছবি: picture-alliance/dpa

অবশ্য যুক্তরাষ্ট্রে ‘জার্মান মডেল'-টি অপরিচিত নয়৷ পনেরো বছর আগেই নর্থ ক্যারোলিনা রাজ্যের সেন্ট্রাল পিয়েডমন্ট কমিউনিটি কলেজে জার্মান ‘লেহেরলিং' বা অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিস পদ্ধতিটিকে আদর্শ করা হয়৷ কলেজ নাম হলেও, এই বিশ্ববিদ্যালয়টির ছাত্রসংখ্যা সত্তর হাজার৷ এখানে চার বছর থেকে কমিয়ে দু'বছরের একটি পাঠক্রম রাখা হয়েছে, যার অনুরোধ এসেছিল মার্কিন কোম্পানিগুলির কাছ থেকে৷

বর্তমানে পিয়েডমন্ট কলেজ জার্মানির কার্লসরুহে শহরের শিল্প ও বাণিজ্য চেম্বারের সঙ্গে একত্রে কাজ করে৷ ছাত্র ও প্রশিক্ষক বিনিময় হয়৷ এমনকি কার্লসরুহের পাঠক্রম হুবহু অনুকরণ করার অনুমতি পেয়েছে পিয়েডমন্ট৷ মজার কথা, যুক্তরাষ্ট্রে কর্মরত জার্মান শিল্পসংস্থাগুলিই নাকি প্রথম পিয়েডমন্টকে জার্মান ‘ডুয়াল সিস্টেম'-এর কথা বলে৷ বলবে তো বটেই: যুক্তরাষ্ট্রে বেসরকারি জার্মান বিনিয়োগের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার৷

স্কিলস ইনিশিয়েটিভ অবশ্যই পাবলিক-প্রাইভেট সহযোগিতার উপর নির্ভর, কেননা একজন শিক্ষানবিসের প্রশিক্ষণে খরচ পড়ে আনুমানিক দেড় লাখ ডলার, যার একটা বড় অংশ দেয় সংশ্লিষ্ট কোম্পানিগুলি, যেহেতু তাদেরই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যদিও বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ